২০২১ সালের মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্য ৬ হাজার কোটি ডলার

২০২১ সালের মধ্যে রপ্তানি আয় ৬ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কাক্সিক্ষত এ লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। এ জন্য রপ্তানিতে পণ্যে বৈচিত্র্য আনার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। গতকাল মন্ত্রণালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থবছরে মোট রপ্তানির লক্ষ্যমাত্রা ৪ হাজার ৪০০ কোটির বিপরীতে আয় হয়েছে ৪ হাজার ৬৩৭ কোটি ডলার। ২০১৭-১৮ সালে মোট রপ্তানি (পণ্য ও সেবা খাত) আয়ের পরিমাণ ছিল ৪ হাজার ১০০ কোটি ডলার। আগের বছরের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধির হার ১৩ দশমিক শূন্য ৬ এবং লক্ষ্যমাত্রার তুলনায় ৫ দশমিক ৩৯ শতাংশ বেশি।

সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মফিজুল ইসলাম বলেন, ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি আয়ের দেশভিত্তিক বিশ্লেষণে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রে এ যাবৎকালে সর্বোচ্চ রপ্তানি হয়েছেÑ ৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। তা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৯২ শতাংশ বেশি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে ২২ দশমিক ৮৬ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে এবং প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১৩ শতাংশ।

বাণিজ্য সচিব বলেন, এশিয়ার দেশগুলোয় রপ্তানি বাড়ছে। জাপানে ১৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এতে প্রবৃদ্ধির হার ২০ দশমিক ৬৬ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির হার কমলেও এ খাতে মোট রপ্তানির পরিমাণ ১০২ কোটি ডলার। তিনি জানান, গত অর্থবছরে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৪১৩ কোটি ডলার। তা দেশের মোট রপ্তানির ৮৪ দশমিক ১৮ শতাংশ।

আরও খবর
একনেকে ৫১৪২ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন
কাবিননামার পাঁচ নম্বর বিধি কেন অবৈধ নয়
বাংলাদেশ নারী ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ
২৫-৩১ জুলাই পর্যন্ত মশক নিধন সপ্তাহ
রংপুরেই সাবেক স্বৈরশাসক এরশাদের লাশ দাফন
চীনা ডেমো ট্রেন আর কিনবে না সরকার
৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
দেশজুড়ে গুম খুন-ধর্ষণ মহামারী
জঙ্গি সংগঠন ধ্বংস করেছি, মতাদর্শ রয়ে গেছে
চার বছর পর পলাতক আসামি গ্রেফতার
সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর
রাষ্ট্রপতির ক্ষমার ১০ বছর পর মুক্তি পেলেন আজমত আলী
খুলনায় ক্ষুদের খাল খননে হরিলুট
কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত পুলিশ সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু
বিয়ের আনন্দবাড়ি বিষাদে পরিণত

বুধবার, ১৭ জুলাই ২০১৯ , ৩ শ্রাবন ১৪২৫, ১৩ জিলকদ ১৪৪০

২০২১ সালের মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্য ৬ হাজার কোটি ডলার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

২০২১ সালের মধ্যে রপ্তানি আয় ৬ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কাক্সিক্ষত এ লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। এ জন্য রপ্তানিতে পণ্যে বৈচিত্র্য আনার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। গতকাল মন্ত্রণালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থবছরে মোট রপ্তানির লক্ষ্যমাত্রা ৪ হাজার ৪০০ কোটির বিপরীতে আয় হয়েছে ৪ হাজার ৬৩৭ কোটি ডলার। ২০১৭-১৮ সালে মোট রপ্তানি (পণ্য ও সেবা খাত) আয়ের পরিমাণ ছিল ৪ হাজার ১০০ কোটি ডলার। আগের বছরের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধির হার ১৩ দশমিক শূন্য ৬ এবং লক্ষ্যমাত্রার তুলনায় ৫ দশমিক ৩৯ শতাংশ বেশি।

সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মফিজুল ইসলাম বলেন, ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি আয়ের দেশভিত্তিক বিশ্লেষণে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রে এ যাবৎকালে সর্বোচ্চ রপ্তানি হয়েছেÑ ৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। তা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৯২ শতাংশ বেশি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে ২২ দশমিক ৮৬ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে এবং প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১৩ শতাংশ।

বাণিজ্য সচিব বলেন, এশিয়ার দেশগুলোয় রপ্তানি বাড়ছে। জাপানে ১৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এতে প্রবৃদ্ধির হার ২০ দশমিক ৬৬ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির হার কমলেও এ খাতে মোট রপ্তানির পরিমাণ ১০২ কোটি ডলার। তিনি জানান, গত অর্থবছরে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৪১৩ কোটি ডলার। তা দেশের মোট রপ্তানির ৮৪ দশমিক ১৮ শতাংশ।