দোহারে দুর্বৃত্তের ছুরিতে নিহত ১

ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাসিম ভূঁইয়া(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কার্তিকপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম ভূঁইয়া কার্তিকপুর এলাকার মৃত বশির উদ্দিন ভূঁইয়ার ছেলে। দুই বছর আগে সৌদি আরব থেকে একবারে দেশে ফিরেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মারুফ ও সুমন নামে দুইজনকে আটক করেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা নাসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।

দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুলতান মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা সংগঠিত হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে মারুফ ও সুমন নামে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২ , ২০ পৌষ ১৪২৮ ৩০ জমাদিউল আউয়াল

দোহারে দুর্বৃত্তের ছুরিতে নিহত ১

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাসিম ভূঁইয়া(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কার্তিকপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম ভূঁইয়া কার্তিকপুর এলাকার মৃত বশির উদ্দিন ভূঁইয়ার ছেলে। দুই বছর আগে সৌদি আরব থেকে একবারে দেশে ফিরেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মারুফ ও সুমন নামে দুইজনকে আটক করেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা নাসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।

দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুলতান মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা সংগঠিত হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে মারুফ ও সুমন নামে দুইজনকে আটক করা হয়েছে।