ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনে মানববন্ধন

খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রবিক উদ্দিন পান্নুসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার সচেতন নাগরিক কমিটি সনাকের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, বর্তমান সহ-সভাপতি শ্যামল চন্দ্র সরকার, অ্যাডভোকেট আক্কাস সিকদার, অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহা। বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ ও নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান। মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠি আয়োজিত এ মানববন্ধনে রাজনীতিক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

রবিবার, ১২ জানুয়ারী ২০২০ , ২৮ পৌষ ১৪২৬, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪১

ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনে মানববন্ধন

প্রতিনিধি, ঝালকাঠি

খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রবিক উদ্দিন পান্নুসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার সচেতন নাগরিক কমিটি সনাকের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, বর্তমান সহ-সভাপতি শ্যামল চন্দ্র সরকার, অ্যাডভোকেট আক্কাস সিকদার, অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহা। বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ ও নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান। মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠি আয়োজিত এ মানববন্ধনে রাজনীতিক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।