নির্মিত হয়েছে নাটক ‘মা বলেছে’

মায়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘মা বলেছে’। জুয়েল হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আ.খ.ম হাসান, ফারজানা রিক্তা, হেদায়েত নান্নুসহ অনেকে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে নাটকটির। পরিচালক জুয়েল হাসান বলেন, ‘গল্পটি খুব আবেগ এবং ভালোবাসার। কারণ মা হলেন সবচেয়ে প্রিয় সবার কাছে। তাই নাটকটি করতে গিয়ে আমরাও সবাই বেশ যত্নবান ছিলাম। দর্শকরা যেন নাটকের গল্পে ডুবে নিজের মায়ের গল্প খুঁজে নেয়। আমার অনেক দিনের একটি ইচ্ছে ছিল মাকে নিয়ে সম্পূর্ণ একটি নাটক বানাবো। সেই ইচ্ছে এবং দায়িত্ববোধ থেকে মা বলেছে নাটকটি নির্মাণ করেছি। তাই নাটকটি নির্মাণ করে পরিচালক হিসেবে আমার খুবই ভালো লাগেছ।’ আ.খ.ম হাসান বলেন, ‘এক কথায় খুব আপন একটি গল্প। ভালো গল্পে কাজ করে বেশ শান্তি লাগছে। মা শব্দটি যেমন মধুর তেমনি মায়ের গল্পও আমাদের সবাইকে খুব ইমোশনাল করে তোলে।’ ফারজানা রিক্তা বলেন, ‘গল্পটি যখন শুনলাম, তখনই মনের ভেতরে ভালো লাগা কাজ করল। কারণ মায়ের গল্প একজন সন্তানের কাছে সবচেয়ে মধুর ও আপন। শুটিংয়েও সবাই যত্ন নিয়ে কাজ করেছি।’

বুধবার, ৩১ জুলাই ২০১৯ , ১৬ শ্রাবন ১৪২৫, ২৭ জিলকদ ১৪৪০

নির্মিত হয়েছে নাটক ‘মা বলেছে’

বিনোদন প্রতিবেদক

image

মায়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘মা বলেছে’। জুয়েল হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আ.খ.ম হাসান, ফারজানা রিক্তা, হেদায়েত নান্নুসহ অনেকে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে নাটকটির। পরিচালক জুয়েল হাসান বলেন, ‘গল্পটি খুব আবেগ এবং ভালোবাসার। কারণ মা হলেন সবচেয়ে প্রিয় সবার কাছে। তাই নাটকটি করতে গিয়ে আমরাও সবাই বেশ যত্নবান ছিলাম। দর্শকরা যেন নাটকের গল্পে ডুবে নিজের মায়ের গল্প খুঁজে নেয়। আমার অনেক দিনের একটি ইচ্ছে ছিল মাকে নিয়ে সম্পূর্ণ একটি নাটক বানাবো। সেই ইচ্ছে এবং দায়িত্ববোধ থেকে মা বলেছে নাটকটি নির্মাণ করেছি। তাই নাটকটি নির্মাণ করে পরিচালক হিসেবে আমার খুবই ভালো লাগেছ।’ আ.খ.ম হাসান বলেন, ‘এক কথায় খুব আপন একটি গল্প। ভালো গল্পে কাজ করে বেশ শান্তি লাগছে। মা শব্দটি যেমন মধুর তেমনি মায়ের গল্পও আমাদের সবাইকে খুব ইমোশনাল করে তোলে।’ ফারজানা রিক্তা বলেন, ‘গল্পটি যখন শুনলাম, তখনই মনের ভেতরে ভালো লাগা কাজ করল। কারণ মায়ের গল্প একজন সন্তানের কাছে সবচেয়ে মধুর ও আপন। শুটিংয়েও সবাই যত্ন নিয়ে কাজ করেছি।’