১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

যমুনা গ্রুপের কাভার্ড ভ্যানচাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহত কিবরিয়ার বাবা মো. ইউনুস আলী সরদারের পক্ষে আইনজীবী মো. ফাইজুল্লাহ এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী ফাইজুল্লাহ বলেন, বিচারপতি জেবিএম হাসান ও মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে।

প্রসঙ্গত, ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পেশাগত দায়িত্ব পালনের সময় কাভার্ড ভ্যানচাপায় গুরুতর আহত হন বিএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল থেকে হেলিকপ্টারে সার্জেন্ট গোলাম কিবরিয়াকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীনে তিনি মারা যান। নলিছিটি থানা পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়।

আরও খবর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার
নদীরক্ষায় ‘বঙ্গবন্ধু নদী পদক’ দেয়া হবে
বন্যাদুর্গত লাখো মানুষ চরম দুর্ভোগে
জনগণের আস্থা অর্জন করতে হবে
বর্জন বিক্ষোভ চলছে প্রতিহত করার ঘোষণা ছাত্রলীগের
ঋণখেলাপিদের নিয়ে প্রজ্ঞাপন কেন বেআইনি নয় : হাইকোর্ট
অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করব : স্বরাষ্ট্রমন্ত্রী
পাইলট নিয়োগে অনিয়ম : ১০ জনকে দুদকে তলব
ফিটনেসহীন সব পরিবহনের লাইসেন্স নবায়নের নির্দেশ
চট্টগ্রামে মশার ওপর জরিপ চলছে
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার
তুরাগে তলিয়ে যাওয়া ক্যাব চালকের হদিস নেই

বুধবার, ২৪ জুলাই ২০১৯ , ৯ শ্রাবন ১৪২৫, ২০ জিলকদ ১৪৪০

সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

নিজস্ব বার্তা পরিবেশক

যমুনা গ্রুপের কাভার্ড ভ্যানচাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহত কিবরিয়ার বাবা মো. ইউনুস আলী সরদারের পক্ষে আইনজীবী মো. ফাইজুল্লাহ এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী ফাইজুল্লাহ বলেন, বিচারপতি জেবিএম হাসান ও মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে।

প্রসঙ্গত, ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পেশাগত দায়িত্ব পালনের সময় কাভার্ড ভ্যানচাপায় গুরুতর আহত হন বিএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল থেকে হেলিকপ্টারে সার্জেন্ট গোলাম কিবরিয়াকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীনে তিনি মারা যান। নলিছিটি থানা পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়।