অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ড্রেসিং

মীরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ও ড্রেসিং করা হয়ে থাকে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভারসহ প্রায় সব বাজারের একাধিক মুরগির দোকান রয়েছে। আর এই সব দোকানে মুরগি জবাই ও ড্রেসিং করতে দেখা যায়।

মুরগি জবাইয়ের পর বড় একটি ড্রেসিং এর ড্রামের মধ্যে মুরগিকে ফেলে গরম পানি দিয়ে সাধারণ ড্রেসিং করা হয়। সাধারণত মুরগি পালক, বিষ্ঠা, রক্ত, পানি এবং মুখে থাকা খাদ্য পানির সঙ্গে মিশে এক ধরনের বিষাক্ত পানিতে পরিণত হয়। সকাল থেকে রাত পর্যন্ত বাজার ভেদে শত শত মুরগি ড্রেসিং করা হয় এই বিষাক্ত পানির মধ্যে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্নক ঝুঁকিপূর্ণ। আবার ড্রামের ভেতরেও বার বার জবাই করা মুরগির রক্তসহ বর্জ্য গরম পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়।

সরজমিনে দেখা যায়, দোকানগুলোর কর্মচারীরা প্রতিটি মুরগি জবাই করে প্রথমে টিনের ড্রামের মধ্যে জাবাইয়ের পর রাখে। মুরগি অসাড় হয়ে পড়লে কর্মচারীরা সেটি বের করে জমাট বাঁধা রক্তমাখা মুরগি ড্রেসিংয়ের ড্রামের মধ্যে ফেলে কয়েক মিনিট পর মুরগি চামড়া, নাড়িভুঁড়ি, ছাড়িয়ে পলিথিনে ভরে গ্রাহকের হাতে তুলে দেয়। ওই সব দোকানে যে ড্রামগুলোতে জবাই করা মুরগি রাখা হয় সেগুলো রক্ত-পানিতে ভরে গেলে রাস্তার পাশেই ফেলে দেয়া হচ্ছে। এতে মুরগিতে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। পরিচ্ছন্নতার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানের কর্মচারী বলেন, ‘ভাই রাইতের বেলা সব ধোঁয়া হয়। আবার সকালে দোকান খোলার সময় ধোঁয়া হয়।’ দুই বেলা ড্রাম পরিষ্কার করলে ময়লার স্তর জমে থাকার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রক্ত জমে যায় তো। সহজে পরিষ্কার হয় না। বিভিন্ন দোকানে ঘুরে দেখা যায়, উপজেলার মিঠাছড়া বাজারে মুরগি জবাই করার স্থানও ড্রেসিং করার স্থান একসঙ্গে। এর মধ্যে গরুর বাজার সংলগ্ন পাশাপাশি দুটি মুরগি দোকান অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ও ড্রেসিং করছেন। একই ধরনের মুরগি ড্রেসিং করতে দেখা যায় উপজেলার বিভিন্ন দোকানে।

২০০৮-২০০৯ সালে বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে হুলুস্থুল পড়ে যায়। তখন সরকার বার্ড ফ্লু নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো নিয়ম করেছিলেন। বার্ড ফ্লু আক্রমণ থেকে বাঁচতে হাতে গ্লাভস ও মুখে মাক্স ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে দোকানিরা এখন আর তা ব্যবহার করেন না এবং ওইসব নিয়ম আর মানা হয়। অথচ বিশেষজ্ঞরা বলছেন, শুধু বার্ড ফ্লু নয়, বর্তমানে যে পরিবেশে যে প্রক্রিয়ায় মুরগি জাবাই করে বিক্রি করা হচ্ছে সেখান থেকে নানা ব্যাকটিয়া ও ভাইরাস জনিত রোগ ছড়াতে পারে। এই বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, খোলা বাজারে মুরগি জবাই করা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ। অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ও ড্রেসিং করলে বার্ড ফ্লুসহ নানা ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে। তাই আমি মনে করি বাজার কমিটির উচিত এই সব দোকানগুলো সঠিকভাবে তরারকি করা।

image

মীরসরাই (চট্টগ্রাম) : পৌর এলাকায় নোংরা পরিবেশে মুরগি জবাই ও ড্রেসিং করা হচ্ছে -সংবাদ

আরও খবর
মাধবদীতে ফসলি জমিতে ইটভাটা
দুই জেলায় চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
তিন জেলায় মরদেহ উদ্ধার
থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কক্সবাজার সরগরম
পাথরঘাটায় নিরীহদের জমি দখল করছে প্রভাবশালীরা
সুবর্ণচরের চরবাটা ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার
টঙ্গীতে চাকরি পেল ৬৮ প্রতিবন্ধী-দুস্থ
হিলি সীমান্তে দু’দেশের ব্যবসায়ীদের বৈঠক
সাতক্ষীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন রিমান্ডে
দুই জেএমবি সদস্য আটক
পিরোজপুরে ভারতীয় কাপড়সহ গ্রেফতার ৪
হালুখালী নদীতে সেতু নির্মাণের খবরে উল্লাস
‘স্কুলে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে’
চাঁপাইয়ে পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ
ব্রাহ্মণবাড়িয়ায় আমন সংগ্রহের লটারি
গাজীপুরে এবিটির ২ সদস্য আটক
ত্রিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঠাকুরগাঁওয়ের শীতার্তরা পাচ্ছে না সরকারি শীতবস্ত্র
সৈয়দপুরে মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণে অনিয়ম
রাজিবপুর-রৌমারী সীমান্তে বন্যহাতির তাণ্ডব
খুলনার হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ , ১৩ পৌষ ১৪২৬, ৩০ রবিউস সানি ১৪৪১

অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ড্রেসিং

রণজিত ধর, মীরসরাই (চট্টগ্রাম)

image

মীরসরাই (চট্টগ্রাম) : পৌর এলাকায় নোংরা পরিবেশে মুরগি জবাই ও ড্রেসিং করা হচ্ছে -সংবাদ

মীরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ও ড্রেসিং করা হয়ে থাকে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভারসহ প্রায় সব বাজারের একাধিক মুরগির দোকান রয়েছে। আর এই সব দোকানে মুরগি জবাই ও ড্রেসিং করতে দেখা যায়।

মুরগি জবাইয়ের পর বড় একটি ড্রেসিং এর ড্রামের মধ্যে মুরগিকে ফেলে গরম পানি দিয়ে সাধারণ ড্রেসিং করা হয়। সাধারণত মুরগি পালক, বিষ্ঠা, রক্ত, পানি এবং মুখে থাকা খাদ্য পানির সঙ্গে মিশে এক ধরনের বিষাক্ত পানিতে পরিণত হয়। সকাল থেকে রাত পর্যন্ত বাজার ভেদে শত শত মুরগি ড্রেসিং করা হয় এই বিষাক্ত পানির মধ্যে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্নক ঝুঁকিপূর্ণ। আবার ড্রামের ভেতরেও বার বার জবাই করা মুরগির রক্তসহ বর্জ্য গরম পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়।

সরজমিনে দেখা যায়, দোকানগুলোর কর্মচারীরা প্রতিটি মুরগি জবাই করে প্রথমে টিনের ড্রামের মধ্যে জাবাইয়ের পর রাখে। মুরগি অসাড় হয়ে পড়লে কর্মচারীরা সেটি বের করে জমাট বাঁধা রক্তমাখা মুরগি ড্রেসিংয়ের ড্রামের মধ্যে ফেলে কয়েক মিনিট পর মুরগি চামড়া, নাড়িভুঁড়ি, ছাড়িয়ে পলিথিনে ভরে গ্রাহকের হাতে তুলে দেয়। ওই সব দোকানে যে ড্রামগুলোতে জবাই করা মুরগি রাখা হয় সেগুলো রক্ত-পানিতে ভরে গেলে রাস্তার পাশেই ফেলে দেয়া হচ্ছে। এতে মুরগিতে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। পরিচ্ছন্নতার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানের কর্মচারী বলেন, ‘ভাই রাইতের বেলা সব ধোঁয়া হয়। আবার সকালে দোকান খোলার সময় ধোঁয়া হয়।’ দুই বেলা ড্রাম পরিষ্কার করলে ময়লার স্তর জমে থাকার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রক্ত জমে যায় তো। সহজে পরিষ্কার হয় না। বিভিন্ন দোকানে ঘুরে দেখা যায়, উপজেলার মিঠাছড়া বাজারে মুরগি জবাই করার স্থানও ড্রেসিং করার স্থান একসঙ্গে। এর মধ্যে গরুর বাজার সংলগ্ন পাশাপাশি দুটি মুরগি দোকান অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ও ড্রেসিং করছেন। একই ধরনের মুরগি ড্রেসিং করতে দেখা যায় উপজেলার বিভিন্ন দোকানে।

২০০৮-২০০৯ সালে বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে হুলুস্থুল পড়ে যায়। তখন সরকার বার্ড ফ্লু নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো নিয়ম করেছিলেন। বার্ড ফ্লু আক্রমণ থেকে বাঁচতে হাতে গ্লাভস ও মুখে মাক্স ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে দোকানিরা এখন আর তা ব্যবহার করেন না এবং ওইসব নিয়ম আর মানা হয়। অথচ বিশেষজ্ঞরা বলছেন, শুধু বার্ড ফ্লু নয়, বর্তমানে যে পরিবেশে যে প্রক্রিয়ায় মুরগি জাবাই করে বিক্রি করা হচ্ছে সেখান থেকে নানা ব্যাকটিয়া ও ভাইরাস জনিত রোগ ছড়াতে পারে। এই বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, খোলা বাজারে মুরগি জবাই করা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ। অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই ও ড্রেসিং করলে বার্ড ফ্লুসহ নানা ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে। তাই আমি মনে করি বাজার কমিটির উচিত এই সব দোকানগুলো সঠিকভাবে তরারকি করা।