রংপুরে সওজের সড়ক সংস্কারে সরকারি অর্থ লোপাট

রংপুরে সড়ক ও জনপথ বিভাগের সড়ক সংস্কারের নামে সরকারি অর্থ লুটপাটের মহোৎসব শুরু হয়েছে। নিম্নমানের সামগ্রী বিশেষ করে পাথর, বিটুমিন ব্যবহারসহ নানাবিধ অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে জুনে ফাইনালের নামে তড়িঘড়ি করে ৩-৪ দিনের মধ্যেই রাস্তা সংস্কার করায় অনেক স্থানে বিটুমিন লাগানো পাথর উঠে যাচ্ছে। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ করা হলেও তিনি আমলে নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন রংপুর নগরীর লালবাগ থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে ক্যাডেট কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য অর্ধ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু সেখানে আগের সড়ক পরিষ্কার না করে তার ওপর নিম্নমানের বিটুমিন আর পাথর দিয়ে কোন রকমে কার্পেটিং করে দেয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ যে পাথর ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের আর বিটুমিনগুলো খুবই নিম্নমানের। পাথরের সঙ্গে বিটুমিন মিশিয়ে রাস্তায় বিছিয়ে দেয়ার পরপরই তা উঠে যাচ্ছে। সেদিক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বিশেষকরে মোটরসাইকেল চালক ও আরোহীরা সবচেয়ে বিপদের মধ্যে পড়ছেন। বিটুমিন ও পাথর দেয়ার পর রাস্তা এতটাই পিচ্ছিল হচ্ছে ফলে গত এক সপ্তাহে অন্তত ১৫ জন মোটরসাইকেল চালক আরোহীসহ মোটরসাইকেল থেকে পিছলে পড়ে আহত হয়েছেন।

সরেজমিন আরও দেখা গেছে সড়কের অনেক স্থানে পাথর ও বিটুমিন বিছানোর পর উঠে যাওয়ায় সেগুলো তুলে ফেলে স্তূপ করে রাখা হচ্ছে। এগুলো আবারো রাতের বেলায় গোপনে বিটুমিন দিয়ে রাস্তায় বিছিয়ে দেয়া হচ্ছে। এমনি অবস্থায় সংস্কার করা রাস্তা ৬ মাস টেকার সম্ভাবনা নেই বলে সড়ক বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশলী জানিয়েছেন। এভাবেই রংপুর সড়ক ও জনপথ বিভাগের অধিরণে সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে জুনে ফাইনালের নামে নগরীর বিভিন্ন সড়কের মাঝখানে যে ব্যারিকেড রয়েছে সেখানে রঙ করার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একইভাবে বিভিন্ন সড়কে সৃষ্টি হওয়া গর্ত পূরণ করে সংস্কারের নামে টাকা লুটের মহোৎসব চলছে বলেও অভিযোগ উঠেছে।

সার্বিক বিষয়ে জানতে রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি লালবাগ এলাকায় সড়কে বিটুমিন মিশ্রিত পাথর উঠে যাওয়ার কথা স্বীকার করে বলেন এটা কোন সমস্যা নয় কার্পেটিং শেষ হলে সড়কের অবস্থা খুবই ভালো লাগবে বলে দাবি করেন তিনি। কত টাকা ব্যয়ে সংস্কার কাজটি করা হচ্ছে জানতে চাইলে তিনি পুরো টাকার কথা জানাননি। একইভাবে সড়ক সংস্কার কাজে কোন অনিয়ম হচ্ছে না বলে দাবি করেন।

মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ , ২১ আষাড় ১৪২৮ ২৫ জিলহজ ১৪৪৩

রংপুরে সওজের সড়ক সংস্কারে সরকারি অর্থ লোপাট

লিয়াকত আলী বাদল, রংপুর

রংপুরে সড়ক ও জনপথ বিভাগের সড়ক সংস্কারের নামে সরকারি অর্থ লুটপাটের মহোৎসব শুরু হয়েছে। নিম্নমানের সামগ্রী বিশেষ করে পাথর, বিটুমিন ব্যবহারসহ নানাবিধ অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে জুনে ফাইনালের নামে তড়িঘড়ি করে ৩-৪ দিনের মধ্যেই রাস্তা সংস্কার করায় অনেক স্থানে বিটুমিন লাগানো পাথর উঠে যাচ্ছে। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ করা হলেও তিনি আমলে নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন রংপুর নগরীর লালবাগ থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে ক্যাডেট কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য অর্ধ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু সেখানে আগের সড়ক পরিষ্কার না করে তার ওপর নিম্নমানের বিটুমিন আর পাথর দিয়ে কোন রকমে কার্পেটিং করে দেয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ যে পাথর ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের আর বিটুমিনগুলো খুবই নিম্নমানের। পাথরের সঙ্গে বিটুমিন মিশিয়ে রাস্তায় বিছিয়ে দেয়ার পরপরই তা উঠে যাচ্ছে। সেদিক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বিশেষকরে মোটরসাইকেল চালক ও আরোহীরা সবচেয়ে বিপদের মধ্যে পড়ছেন। বিটুমিন ও পাথর দেয়ার পর রাস্তা এতটাই পিচ্ছিল হচ্ছে ফলে গত এক সপ্তাহে অন্তত ১৫ জন মোটরসাইকেল চালক আরোহীসহ মোটরসাইকেল থেকে পিছলে পড়ে আহত হয়েছেন।

সরেজমিন আরও দেখা গেছে সড়কের অনেক স্থানে পাথর ও বিটুমিন বিছানোর পর উঠে যাওয়ায় সেগুলো তুলে ফেলে স্তূপ করে রাখা হচ্ছে। এগুলো আবারো রাতের বেলায় গোপনে বিটুমিন দিয়ে রাস্তায় বিছিয়ে দেয়া হচ্ছে। এমনি অবস্থায় সংস্কার করা রাস্তা ৬ মাস টেকার সম্ভাবনা নেই বলে সড়ক বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশলী জানিয়েছেন। এভাবেই রংপুর সড়ক ও জনপথ বিভাগের অধিরণে সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে জুনে ফাইনালের নামে নগরীর বিভিন্ন সড়কের মাঝখানে যে ব্যারিকেড রয়েছে সেখানে রঙ করার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একইভাবে বিভিন্ন সড়কে সৃষ্টি হওয়া গর্ত পূরণ করে সংস্কারের নামে টাকা লুটের মহোৎসব চলছে বলেও অভিযোগ উঠেছে।

সার্বিক বিষয়ে জানতে রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি লালবাগ এলাকায় সড়কে বিটুমিন মিশ্রিত পাথর উঠে যাওয়ার কথা স্বীকার করে বলেন এটা কোন সমস্যা নয় কার্পেটিং শেষ হলে সড়কের অবস্থা খুবই ভালো লাগবে বলে দাবি করেন তিনি। কত টাকা ব্যয়ে সংস্কার কাজটি করা হচ্ছে জানতে চাইলে তিনি পুরো টাকার কথা জানাননি। একইভাবে সড়ক সংস্কার কাজে কোন অনিয়ম হচ্ছে না বলে দাবি করেন।