আড়াই বছরে সর্বনিম্নে ডিএসইর সূচক

বড় দরপতন অব্যাহত ছিল গতকাল দেশের শেয়ারবাজারে। ডিএসই সূত্রে জানা গেছে সোমবার বড় পতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমে আড়াই বছর আগের অবস্থানে নেমে গেছে। এর ফলে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চলছে নীরব রক্তক্ষরণ। টানা এ দরপতনের কারণে গতকালও বিনিয়োগকারীরা মতিঝিলে ডিএসইর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্ন সেøাগান দিতে দেখা গেছে। একাধিক বিনিয়োগকারী ক্ষোভ প্রকাশ করে সংবাদকে বলেন, আমাদের এখন আত্মহত্যা করার উপক্রম হয়েছে। আমরা চরম হতাশ। শেয়ারবাজারে সাধারণ মানুষকে ডেকে এনে পথে বসিয়ে দিচ্ছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১ পয়েন্টে। যা ডিএসইতে গত ২ বছর ৬ মাস ১৪ দিন বা ৬১৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৭ সালের ১ জানুয়ারি গতকালের চেয়ে কম পয়েন্টে অবস্থান করছিল। ওই দিন ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৮৩ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৬ ও ১৮১৮ পয়েন্টে। ডিএসইতে এদিন ৩০৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৪ কোটি টাকার। একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪৮ কোটি টাকা কম হয়েছে।

এদিকে গতকাল ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০৩টির বা ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। দর বেড়েছে ৩৭টির বা ১১ শতাংশের এবং ১২টি বা ৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন কোম্পানিটির ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু সিরামিকের ৯ কোটি ৫৭ লাখ টাকার এবং ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ফরচুন সুজ। ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ফেডারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল এবং সিঙ্গার বিডি। গতকাল ডিএসইতে দরপতনের তালিকার শীর্ষ স্থানে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি। কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৪০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯২ হাজার ৩৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ বা ১৬ টাকা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬ লাখ ৩০ হাজার ২১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৯ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকা। প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৯ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। ফান্ডটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ১১ লাখ ৫৩ হাজার ৬৭৫টি ইউনিট লেনদেন করে। যার বাজারমূল্য ১ কোটি ৮৮ লাখ ২১ হাজার টাকা। এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রাইম ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, এমারেল্ড অয়েল, এফএএস ফিন্যান্স ও বিডি থাই। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ২৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। গতকাল সিএসইতে ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৪ লাখ টাকা।

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি বিনিয়োগকারীদের

আড়াই বছরে সর্বনিম্নে ডিএসইর সূচক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বড় দরপতন অব্যাহত ছিল গতকাল দেশের শেয়ারবাজারে। ডিএসই সূত্রে জানা গেছে সোমবার বড় পতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমে আড়াই বছর আগের অবস্থানে নেমে গেছে। এর ফলে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চলছে নীরব রক্তক্ষরণ। টানা এ দরপতনের কারণে গতকালও বিনিয়োগকারীরা মতিঝিলে ডিএসইর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্ন সেøাগান দিতে দেখা গেছে। একাধিক বিনিয়োগকারী ক্ষোভ প্রকাশ করে সংবাদকে বলেন, আমাদের এখন আত্মহত্যা করার উপক্রম হয়েছে। আমরা চরম হতাশ। শেয়ারবাজারে সাধারণ মানুষকে ডেকে এনে পথে বসিয়ে দিচ্ছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১ পয়েন্টে। যা ডিএসইতে গত ২ বছর ৬ মাস ১৪ দিন বা ৬১৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৭ সালের ১ জানুয়ারি গতকালের চেয়ে কম পয়েন্টে অবস্থান করছিল। ওই দিন ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৮৩ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৬ ও ১৮১৮ পয়েন্টে। ডিএসইতে এদিন ৩০৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৪ কোটি টাকার। একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪৮ কোটি টাকা কম হয়েছে।

এদিকে গতকাল ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০৩টির বা ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। দর বেড়েছে ৩৭টির বা ১১ শতাংশের এবং ১২টি বা ৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন কোম্পানিটির ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু সিরামিকের ৯ কোটি ৫৭ লাখ টাকার এবং ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ফরচুন সুজ। ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ফেডারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল এবং সিঙ্গার বিডি। গতকাল ডিএসইতে দরপতনের তালিকার শীর্ষ স্থানে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি। কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৪০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯২ হাজার ৩৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ বা ১৬ টাকা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬ লাখ ৩০ হাজার ২১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৯ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকা। প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৯ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। ফান্ডটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ১১ লাখ ৫৩ হাজার ৬৭৫টি ইউনিট লেনদেন করে। যার বাজারমূল্য ১ কোটি ৮৮ লাখ ২১ হাজার টাকা। এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রাইম ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, এমারেল্ড অয়েল, এফএএস ফিন্যান্স ও বিডি থাই। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ২৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। গতকাল সিএসইতে ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৪ লাখ টাকা।