সামাজিক বার্তা নিয়ে নাটক ‘সেপারেশন’

নির্মিত হলো একক নাটক ‘সেপারেশন’। নাটকটিতে এখানে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং পারসা ইভানা। নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। নির্মাতা বলেন, আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে। এরকম ঘটনা থেকেই গল্পের মধ্য দিয়ে নতুন একটা বার্তা দেয়ার চেষ্টা করেছি। সেই পরিবারে যদি একটা ছোট সন্তান থাকে, তার মধ্য দিয়ে কি অতিবাহিত হয়। বাবা-মায়ের ঝগড়ার মধ্য দিয়ে একটা ছোট শিশুর জীবন ধবংসের দিকে ধাবিত হয়। এই নাটকটির মধ্য দিয়ে সমাজের প্রতি আমি একটা বার্তা দিতে চেয়েছি। কাজটি সবারই দেখা উচিত। মুশফিক-ইভানা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন অরুনিসা, লিউনা, মাসুম বাশার প্রমুখ।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ , ১৬ অগ্রহায়ণ ১৪২৮ ২৫ রবিউস সানি ১৪৪৩

সামাজিক বার্তা নিয়ে নাটক ‘সেপারেশন’

বিনোদন প্রতিবেদক

image

নির্মিত হলো একক নাটক ‘সেপারেশন’। নাটকটিতে এখানে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং পারসা ইভানা। নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। নির্মাতা বলেন, আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে। এরকম ঘটনা থেকেই গল্পের মধ্য দিয়ে নতুন একটা বার্তা দেয়ার চেষ্টা করেছি। সেই পরিবারে যদি একটা ছোট সন্তান থাকে, তার মধ্য দিয়ে কি অতিবাহিত হয়। বাবা-মায়ের ঝগড়ার মধ্য দিয়ে একটা ছোট শিশুর জীবন ধবংসের দিকে ধাবিত হয়। এই নাটকটির মধ্য দিয়ে সমাজের প্রতি আমি একটা বার্তা দিতে চেয়েছি। কাজটি সবারই দেখা উচিত। মুশফিক-ইভানা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন অরুনিসা, লিউনা, মাসুম বাশার প্রমুখ।