দালাই লামার জন্মদিন পালনে বাধা নেপালের

তিব্বতের আধ্যাত্মিক ধর্মীয় গুরু দালাই লামার ৮৪ বছরের জন্মদিন পালন করতে চেয়েছিলেন তার অনুসরীরা। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হতে পারে- এমন যুক্তি দেখিয়ে সেখানের তিব্বতি সম্প্রদায়কে অনুমতি দিল না নেপাল প্রশাসন। তবে রাজনীতি বিশেষজ্ঞদের অভিমত, চীনের সঙ্গে নেপালের ক্রমবর্ধমান সখ্যের কারণেই বেইজিংকে না চটাতেই নেপাল এমন সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার ৮৪ বছরে পা দিলেন তিব্বতি ধর্মগুরু দালাই লামা। নেপালে অবস্থানরত তিব্বতির সংখ্যা ২০ হাজার। কাঠমান্ডুতে মহাসমারোহে দিনটি উদযাপন করতে চেয়েছিলেন দালাই লামার অনুসারীরা। কিন্তু রাজধানীর অতিরিক্ত জেলাশাসক কৃষ্ণা বাহাদুর কাটুওয়ালের বক্তব্য, ‘অনুপ্রবেশকারীরা এ অনুষ্ঠানে বিক্ষোভ দেখাতে পারে, গায়ে আগুন দেয়ার চেষ্টাও করতে পারে। আইনশৃঙ্খলার কথা ভেবেই অনুমতি দেয়া হয়নি।’ চীন এবং ভারতের মধ্যে বাফার জোনের কাজ করে নেপাল। ভারত নেপালকে তাদের ‘বন্ধু-রাষ্ট্র’ বলে দাবি করে ঠিকই, কিন্তু সম্প্রতি চীন নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। নেপালে বিনিয়োগ ও অনুদান বাড়াচ্ছে দেশেটি।

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

দালাই লামার জন্মদিন পালনে বাধা নেপালের

সংবাদ ডেস্ক

image

তিব্বতের আধ্যাত্মিক ধর্মীয় গুরু দালাই লামার ৮৪ বছরের জন্মদিন পালন করতে চেয়েছিলেন তার অনুসরীরা। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হতে পারে- এমন যুক্তি দেখিয়ে সেখানের তিব্বতি সম্প্রদায়কে অনুমতি দিল না নেপাল প্রশাসন। তবে রাজনীতি বিশেষজ্ঞদের অভিমত, চীনের সঙ্গে নেপালের ক্রমবর্ধমান সখ্যের কারণেই বেইজিংকে না চটাতেই নেপাল এমন সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার ৮৪ বছরে পা দিলেন তিব্বতি ধর্মগুরু দালাই লামা। নেপালে অবস্থানরত তিব্বতির সংখ্যা ২০ হাজার। কাঠমান্ডুতে মহাসমারোহে দিনটি উদযাপন করতে চেয়েছিলেন দালাই লামার অনুসারীরা। কিন্তু রাজধানীর অতিরিক্ত জেলাশাসক কৃষ্ণা বাহাদুর কাটুওয়ালের বক্তব্য, ‘অনুপ্রবেশকারীরা এ অনুষ্ঠানে বিক্ষোভ দেখাতে পারে, গায়ে আগুন দেয়ার চেষ্টাও করতে পারে। আইনশৃঙ্খলার কথা ভেবেই অনুমতি দেয়া হয়নি।’ চীন এবং ভারতের মধ্যে বাফার জোনের কাজ করে নেপাল। ভারত নেপালকে তাদের ‘বন্ধু-রাষ্ট্র’ বলে দাবি করে ঠিকই, কিন্তু সম্প্রতি চীন নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। নেপালে বিনিয়োগ ও অনুদান বাড়াচ্ছে দেশেটি।