আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা

২০২১ সালের ইজতেমা শুরু ৮ জানুয়ারি

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। গতকাল সকাল ১১টা ১২ মিনিট থেকে ৩৪ মিনিটের আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহম্মেদ। এর আগে বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।

মোনাজাত : বাংলায় করা মোনাজাতে ছিল আকুতি ভরা করুণ প্রার্থনায় আল্লাহর দরবারে ডাকাডাকি। মাওলানা জোবায়েরের করুণ প্রার্থনার সঙ্গে লাখো মুসল্লির হৃদয়ের গভীর থেকে উঠে আসছিল করুণ প্রার্থনা। তিনি অশ্রুসিক্ত কন্ঠে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। মোনাজাতে দেশ বিদেশের ৩০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। আল্লাহতায়ালার প্রশংসা, রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওপর দরুদ পাঠের মাধ্যমে তিনি মোনাজাত শুরু করেন। তিনি ইজতেমার কামিয়াবি, অংশগ্রহণকারীসহ সব মুসলমানদের গোনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন। লাখো লাখো মানুষের কান্নার আওয়াজে ইজতেমার ময়দানে এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে তুরাগ তীর। ইজতেমার ইতিহাসে এবার সবচেয়ে বেশি মুসল্লিদের আগমন ঘটেছে। ইজতেমা ময়দান ছাড়াও প্রায় তিন কিলোমিটার দূর পর্যন্ত মুসল্লিদের মোনাজাতের সুবিধার্থে মাইকের ব্যবস্থা করে তথ্য অধিদফতর।

শুক্রবার ভোরে পাকিস্তানের মাওলানা ইব্রাহিমের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নেন দেশের ৬৪টি জেলার মুসল্লিরা।

তিনদিনের জামাতের বাইরে সকালে আখেরি মোনাজাতে শরিক হতে ভোর ৪টা থেকে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ পায়ে হেঁটে ছুটে আসেন ইজতেমা ময়দানের দিকে। উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এছাড়া শাখা রোডগুলো থেকেও কোন যানবাহন সড়কে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

ভিআইপিদের মোনাজাতে অংশগ্রহণ :

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ, সংসদ সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

বিদেশি মেহমানদের অংশগ্রহণ :

ইজতেমায় সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, চাঁদ, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, কাজাখাস্তান, খিরগিজস্থান, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, কেনিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান ও দুবাইসহ বিশ্বের ৬১টি দেশের প্রায় ১ হাজার ৯শ’ বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, সাধারণ জামাতের পাশাপাশি প্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধীরাও ইজতেমার জামাতে অংশ নিয়েছেন। ইজতেমা ময়দান থেকে কেউ এক মাস, কেউ তিন মাস, কেউ এক বছর, কেউ আজীবন চিল্লা দেয়ার ঘোষণাও দিয়েছেন।

ইজতেমায় ১২ মুসল্লির মৃত্যু :

এবারের ২০২০ সালের বিশ্ব ইজতেমা ময়দানে আসা আরও ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ও রাতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় গত চারদিনে ১২ মুসল্লির মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমার পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সোয়া ৫টায় কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা গ্রামের নুর ইসলাম (৫৫), রাত সাড়ে ১০টায় কক্সবাজারের টেকনাফ থানার সাব্রাম এলাকার আলী আহমদ (৬০) ও রাত পৌনে ১টায় জয়পুরহাটের পাঁচবিবি থানার আবদুল মোমিন (৫৬) মারা যান।

মহিলাদের আখেরি মোনাজাতে অংশগ্রহণ :

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী ইজতেমা ময়দানের আশপাশে অবস্থান নেন। গতকাল ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানের পাশে টঙ্গী হাসপাতাল মাঠ, স্টেশন রোডে, রাস্তার ওপরে ও আশপাশের মিলকারখানা, স্কুলে অবস্থান নিয়ে নারীরা মোনাজাতে অংশ নেয়। আখেরি মোনাজাতের ফজিলত লাভের আশায় তারা মোনাজাতে শরিক হতেই ময়দানের আশপাশের এলাকায় পর্দার সঙ্গে অবস্থান নিয়েছেন বলে জানালেন কয়েকজন নারী।

মুসল্লিদের বাড়ি ফেরায় চরম দুর্ভোগ :

মোনাজাত শেষে মুসল্লিরা তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার সময় যানবাহন সংঙ্কটে পড়ে চরম দুর্ভোগের শিকার হন। মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দান থেকে বিভিন্ন গন্তব্যে এক সঙ্গে ফিরতে শুরু করে। এসব এলাকার রাস্তায় মুসল্লির বাড়ি ফেরার স্রোতে কোন যানবাহন চলাচল করতে না পারায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

২০২১ সালের ইজতেমা শুরু ৮ জানুয়ারি

২০২১ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ১০ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি। গতকাল টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় এ সিদ্ধান্ত হয়। মাশওয়ারায় আলমি শুরার সদস্য ছাড়া কাকরাইল ও রায়বেন্ডের মুরব্বিদের পাশাপাশি শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীল ব্যক্তিরা এ মাশুহারায় উপস্থিত ছিলেন।

