শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

দেশের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি ও নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, দেশের শিক্ষকরা এখন নানামুখী সংকটে রয়েছেন। চট্টগ্রামের ইউএসটিসির উপদেষ্টা-অধ্যাপক মাসুদ মাহমুদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তা কোনভাবেই মেনে নেয়া যায় না।

রোববার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের উপদেষ্টা-অধ্যাপক মাসুদ মাহমুদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে ড. ইকবাল কবীর জাহিদ এসব কথা বলেন। ড. ইকবাল কবীর জাহিদ বলেন, আমরা পড়াশোনা ছাড়া আর কিছুই করতে পারি না। আমাদের হাতে কোন অস্ত্র নেই। সুতরাং কেউ আক্রমণ করলে আমরা পাল্টা আক্রমণ করতে পারি না। শিক্ষা প্রদানই আমাদের একমাত্র অবলম্বন। তিনি বলেন, ইউএসটিসির শিক্ষক মাসুদ মাহমুদের হামলাকারী একজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে। জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

অধ্যাপক মাসুদ মাহমুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল হাসান বলেন, কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসী অধ্যাপক মাসুদ মাহমুদকে টেনে-হিঁচড়ে তার জামা ছিড়ে ফেলে, তাকে কিল-ঘুষি দেয়। পরবর্তীতে তাকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। একজন শিক্ষককে এভাবে অপমান করাটা সভ্য সমাজের জন্য যেমন লজ্জার, তেমনি জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের।

মানববন্ধনে শিক্ষক সমিতির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন যবিপ্রবির নীল দল। নীল দলের নির্বাহী সদস্য ডা. ফিরোজ কবির বলেন, কিছু বিপথগামী শিক্ষার্থীরা যেভাবে ধর ধর বলে অধ্যাপক মাসুদ মাহমুদকে তাড়া করেছিল, তা একটি সভ্য জাতির জন্য লজ্জার। এ ধরনের কর্মকান্ড কুঁড়িতেই বিনষ্ট না করা গেলে ভালো মানের শিক্ষার পরিবেশ এ দেশে থাকবে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, যবিপ্রবি শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. সুব্রত মন্ডল, যবিপ্রবির সহকারী প্রক্টর ড. হাসান মো. আল ইমরান, শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী মো. আমজাদ হোসেন প্রমুখ।

আরও খবর
বাম জোটের হরতাল ঢিলেঢালাভাবে পালিত
হরতালে মরিচা ধরে গেছে
পাঁচ বছরে ২ কোটি নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে
৯ম সংবাদপত্র মজুরি বোর্ড অচিরেই
এবার মগবাজার থেকে বাবুবাজার চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস
১৩ জুলাই প্রতিবাদ দিবস পালনের ঘোষণা ঐক্যন্যাপের
বিশুদ্ধ পানি সরবরাহ মশকনিধনে কার্যকর ব্যবস্থার নির্দেশ
বিতর্কিত আদেশ সংশোধন করল মন্ত্রণালয়
বরিশাল ৩০৭ মে. ও. কয়লা বিদ্যুৎ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি
রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে বৈঠক
অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই
এরশাদ শঙ্কামুক্ত নন
জকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে ১১ শিক্ষার্থী
বিরূপ প্রভাব মোকাবিলায় ৩ কোটি ৩০ লাখ ডলারের প্রকল্প

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ২৪ আষাঢ় ১৪২৫, ৪ জ্বিলকদ ১৪৪০

যবিপ্রবিতে

শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

যশোর অফিস

দেশের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি ও নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, দেশের শিক্ষকরা এখন নানামুখী সংকটে রয়েছেন। চট্টগ্রামের ইউএসটিসির উপদেষ্টা-অধ্যাপক মাসুদ মাহমুদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তা কোনভাবেই মেনে নেয়া যায় না।

রোববার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের উপদেষ্টা-অধ্যাপক মাসুদ মাহমুদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে ড. ইকবাল কবীর জাহিদ এসব কথা বলেন। ড. ইকবাল কবীর জাহিদ বলেন, আমরা পড়াশোনা ছাড়া আর কিছুই করতে পারি না। আমাদের হাতে কোন অস্ত্র নেই। সুতরাং কেউ আক্রমণ করলে আমরা পাল্টা আক্রমণ করতে পারি না। শিক্ষা প্রদানই আমাদের একমাত্র অবলম্বন। তিনি বলেন, ইউএসটিসির শিক্ষক মাসুদ মাহমুদের হামলাকারী একজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে। জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

অধ্যাপক মাসুদ মাহমুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল হাসান বলেন, কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসী অধ্যাপক মাসুদ মাহমুদকে টেনে-হিঁচড়ে তার জামা ছিড়ে ফেলে, তাকে কিল-ঘুষি দেয়। পরবর্তীতে তাকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। একজন শিক্ষককে এভাবে অপমান করাটা সভ্য সমাজের জন্য যেমন লজ্জার, তেমনি জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের।

মানববন্ধনে শিক্ষক সমিতির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন যবিপ্রবির নীল দল। নীল দলের নির্বাহী সদস্য ডা. ফিরোজ কবির বলেন, কিছু বিপথগামী শিক্ষার্থীরা যেভাবে ধর ধর বলে অধ্যাপক মাসুদ মাহমুদকে তাড়া করেছিল, তা একটি সভ্য জাতির জন্য লজ্জার। এ ধরনের কর্মকান্ড কুঁড়িতেই বিনষ্ট না করা গেলে ভালো মানের শিক্ষার পরিবেশ এ দেশে থাকবে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, যবিপ্রবি শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. সুব্রত মন্ডল, যবিপ্রবির সহকারী প্রক্টর ড. হাসান মো. আল ইমরান, শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী মো. আমজাদ হোসেন প্রমুখ।