নদীরক্ষায় ‘বঙ্গবন্ধু নদী পদক’ দেয়া হবে

নদীরক্ষায় অবদানের জন্য ‘বঙ্গবন্ধু নদী পদক’ প্রদানের ঘোষণা করেছে নৌ-মন্ত্রণালয়। বাংলাদেশের মধ্যে প্রবাহমান নদীসমূহ রক্ষায় নিয়োজিত যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের এই পদক প্রদান করা হবে। আগামী ৪ আগস্টের মধ্যে সম্পৃক্ত প্রতিষ্ঠান/ব্যক্তিকে উপজেলা, জেলা অথবা নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহে আবেদন করার অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে বলে নৌ-মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত নদ-নদীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, নদী দখলরোধ, শিল্পকারখানা কর্তৃক সৃষ্ট বর্জ্যরে দূষণরোধ, পরিবেশ দূষণরোধ, নদীর তীরে ও অভ্যন্তরে অবৈধ অবকাঠামো নির্মাণসহ নদী ভরাটরোধ, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ রক্ষার কাজে সহায়তাদান, নদীকে নৌচলাচলে উপযোগী করে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা এবং নদীকে দূষণ ও অবৈধ দখল ও ভরাটমুক্ত করে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান/ব্যক্তিকে ‘বঙ্গবন্ধু নদীপদক’ প্রদান করা হবে। এ লক্ষ্যে নদী রক্ষায় ‘বঙ্গবন্ধু নদীপদক’ জাতীয় পর্যায়ে ব্যক্তি/প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাকে বিশেষ অবদানের জন্য ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা ও সার্টিফিকেট এবং বিভাগীয় পর্যায়ে ব্যক্তি/প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাকে বিশেষ অবদানের জন্য ১৮ ক্যারেট মানের ৩০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ও সার্টিফিকেট প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে একটি করে মোট ৮টি এবং জাতীয় পর্যায়ে ৩টি পদক প্রদান করা হবে। পদক প্রদান সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয়/কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। প্রতিবছর সেপ্টেম্বর মাসে কিংবা সুবিধামতো সময়ে ‘বিশ্ব নৌ-দিবস’-এর দিন পদক প্রদান করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় পুরস্কারের সংখ্যা ও মূল্যমান বাস্তবতার নিরিখে পরিবর্তন করতে পারবে। প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু নদীপদক নীতিমালা-২০১৯’ অনুমোদন করেছেন।

আরও খবর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার
বন্যাদুর্গত লাখো মানুষ চরম দুর্ভোগে
জনগণের আস্থা অর্জন করতে হবে
বর্জন বিক্ষোভ চলছে প্রতিহত করার ঘোষণা ছাত্রলীগের
ঋণখেলাপিদের নিয়ে প্রজ্ঞাপন কেন বেআইনি নয় : হাইকোর্ট
অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করব : স্বরাষ্ট্রমন্ত্রী
পাইলট নিয়োগে অনিয়ম : ১০ জনকে দুদকে তলব
ফিটনেসহীন সব পরিবহনের লাইসেন্স নবায়নের নির্দেশ
চট্টগ্রামে মশার ওপর জরিপ চলছে
১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার
তুরাগে তলিয়ে যাওয়া ক্যাব চালকের হদিস নেই

বুধবার, ২৪ জুলাই ২০১৯ , ৯ শ্রাবন ১৪২৫, ২০ জিলকদ ১৪৪০

নদীরক্ষায় ‘বঙ্গবন্ধু নদী পদক’ দেয়া হবে

নিজস্ব বার্তা পরিবেশক

নদীরক্ষায় অবদানের জন্য ‘বঙ্গবন্ধু নদী পদক’ প্রদানের ঘোষণা করেছে নৌ-মন্ত্রণালয়। বাংলাদেশের মধ্যে প্রবাহমান নদীসমূহ রক্ষায় নিয়োজিত যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের এই পদক প্রদান করা হবে। আগামী ৪ আগস্টের মধ্যে সম্পৃক্ত প্রতিষ্ঠান/ব্যক্তিকে উপজেলা, জেলা অথবা নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহে আবেদন করার অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে বলে নৌ-মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত নদ-নদীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, নদী দখলরোধ, শিল্পকারখানা কর্তৃক সৃষ্ট বর্জ্যরে দূষণরোধ, পরিবেশ দূষণরোধ, নদীর তীরে ও অভ্যন্তরে অবৈধ অবকাঠামো নির্মাণসহ নদী ভরাটরোধ, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ রক্ষার কাজে সহায়তাদান, নদীকে নৌচলাচলে উপযোগী করে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা এবং নদীকে দূষণ ও অবৈধ দখল ও ভরাটমুক্ত করে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান/ব্যক্তিকে ‘বঙ্গবন্ধু নদীপদক’ প্রদান করা হবে। এ লক্ষ্যে নদী রক্ষায় ‘বঙ্গবন্ধু নদীপদক’ জাতীয় পর্যায়ে ব্যক্তি/প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাকে বিশেষ অবদানের জন্য ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা ও সার্টিফিকেট এবং বিভাগীয় পর্যায়ে ব্যক্তি/প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাকে বিশেষ অবদানের জন্য ১৮ ক্যারেট মানের ৩০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ও সার্টিফিকেট প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে একটি করে মোট ৮টি এবং জাতীয় পর্যায়ে ৩টি পদক প্রদান করা হবে। পদক প্রদান সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয়/কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। প্রতিবছর সেপ্টেম্বর মাসে কিংবা সুবিধামতো সময়ে ‘বিশ্ব নৌ-দিবস’-এর দিন পদক প্রদান করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় পুরস্কারের সংখ্যা ও মূল্যমান বাস্তবতার নিরিখে পরিবর্তন করতে পারবে। প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু নদীপদক নীতিমালা-২০১৯’ অনুমোদন করেছেন।