পরিবহন ও যোগাযোগে বরাদ্দ ৬৪ হাজার ৮২০ কোটি টাকা

২০১৯-২০ অর্থবছরেও পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ বাড়ছে। এ বছর প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৪ হাজার ৮২০ কোটি টাকা। মোট বাজেটের ১২ দশমিক ৪ শতাংশ এ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে তা ছিল ৫৬ হাজার ৪৬৪ কোটি টাকা। তবে সেতু বিভাগের খাতে বরাদ্দ কমানো হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সেতু বিভাগের জন্য উন্নয়ন ও পরিচালন খাতে ৮ হাজার ৫৬৫ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৯ হাজার ১১৪ কোটি টাকা। বাড়ানো হয়েছে সেতু বিভাগের পরিচালন ব্যয়। বাজেট প্রস্তাবনায় ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে সড়ক উন্নয়ন ও সংস্কার, নতুন সড়ক নির্মাণ, উড়াল সেতু/ওভারপাস ও সেতু/কালভার্ট নির্মাণসহ জনগুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাবনায় পরিবহন ও যোগাযোগ খাতে এই বরাদ্দের প্রস্তাব করেন তিনি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সড়ক পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন করার লক্ষ্যে পর্যাক্রমে সব জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নতি করা হবে। এর ধারাবাহিকতায় বর্তমানে ৫০৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নতি করা হয়েছে। আরও ৫০৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নতির কার্যক্রম চলমার রয়েছে। বিশ^ায়নের সুফল অর্জন এবং বাজার অর্থনীতির প্রেক্ষাপটে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যে সাসেক রোড কানেক্টিভিটি প্রজেক্ট-১ ও ২ বাস্তবায়িত হচ্ছে। এছাড়া সারাদেশে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের স্থলে কংক্রিটের সেতুর নির্মাণ করা হচ্ছে।

সড়ক ও মহাসড়ক বিভাগ : ২০১৯-২০ অর্থবছরের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে উন্নয়ন ও পরিচালন খাতে মোট ২৯ হাজার ২৭৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ২৪ হাজার ৩৮০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ১১০ কোটি টাকা। তা গত অর্থবছরে ছিল ৩ হাজার ৫৬৩ কোটি টাকা। এছাড়া উন্নয়ন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ২০ হাজার ৮১৭ কোটি টাকা।

সেতু বিভাগ : ২০১৯-২০ অর্থবছরে পদ্মা সেতুসহ সেতু বিভাগের জন্য উন্নয়ন ও পরিচালন খাতে ৮ হাজার ৫৬৫ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে। তা অর্থবছরে ছিল ৯ হাজার ১১৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ছিল ৬ হাজার ৩৪৬ কোটি। এর মধ্যে পদ্মা সেতুসহ উন্নয়ন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ৮ হাজার ৫৬২ কোটি টাকা। তা গত অর্থবছর ছিল ৯ হাজার ১১২ কোটি টাকা। এছাড়া সেতু বিভাগের পরিচালনা ব্যয় বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। তা গত অর্থবছর ছিল ২ কোটি টাকা।

রেলপথ মন্ত্রণালয় : রেলওয়ে খাতে ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন ব্যয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে ১৬ হাজার ২৬৩ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ১৪ হাজার ৫৪২ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ১২ হাজার ৫৯৯ কোটি টাকা। তা চলতি অর্থবছরে রয়েছে ১১ হাজার ১৫৫ কোটি টাকা। এছাড়া পরিচালক ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৬৬৪ কোটি টাকা। তা চলতি অর্থবছরে ৩ হাজার ৩৮৭ কোটি টাকা।

নৌ পরিবহন মন্ত্রণালয় : নৌযোগাযোগে ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৮৩২ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৫৩৭ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ১১৩ কোটি টাকা। তা চলতি অর্থবছরে রয়েছে ২ হাজার ৯০৫ কোটি টাকা। এছাড়া পরিচালন খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭১৯ কোটি টাকা। তা গত অর্থবছরে ছিল ৬৩২ কোটি টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় : বিমান পরিবহন ও পর্যটন খাতের জন্য ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৪২৬ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ১ হাজার ৫০৮ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৩৭৫ কোটি টাকা। চলতি অর্থবছরে তা ছিল ১ হাজার ৪৬১ কোটি টাকা। এছাড়া পরিচালন খাতে বরাদ্দের প্রস্তাব করা ৫১ কোটি টাকা। তা চলতি অর্থবছরে রয়েছে ৪৭ কোটি টাকা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ : ডাক ও টেলিযোগাযোগ খাতে ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে বরাদ্দে প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৪৬১ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৩৮৩ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৩৯৭ কোটি টাকা। চলতি অর্থবছরে তা ছিল ২ হাজার ৩৮১ কোটি টাকা। এছাড়া পরিচালন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা। তা চলতি ছিল ১ হাজার ২ কোটি টাকা।

আরও খবর
বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে
৪৮ বছরে বাজেট বেড়েছে ৬৬৬ গুণ
সঠিক সময়ে রাজস্ব আদায়ই বড় চ্যালেঞ্জ
আ’লীগের ইশতেহার অনুযায়ী সুনির্দিষ্ট পদক্ষেপ নেই
বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ
প্রস্তাবিত বাজেটে নতুন কিছু নেই
দেড় হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে
জননিরাপত্তায় ব্যয় ২১ হাজার ৯২৩ কোটি ১৭ লাখ 
করমুক্ত আয়সীমা আগের মতোই
আবারও এমপিওভুক্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষা খাতে বরাদ্দ ৬১ হাজার ১১৮ কোটি টাকা
স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে
বড় দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য আছে বাংলাদেশের : কোচ রোডস
ভারত-নিউজিল্যান্ড ম্যাচও পরিত্যক্ত
তিন মোড়ল ছাড়া বাকি দেশগুলোর প্রতি কোন দায়দায়িত্ব বোধ আছে মনে করে না আইসিসি

