ধর্মের নামে সন্ত্রাস বন্ধে ওয়াশিংটনে সম্মেলন

বিশ্বজুড়ে শুধুমাত্র ধর্মের নামে শত শত মানুষ নিপীড়নের শিকার হচ্ছে। বাড়তে থাকা এ সংকট নিরসনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ওই সম্মেলনে সান ডিয়াগোর সিনাগগে, নিউজিল্যান্ডের মসজিদে ও শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্তদের আমন্ত্রণ জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

ওয়াশিংটনের ‘মিনিস্টেরিয়াল টু অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডমে’ অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা অংশ নেবেন। সম্মেলনে বিশ্বজুড়ে ধর্মের নামে নিপীড়ন বন্ধে কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সই করবে। তবে কোন কোন দেশের মন্ত্রীরা ওই সম্মেলনে অংশ নিচ্ছেন তা জানা যায়নি। ওই সম্মেলনে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ বক্তৃতা দেবেন। ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের ওই নারী দীর্ঘদিন ইসলামপন্থি জঙ্গি সংগঠন আইএসের হাতে যৌনদাসী হিসেবে বন্দী ছিলেন।

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ২৯ আষাঢ় ১৪২৫, ৯ জিলকদ ১৪৪০

ধর্মের নামে সন্ত্রাস বন্ধে ওয়াশিংটনে সম্মেলন

সংবাদ ডেস্ক

বিশ্বজুড়ে শুধুমাত্র ধর্মের নামে শত শত মানুষ নিপীড়নের শিকার হচ্ছে। বাড়তে থাকা এ সংকট নিরসনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ওই সম্মেলনে সান ডিয়াগোর সিনাগগে, নিউজিল্যান্ডের মসজিদে ও শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্তদের আমন্ত্রণ জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

ওয়াশিংটনের ‘মিনিস্টেরিয়াল টু অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডমে’ অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা অংশ নেবেন। সম্মেলনে বিশ্বজুড়ে ধর্মের নামে নিপীড়ন বন্ধে কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সই করবে। তবে কোন কোন দেশের মন্ত্রীরা ওই সম্মেলনে অংশ নিচ্ছেন তা জানা যায়নি। ওই সম্মেলনে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ বক্তৃতা দেবেন। ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের ওই নারী দীর্ঘদিন ইসলামপন্থি জঙ্গি সংগঠন আইএসের হাতে যৌনদাসী হিসেবে বন্দী ছিলেন।