জঙ্গি সংগঠন ধ্বংস করেছি, মতাদর্শ রয়ে গেছে

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সিরিয়া ও ইরাকে আইএস সৃষ্টির পর ওই ঢেউ বাংলাদেশেও লেগেছিল। এ কারণে গুলশানের হলি আর্টিজানে হামলা হয়েছে। এরপর আমরা দেশবাসীকে নিয়ে জঙ্গিদের ওই সংগঠনগুলো ধ্বংস করেছি। তবে জঙ্গি বা উগ্রবাদের মতবাদ ধ্বংস করতে পারিনি। এটি রয়ে গেছে। মতাদর্শকে মত দিয়েই প্রতিরোধ করতে হবে। গতকাল সকালে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে সহিংস উগ্রবাদবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ বিজয়ী দলগুলোর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, মতাদর্শ ধ্বংস করতে সবচেয়ে ভালো কাজ করে বিতর্ক। কারণ যুক্তিবাদী মানুষ কখনও উগ্রবাদী হতে পারে না। এ জন্য তরুণদের যুক্তিবাদী হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া সুশীল সমাজ, গণমাধ্যম ও ইমাম সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় হামলার পর আমাদের দেশে হামলার ঝুঁকি ছিল। রমজানে ওই ঝুঁকি আরও বেশি ছিল। তবে আমরা রুখে দিয়েছি। দেশে জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ঝুঁকি আছে। তবে ঝুঁকির মাত্রা অনেক কম।

লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ডিবেট ফর ডেমক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই সহিংস উগ্রবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে লালমাটিয়া মহিলা কলেজ, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও সরকারি বাঙলা কলেজ।

আরও খবর
একনেকে ৫১৪২ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন
কাবিননামার পাঁচ নম্বর বিধি কেন অবৈধ নয়
বাংলাদেশ নারী ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ
২৫-৩১ জুলাই পর্যন্ত মশক নিধন সপ্তাহ
রংপুরেই সাবেক স্বৈরশাসক এরশাদের লাশ দাফন
২০২১ সালের মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্য ৬ হাজার কোটি ডলার
চীনা ডেমো ট্রেন আর কিনবে না সরকার
৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
দেশজুড়ে গুম খুন-ধর্ষণ মহামারী
চার বছর পর পলাতক আসামি গ্রেফতার
সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর
রাষ্ট্রপতির ক্ষমার ১০ বছর পর মুক্তি পেলেন আজমত আলী
খুলনায় ক্ষুদের খাল খননে হরিলুট
কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত পুলিশ সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু
বিয়ের আনন্দবাড়ি বিষাদে পরিণত

বুধবার, ১৭ জুলাই ২০১৯ , ৩ শ্রাবন ১৪২৫, ১৩ জিলকদ ১৪৪০

জঙ্গি সংগঠন ধ্বংস করেছি, মতাদর্শ রয়ে গেছে

নিজস্ব বার্তা পরিবেশক

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সিরিয়া ও ইরাকে আইএস সৃষ্টির পর ওই ঢেউ বাংলাদেশেও লেগেছিল। এ কারণে গুলশানের হলি আর্টিজানে হামলা হয়েছে। এরপর আমরা দেশবাসীকে নিয়ে জঙ্গিদের ওই সংগঠনগুলো ধ্বংস করেছি। তবে জঙ্গি বা উগ্রবাদের মতবাদ ধ্বংস করতে পারিনি। এটি রয়ে গেছে। মতাদর্শকে মত দিয়েই প্রতিরোধ করতে হবে। গতকাল সকালে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে সহিংস উগ্রবাদবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ বিজয়ী দলগুলোর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, মতাদর্শ ধ্বংস করতে সবচেয়ে ভালো কাজ করে বিতর্ক। কারণ যুক্তিবাদী মানুষ কখনও উগ্রবাদী হতে পারে না। এ জন্য তরুণদের যুক্তিবাদী হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া সুশীল সমাজ, গণমাধ্যম ও ইমাম সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় হামলার পর আমাদের দেশে হামলার ঝুঁকি ছিল। রমজানে ওই ঝুঁকি আরও বেশি ছিল। তবে আমরা রুখে দিয়েছি। দেশে জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ঝুঁকি আছে। তবে ঝুঁকির মাত্রা অনেক কম।

লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ডিবেট ফর ডেমক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই সহিংস উগ্রবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে লালমাটিয়া মহিলা কলেজ, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও সরকারি বাঙলা কলেজ।