গানে গানেই নিজের পৃথিবী গড়তে চান চামেলী

নেত্রকোনার মেয়ে চামেলীর গান নিয়েই স্বপ্ন। গানে তার হাতেখড়ি ভারতের কেশব ঘোষের হাত ধরে। এরপর ঢাকায় এসে চামেলী বাফায় গান শিখেছেন। এ ছাড়া আরও কয়েকজন ওস্তাদের কাছে গানে তালিম নিয়েছেন তিনি। চামেলীর ভাষ্যমতে তিনি আজীবন গানে নিজেকে চর্চায় রাখতে চান। গানে সত্যিকারের শিক্ষা গ্রহণ করে পরিপূর্ণ একজন শিল্পী হতে চান। এরইমধ্যে চামেলীর প্রথম মৌলিক গান জয় মুহাম্মদের কথা ও সুরে ‘মন কান্দে’ প্রকাশিত হয়েছে। আরো নতুন নতুন গানের কাজ চলছে। সে গানগুলো শিগগিরই প্রকাশ পাবে বলেও জানিয়েছেন তিনি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি গানে নিজেকে যথাযথ শিক্ষায় গড়ে তোলাটাই তার মূল স্বপ্ন। চামেলী বলেন, ‘কোনকিছু নিয়েই অনেক বড় স্বপ্ন নেই আমার। কিন্তু নিজেকে গানের ভুবনে একজন সত্যিকারের সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলতে চাই। জানি অনেক কষ্ট হবে, শ্রম দিতে হবে। কিন্তু গানের জন্য তা আমি করতে মানসিকভাবে প্রস্তুত।’ চামেলী জানান স্টেজ শো’র মৌসুমে তিনি নিয়মিত শো নিয়ে ব্যস্ত থাকেন। গেলো ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে তিনি ঢাকার রেডিসন হোটেলে একটি শো’তে সংগীত পরিবেশন করেন। বাংলা গানের প্রসারে নিজেকে নিয়োজিত রাখতে চান সবসময়।

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ২৮ ভাদ্র ১৪২৯ ১৫ সফর ১৪৪৪

গানে গানেই নিজের পৃথিবী গড়তে চান চামেলী

বিনোদন প্রতিবেদক

image

নেত্রকোনার মেয়ে চামেলীর গান নিয়েই স্বপ্ন। গানে তার হাতেখড়ি ভারতের কেশব ঘোষের হাত ধরে। এরপর ঢাকায় এসে চামেলী বাফায় গান শিখেছেন। এ ছাড়া আরও কয়েকজন ওস্তাদের কাছে গানে তালিম নিয়েছেন তিনি। চামেলীর ভাষ্যমতে তিনি আজীবন গানে নিজেকে চর্চায় রাখতে চান। গানে সত্যিকারের শিক্ষা গ্রহণ করে পরিপূর্ণ একজন শিল্পী হতে চান। এরইমধ্যে চামেলীর প্রথম মৌলিক গান জয় মুহাম্মদের কথা ও সুরে ‘মন কান্দে’ প্রকাশিত হয়েছে। আরো নতুন নতুন গানের কাজ চলছে। সে গানগুলো শিগগিরই প্রকাশ পাবে বলেও জানিয়েছেন তিনি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি গানে নিজেকে যথাযথ শিক্ষায় গড়ে তোলাটাই তার মূল স্বপ্ন। চামেলী বলেন, ‘কোনকিছু নিয়েই অনেক বড় স্বপ্ন নেই আমার। কিন্তু নিজেকে গানের ভুবনে একজন সত্যিকারের সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলতে চাই। জানি অনেক কষ্ট হবে, শ্রম দিতে হবে। কিন্তু গানের জন্য তা আমি করতে মানসিকভাবে প্রস্তুত।’ চামেলী জানান স্টেজ শো’র মৌসুমে তিনি নিয়মিত শো নিয়ে ব্যস্ত থাকেন। গেলো ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে তিনি ঢাকার রেডিসন হোটেলে একটি শো’তে সংগীত পরিবেশন করেন। বাংলা গানের প্রসারে নিজেকে নিয়োজিত রাখতে চান সবসময়।