বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ

রোহিঙ্গা সংকট সমাধানে এক সঙ্গে কাজ করবে দু’দেশ

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা অব্যাহত রাখতে একমত হয়েছে। একই সঙ্গে ওই সংকট সমাধানের জন্য মায়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়সহ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে সম্মত হয় উভয় দেশ। এছাড়া দু’দেশের মধ্যে বিনিময় হওয়া গোপনীয় সামরিক তথ্য সুরক্ষার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে দু’দেশের মধ্যে অংশীদারিত্ব সংলাপে এই অনুরোধ করা হয়। গতকাল বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১০-১২ জুন ওয়াশিংটনে বংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ডেভিড হেইল।

সংলাপে দু’দেশের সরকার নিরাপত্তা, উন্নয়ন, মানবিক সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ এবং সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দিয়ে টেকসই অংশীদারিত্বের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। দু’দেশের সরকার একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে ঘনিষ্ঠ সহযোগিতা চালাতে একমত হয়। সংলাপে উভয়পক্ষ সন্ত্রাসবাদের অব্যাহত চ্যালেঞ্জ ও নিরাপত্তাগত লক্ষ্য পূরণের প্রচেষ্টার পাশাপাশি মানবাধিকার বিষয়ক বাধ্যবাধকতাগুলো মেনে চলার গুরুত্বের বিষয়ে একমত হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দু’দেশের মধ্যে বিনিময় হওয়া গোপনীয় সামরিক তথ্যের সুরক্ষার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার অনুরোধ করে। বাংলাদেশ এ আলোচনার ধারা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে। সভায় দু’দেশের সরকার সাইবার নিরাপত্তা সংক্রান্ত লক্ষ্য ও উদ্দেশ্যগুলো পরস্পরকে অবহিত করে। এ বিষয়ে পারস্পরিক স্বার্থ এগিয়ে নেয়ার জন্য সহযোগিতা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার ক্ষেত্র খতিয়ে দেখতে সম্মত হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র পক্ষ কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে বঙ্গোপসাগর অঞ্চলে সমুদ্রসীমা বিষয়ক সচেতনতা বৃদ্ধি, জলদস্যুতা প্রতিরোধ ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের জন্য বাংলাদেশকে নিরাপত্তা সহায়তা বাড়ানোর অঙ্গীকার করে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ভূমিকার প্রশংসা করে। দুই প্রতিনিধি দল একটি অপারেশনাল-লেভেল আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম (ইউএএস) বিষয়ক যৌথ অঙ্গীকারটিও এ সময় তুলে ধরে। জাতিসংঘ বাহিনীতে সেনা সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশ ও সক্ষমতা গঠনে সহায়তাকারী হিসেবে যুক্তরাষ্ট্র এতে যৌথভাবে ভূমিকা রাখবে। ২০১৯ সালের মার্চে নিউইয়র্কে জাতিসংঘের শান্তি রক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে ওই অঙ্গীকার করা হয়েছিল। সংলাপে মায়ানমার থেকে আসা ১০ লাখের বেশি শরণার্থীকে অব্যাহতভাবে আশ্রয় দিয়ে যাওয়ায় বাংলাদেশের আন্তরিকতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশও যুক্তরাষ্ট্রকে তার অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানায়। যুক্তরাষ্ট্রের এ সহায়তার মধ্যে রয়েছে ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশ ও মায়ানমারকে মানবিক সহায়তা হিসেবে দেয়া ৪৯ কোটি ৪০ লাখ ডলারের বেশি অর্থ সহায়তা। ওয়াশিংটন সংলাপে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরকার একটি স্থিতিশীল, সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে এগিয়ে নিতে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা এবং এই অঞ্চলের দেশগুলোর জনগণের পরস্পরের মধ্যে সম্পর্ক জোরদারে কাজ করতে একমত হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ৮ম অংশীদারত্ব সংলাপ আগামীতে সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

image

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের কাছে রোহিঙ্গা সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন -সংবাদ

আরও খবর
অনেক চ্যালেঞ্জ আর প্রত্যাশার বাজেট আজ
দুর্নীতি শূন্যের কোঠায় নামাতে বিশেষ পরিকল্পনা রয়েছে
ওয়ার্নারের সেঞ্চুরির পর আমিরের তোপ
সাগরে ভাসছে ৬৪ বাংলাদেশি
মায়ানমার মিথ্যাচার করছে
দেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ
গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর
ব্যবস্থা নিতে ৫ জেলা প্রশাসককে দুদকের চিঠি
ওসি মোয়াজ্জেম দেশেই আছে শীঘ্রই গ্রেফতার
সরকারের অবস্থান মানবাধিকারের বিরুদ্ধে
চালু হচ্ছে জিপিএ-৫ এর পরিবর্তে সিজিপিএ-৪
বাছির ও মিজানুরের বিরুদ্ধে তদন্ত চলছে
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২২১ জন, আহত ৬৫২
চোখের সামনে বাস পিষে মারল পঙ্গু স্বামীকে

বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯ , ৩০ জৈষ্ঠ্য ১৪২৫, ৯ শাওয়াল ১৪৪০

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ

রোহিঙ্গা সংকট সমাধানে এক সঙ্গে কাজ করবে দু’দেশ

কূটনৈতিক বার্তা পরিবেশক

image

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের কাছে রোহিঙ্গা সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন -সংবাদ

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা অব্যাহত রাখতে একমত হয়েছে। একই সঙ্গে ওই সংকট সমাধানের জন্য মায়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়সহ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে সম্মত হয় উভয় দেশ। এছাড়া দু’দেশের মধ্যে বিনিময় হওয়া গোপনীয় সামরিক তথ্য সুরক্ষার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে দু’দেশের মধ্যে অংশীদারিত্ব সংলাপে এই অনুরোধ করা হয়। গতকাল বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১০-১২ জুন ওয়াশিংটনে বংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ডেভিড হেইল।

সংলাপে দু’দেশের সরকার নিরাপত্তা, উন্নয়ন, মানবিক সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ এবং সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দিয়ে টেকসই অংশীদারিত্বের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। দু’দেশের সরকার একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে ঘনিষ্ঠ সহযোগিতা চালাতে একমত হয়। সংলাপে উভয়পক্ষ সন্ত্রাসবাদের অব্যাহত চ্যালেঞ্জ ও নিরাপত্তাগত লক্ষ্য পূরণের প্রচেষ্টার পাশাপাশি মানবাধিকার বিষয়ক বাধ্যবাধকতাগুলো মেনে চলার গুরুত্বের বিষয়ে একমত হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দু’দেশের মধ্যে বিনিময় হওয়া গোপনীয় সামরিক তথ্যের সুরক্ষার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার অনুরোধ করে। বাংলাদেশ এ আলোচনার ধারা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে। সভায় দু’দেশের সরকার সাইবার নিরাপত্তা সংক্রান্ত লক্ষ্য ও উদ্দেশ্যগুলো পরস্পরকে অবহিত করে। এ বিষয়ে পারস্পরিক স্বার্থ এগিয়ে নেয়ার জন্য সহযোগিতা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার ক্ষেত্র খতিয়ে দেখতে সম্মত হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র পক্ষ কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে বঙ্গোপসাগর অঞ্চলে সমুদ্রসীমা বিষয়ক সচেতনতা বৃদ্ধি, জলদস্যুতা প্রতিরোধ ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের জন্য বাংলাদেশকে নিরাপত্তা সহায়তা বাড়ানোর অঙ্গীকার করে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ভূমিকার প্রশংসা করে। দুই প্রতিনিধি দল একটি অপারেশনাল-লেভেল আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম (ইউএএস) বিষয়ক যৌথ অঙ্গীকারটিও এ সময় তুলে ধরে। জাতিসংঘ বাহিনীতে সেনা সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশ ও সক্ষমতা গঠনে সহায়তাকারী হিসেবে যুক্তরাষ্ট্র এতে যৌথভাবে ভূমিকা রাখবে। ২০১৯ সালের মার্চে নিউইয়র্কে জাতিসংঘের শান্তি রক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে ওই অঙ্গীকার করা হয়েছিল। সংলাপে মায়ানমার থেকে আসা ১০ লাখের বেশি শরণার্থীকে অব্যাহতভাবে আশ্রয় দিয়ে যাওয়ায় বাংলাদেশের আন্তরিকতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশও যুক্তরাষ্ট্রকে তার অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানায়। যুক্তরাষ্ট্রের এ সহায়তার মধ্যে রয়েছে ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশ ও মায়ানমারকে মানবিক সহায়তা হিসেবে দেয়া ৪৯ কোটি ৪০ লাখ ডলারের বেশি অর্থ সহায়তা। ওয়াশিংটন সংলাপে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরকার একটি স্থিতিশীল, সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে এগিয়ে নিতে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা এবং এই অঞ্চলের দেশগুলোর জনগণের পরস্পরের মধ্যে সম্পর্ক জোরদারে কাজ করতে একমত হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ৮ম অংশীদারত্ব সংলাপ আগামীতে সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।