মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাসান রেজা নিখোঁজ

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মিঞা মো. হাসান আলী রেজার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ ও তার পরিবার। গত সোমবার ৮ জুলাই সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টায় তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাকে সম্ভাব্য বিভিন্নস্থানে খোজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। গতকাল দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনের হাসান আলী রেজার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক।

সংবাদ সম্মেলনের কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক জানান, গত সোমবার ৮ জুলাই ৭৬ বছর বয়স্ক অ্যাডভোকেট হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের সাবালিয়া বাসা থেকে চা খাওয়ার জন্য বের হন। এরপর ওই এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হেলমেট ও রেইনকোট পরিহিত এক যুবকের মোটরসাইকেলের পিছনে চড়ে যাচ্ছেন। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নিখোঁজ হওয়ার পর থেকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী ও তার পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সংবাদ সম্মেলনে হাসান আলী রেজাকে দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তারা আরও জানান, নিখোঁজের বিষয়টি টাঙ্গাইল র?্যাবকেও অবহিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মো. হাসান আলী রেজাকে উদ্ধারে সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি র‌্যাবও কাজ করছেন। এ সময় নিখোঁজ হওয়ার ঘটনায় কোন হুমকি অথবা চাঁদা দাবি করা হয়নি বলেও জানানো হয়।

মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মো. হাসান আলী রেজার ভাই ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে কোন কল যাচ্ছে না, নিখোঁজের পর থেকে মোবাইল সেটটিও বন্ধ রয়েছে।

আরও খবর
জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ
জলবায়ুর প্রভাব মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে আরও সচেতন হওয়ার আহ্বান
বঙ্গবন্ধু ও তার পরিবার স্বাধীনতার প্রতীক
বাংলাদেশে বৈশ্বিক অভিযোজন কেন্দ্র নির্মাণের প্রস্তাব বান কি মুনের
মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই
ভিকারুননিসার দুই শিক্ষিকার বিচার শুরুর আদেশ
১৩ জুলাই গণঅবস্থান বাম ঐক্যের
ভবন ভাঙচুর ও ৫ কোটি টাকার সম্পদ লুট
প্রবীণ সাংবাদিক অজয় বড়ুয়ার সুস্থতা কামনায় প্রার্থনা
তড়িঘড়ি করে নিয়োগ দেয়ার হিড়িক!
শিশু নির্যাতন বন্ধে স্কুলে অভিযোগ বক্স রাখার নির্দেশ
ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ছাত্রীকে যৌন নিপীড়ন : শিক্ষক বরখাস্ত

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ , ২৭ আষাঢ় ১৪২৫, ৭ জ্বিলকদ ১৪৪০

টাঙ্গাইলে

মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাসান রেজা নিখোঁজ

জেলা বার্তা পরিবেশক, টাঙ্গাইল

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মিঞা মো. হাসান আলী রেজার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ ও তার পরিবার। গত সোমবার ৮ জুলাই সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টায় তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাকে সম্ভাব্য বিভিন্নস্থানে খোজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। গতকাল দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনের হাসান আলী রেজার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক।

সংবাদ সম্মেলনের কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক জানান, গত সোমবার ৮ জুলাই ৭৬ বছর বয়স্ক অ্যাডভোকেট হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের সাবালিয়া বাসা থেকে চা খাওয়ার জন্য বের হন। এরপর ওই এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হেলমেট ও রেইনকোট পরিহিত এক যুবকের মোটরসাইকেলের পিছনে চড়ে যাচ্ছেন। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নিখোঁজ হওয়ার পর থেকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী ও তার পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সংবাদ সম্মেলনে হাসান আলী রেজাকে দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তারা আরও জানান, নিখোঁজের বিষয়টি টাঙ্গাইল র?্যাবকেও অবহিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মো. হাসান আলী রেজাকে উদ্ধারে সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি র‌্যাবও কাজ করছেন। এ সময় নিখোঁজ হওয়ার ঘটনায় কোন হুমকি অথবা চাঁদা দাবি করা হয়নি বলেও জানানো হয়।

মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মো. হাসান আলী রেজার ভাই ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে কোন কল যাচ্ছে না, নিখোঁজের পর থেকে মোবাইল সেটটিও বন্ধ রয়েছে।