আদি বুড়িগঙ্গা পুনঃখনন করে বেড়িবাঁধ সড়কটি ছয় লেন করা হবে : তাপস

আদি বুড়িগঙ্গা পুনঃখনন করে বেড়িবাধ সড়কটি ছয় লাইনে উন্নিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারি মাস হতে বুড়িগঙ্গা আদি চ্যানেলের পুনঃখনন কাজ শুরু হবে। চ্যানেল উদ্ধারের পাশাপাশি কামরাঙ্গীরচরে একটি কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এই এলাকায় যাতায়ত সুবিধার দুটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মূল ঢাকার সঙ্গে সংযোগ নিশ্চিত হয়।’ গতকাল রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধের লোহারপুল এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ , ২৪ অগ্রহায়ণ ১৪২৮ ৪ জমাদিউল আউয়াল

আদি বুড়িগঙ্গা পুনঃখনন করে বেড়িবাঁধ সড়কটি ছয় লেন করা হবে : তাপস

নিজস্ব বার্তা পরিবেশক

আদি বুড়িগঙ্গা পুনঃখনন করে বেড়িবাধ সড়কটি ছয় লাইনে উন্নিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারি মাস হতে বুড়িগঙ্গা আদি চ্যানেলের পুনঃখনন কাজ শুরু হবে। চ্যানেল উদ্ধারের পাশাপাশি কামরাঙ্গীরচরে একটি কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এই এলাকায় যাতায়ত সুবিধার দুটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মূল ঢাকার সঙ্গে সংযোগ নিশ্চিত হয়।’ গতকাল রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধের লোহারপুল এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।