শুক্রবার, ১৪ জুন ২০১৯ , ২৯ জৈষ্ঠ্য ১৪২৫, ১০ শাওয়াল ১৪৪০

পরিবহন ও যোগাযোগে বরাদ্দ ৬৪ হাজার ৮২০ কোটি টাকা

মাহমুদ আকাশ

২০১৯-২০ অর্থবছরেও পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ বাড়ছে। এ বছর প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৪ হাজার ৮২০ কোটি টাকা। মোট বাজেটের ১২ দশমিক ৪ শতাংশ এ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে তা ছিল ৫৬ হাজার ৪৬৪ কোটি টাকা। তবে সেতু বিভাগের খাতে বরাদ্দ কমানো হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সেতু বিভাগের জন্য উন্নয়ন ও পরিচালন খাতে ৮ হাজার ৫৬৫ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৯ হাজার ১১৪ কোটি টাকা। বাড়ানো হয়েছে সেতু বিভাগের পরিচালন ব্যয়। বাজেট প্রস্তাবনায় ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে সড়ক উন্নয়ন ও সংস্কার, নতুন সড়ক নির্মাণ, উড়াল সেতু/ওভারপাস ও সেতু/কালভার্ট নির্মাণসহ জনগুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাবনায় পরিবহন ও যোগাযোগ খাতে এই বরাদ্দের প্রস্তাব করেন তিনি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সড়ক পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন করার লক্ষ্যে পর্যাক্রমে সব জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নতি করা হবে। এর ধারাবাহিকতায় বর্তমানে ৫০৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নতি করা হয়েছে। আরও ৫০৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নতির কার্যক্রম চলমার রয়েছে। বিশ^ায়নের সুফল অর্জন এবং বাজার অর্থনীতির প্রেক্ষাপটে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যে সাসেক রোড কানেক্টিভিটি প্রজেক্ট-১ ও ২ বাস্তবায়িত হচ্ছে। এছাড়া সারাদেশে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের স্থলে কংক্রিটের সেতুর নির্মাণ করা হচ্ছে।

সড়ক ও মহাসড়ক বিভাগ : ২০১৯-২০ অর্থবছরের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে উন্নয়ন ও পরিচালন খাতে মোট ২৯ হাজার ২৭৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ২৪ হাজার ৩৮০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ১১০ কোটি টাকা। তা গত অর্থবছরে ছিল ৩ হাজার ৫৬৩ কোটি টাকা। এছাড়া উন্নয়ন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ২০ হাজার ৮১৭ কোটি টাকা।

সেতু বিভাগ : ২০১৯-২০ অর্থবছরে পদ্মা সেতুসহ সেতু বিভাগের জন্য উন্নয়ন ও পরিচালন খাতে ৮ হাজার ৫৬৫ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে। তা অর্থবছরে ছিল ৯ হাজার ১১৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ছিল ৬ হাজার ৩৪৬ কোটি। এর মধ্যে পদ্মা সেতুসহ উন্নয়ন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ৮ হাজার ৫৬২ কোটি টাকা। তা গত অর্থবছর ছিল ৯ হাজার ১১২ কোটি টাকা। এছাড়া সেতু বিভাগের পরিচালনা ব্যয় বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। তা গত অর্থবছর ছিল ২ কোটি টাকা।

রেলপথ মন্ত্রণালয় : রেলওয়ে খাতে ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন ব্যয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে ১৬ হাজার ২৬৩ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ১৪ হাজার ৫৪২ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ১২ হাজার ৫৯৯ কোটি টাকা। তা চলতি অর্থবছরে রয়েছে ১১ হাজার ১৫৫ কোটি টাকা। এছাড়া পরিচালক ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৬৬৪ কোটি টাকা। তা চলতি অর্থবছরে ৩ হাজার ৩৮৭ কোটি টাকা।

নৌ পরিবহন মন্ত্রণালয় : নৌযোগাযোগে ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৮৩২ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৫৩৭ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ১১৩ কোটি টাকা। তা চলতি অর্থবছরে রয়েছে ২ হাজার ৯০৫ কোটি টাকা। এছাড়া পরিচালন খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭১৯ কোটি টাকা। তা গত অর্থবছরে ছিল ৬৩২ কোটি টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় : বিমান পরিবহন ও পর্যটন খাতের জন্য ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৪২৬ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ১ হাজার ৫০৮ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৩৭৫ কোটি টাকা। চলতি অর্থবছরে তা ছিল ১ হাজার ৪৬১ কোটি টাকা। এছাড়া পরিচালন খাতে বরাদ্দের প্রস্তাব করা ৫১ কোটি টাকা। তা চলতি অর্থবছরে রয়েছে ৪৭ কোটি টাকা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ : ডাক ও টেলিযোগাযোগ খাতে ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে বরাদ্দে প্রস্তাব করা হয়েছে ৩ হাজার ৪৬১ কোটি টাকা। তা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৩৮৩ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৩৯৭ কোটি টাকা। চলতি অর্থবছরে তা ছিল ২ হাজার ৩৮১ কোটি টাকা। এছাড়া পরিচালন ব্যয়ে প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা। তা চলতি ছিল ১ হাজার ২ কোটি টাকা।