ঢাকার সড়কে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কমিটি

ঢাকা মহানগরীর যানজট নিরসনে সড়কে অবৈধ যানবাহন অপসারণ ও ফুটপাত হকারমুক্ত করার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে এই কমিটি রাজধানীর যানজট নিরসন, ফুটপাত হকারমুক্ত করা, সড়ক অবৈধ গাড়ি পার্কিং বন্ধ ও ট্রাফিক সিগনাল কার্যকরের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া পার্শ্ববর্তী জেলা থেকে ঢাকায় প্রবেশকারী অবৈধ ছোট যানগুলো নিয়ন্ত্রণে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সভাকক্ষে সংস্থার ১২তম বোর্ড সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হয়াৎ আইভিসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, আমরা শুধু সিদ্ধান্ত নিই। কিন্তু বাস্তবায়ন হয় না। আগামী দু’মাসের কার্যক্রমের মাধ্যমে আস্থাহীনতায় আস্থা ফিরিয়ে আনতে চাই। এ কমিটিকে আমরা দু’মাস সময় দিচ্ছি। কমিটির কাজ হবে রাজধানীর ভেতরে অবৈধ ছোট যান এবং ব্যাটারিচালিত রিকশা, অবৈধ সিএনজি অটোরিকশা বন্ধ করা। ফুটপাত হকারমুক্ত করে পথচারীদের ফিরিয়ে দেয়া। ফুটপাত উদ্ধারে কমিটি সমন্বয়ের মাধ্যমে অভিযান চালাবে। দু’মাস পর কমিটির কার্যক্রম নিয়ে আবার বৈঠক করা হবে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরীতে অবৈধ পার্কিং বন্ধ করার বিষয়েও এ কমিটি কাজ করবে। দু’মাসে সব সমস্যার সমাধান হবে তা প্রত্যাশা করা যায় না। তবে আন্তরিক চেষ্টার মাধ্যমে পদক্ষেপগুলো কার্যকর করা সম্ভব। এছাড়া সভায় রাজধানীতে ট্রাফিক সিস্টেম কার্যকর অটোমেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। ট্রাফিক সিগনাল সিস্টেমকে আরও কার্যকর করতে হবে। দু’মাসের মধ্যে নগরবাসী একটা রেজাল্ট দেখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

আরও খবর
বাস্তবায়ন হয়নি কৌশলগত পরিবহন পরিকল্পনা
মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদকে চিহ্নিত করবে সরকার
আজও সাকিবে ভর করে অজিদের হারাতে চায় টাইগাররা
বাংলাদেশের কাঁধে ১১ লাখ রোহিঙ্গার বোঝা
অজি পেস আক্রমণ নিয়ে আমরা চিন্তিত নই : সাকিব
দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৪১
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা হচ্ছে
মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নিয়ে হাইকোর্টের রায় বহাল
অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়ল ডন আল-আমিন
আ’লীগের জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সাব কমিটির সম্মেলন
বিশ্বে শরণার্থী ৭০ মিলিয়ন
পিডব্লিউসির বক্তব্যের কঠোর সমালোচনা টিআইবির
সংরক্ষণাগার না থাকায় বিপাকে চাষিরা
জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি

বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯ , ৫ আষাঢ় ১৪২৫, ১৫ শাওয়াল ১৪৪০

ঢাকার সড়কে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কমিটি

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকা মহানগরীর যানজট নিরসনে সড়কে অবৈধ যানবাহন অপসারণ ও ফুটপাত হকারমুক্ত করার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে এই কমিটি রাজধানীর যানজট নিরসন, ফুটপাত হকারমুক্ত করা, সড়ক অবৈধ গাড়ি পার্কিং বন্ধ ও ট্রাফিক সিগনাল কার্যকরের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া পার্শ্ববর্তী জেলা থেকে ঢাকায় প্রবেশকারী অবৈধ ছোট যানগুলো নিয়ন্ত্রণে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সভাকক্ষে সংস্থার ১২তম বোর্ড সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হয়াৎ আইভিসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, আমরা শুধু সিদ্ধান্ত নিই। কিন্তু বাস্তবায়ন হয় না। আগামী দু’মাসের কার্যক্রমের মাধ্যমে আস্থাহীনতায় আস্থা ফিরিয়ে আনতে চাই। এ কমিটিকে আমরা দু’মাস সময় দিচ্ছি। কমিটির কাজ হবে রাজধানীর ভেতরে অবৈধ ছোট যান এবং ব্যাটারিচালিত রিকশা, অবৈধ সিএনজি অটোরিকশা বন্ধ করা। ফুটপাত হকারমুক্ত করে পথচারীদের ফিরিয়ে দেয়া। ফুটপাত উদ্ধারে কমিটি সমন্বয়ের মাধ্যমে অভিযান চালাবে। দু’মাস পর কমিটির কার্যক্রম নিয়ে আবার বৈঠক করা হবে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরীতে অবৈধ পার্কিং বন্ধ করার বিষয়েও এ কমিটি কাজ করবে। দু’মাসে সব সমস্যার সমাধান হবে তা প্রত্যাশা করা যায় না। তবে আন্তরিক চেষ্টার মাধ্যমে পদক্ষেপগুলো কার্যকর করা সম্ভব। এছাড়া সভায় রাজধানীতে ট্রাফিক সিস্টেম কার্যকর অটোমেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। ট্রাফিক সিগনাল সিস্টেমকে আরও কার্যকর করতে হবে। দু’মাসের মধ্যে নগরবাসী একটা রেজাল্ট দেখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।