আগামী ১৭ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।

image

গতকাল টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত -সংবাদ

আরও খবর
শীতাচ্ছন্ন নগরীতে নির্বাচনী উত্তাপ
বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ প্রকাশ
শিক্ষা প্রতিষ্ঠানে এন্টি র‌্যাগিং কমিটি গঠনের নির্দেশ
চট্টগ্রাম-৮ আসনে আজ উপনির্বাচন
মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট
সাঈদ খোকন আ’লীগ কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন
মৃদু শৈত্যপ্রবাহ
প্রচারে মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই দুই প্রার্থীই যথেষ্ট কাদের
মেট্রোরেল দিয়াবাড়ি থেকে কমলাপুর
মেয়রদের ক্ষমতা ও কাজের পরিধি বাড়াতে হবে
তুইতো মুচি, তোর লেখাপড়া শিখে কি লাভ
ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ
ক্ষণগণনা

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা

২০২১ সালের ইজতেমা শুরু ৮ জানুয়ারি

ওয়াজ উদ্দিন, টঙ্গী (গাজীপুর)

image

গতকাল টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত -সংবাদ

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। গতকাল সকাল ১১টা ১২ মিনিট থেকে ৩৪ মিনিটের আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহম্মেদ। এর আগে বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।

মোনাজাত : বাংলায় করা মোনাজাতে ছিল আকুতি ভরা করুণ প্রার্থনায় আল্লাহর দরবারে ডাকাডাকি। মাওলানা জোবায়েরের করুণ প্রার্থনার সঙ্গে লাখো মুসল্লির হৃদয়ের গভীর থেকে উঠে আসছিল করুণ প্রার্থনা। তিনি অশ্রুসিক্ত কন্ঠে বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। মোনাজাতে দেশ বিদেশের ৩০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। আল্লাহতায়ালার প্রশংসা, রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওপর দরুদ পাঠের মাধ্যমে তিনি মোনাজাত শুরু করেন। তিনি ইজতেমার কামিয়াবি, অংশগ্রহণকারীসহ সব মুসলমানদের গোনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন। লাখো লাখো মানুষের কান্নার আওয়াজে ইজতেমার ময়দানে এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে তুরাগ তীর। ইজতেমার ইতিহাসে এবার সবচেয়ে বেশি মুসল্লিদের আগমন ঘটেছে। ইজতেমা ময়দান ছাড়াও প্রায় তিন কিলোমিটার দূর পর্যন্ত মুসল্লিদের মোনাজাতের সুবিধার্থে মাইকের ব্যবস্থা করে তথ্য অধিদফতর।

শুক্রবার ভোরে পাকিস্তানের মাওলানা ইব্রাহিমের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নেন দেশের ৬৪টি জেলার মুসল্লিরা।

তিনদিনের জামাতের বাইরে সকালে আখেরি মোনাজাতে শরিক হতে ভোর ৪টা থেকে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ পায়ে হেঁটে ছুটে আসেন ইজতেমা ময়দানের দিকে। উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এছাড়া শাখা রোডগুলো থেকেও কোন যানবাহন সড়কে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

ভিআইপিদের মোনাজাতে অংশগ্রহণ :

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ, সংসদ সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

বিদেশি মেহমানদের অংশগ্রহণ :

ইজতেমায় সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, চাঁদ, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, কাজাখাস্তান, খিরগিজস্থান, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, কেনিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান ও দুবাইসহ বিশ্বের ৬১টি দেশের প্রায় ১ হাজার ৯শ’ বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, সাধারণ জামাতের পাশাপাশি প্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধীরাও ইজতেমার জামাতে অংশ নিয়েছেন। ইজতেমা ময়দান থেকে কেউ এক মাস, কেউ তিন মাস, কেউ এক বছর, কেউ আজীবন চিল্লা দেয়ার ঘোষণাও দিয়েছেন।

ইজতেমায় ১২ মুসল্লির মৃত্যু :

এবারের ২০২০ সালের বিশ্ব ইজতেমা ময়দানে আসা আরও ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ও রাতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় গত চারদিনে ১২ মুসল্লির মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমার পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সোয়া ৫টায় কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা গ্রামের নুর ইসলাম (৫৫), রাত সাড়ে ১০টায় কক্সবাজারের টেকনাফ থানার সাব্রাম এলাকার আলী আহমদ (৬০) ও রাত পৌনে ১টায় জয়পুরহাটের পাঁচবিবি থানার আবদুল মোমিন (৫৬) মারা যান।

মহিলাদের আখেরি মোনাজাতে অংশগ্রহণ :

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী ইজতেমা ময়দানের আশপাশে অবস্থান নেন। গতকাল ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানের পাশে টঙ্গী হাসপাতাল মাঠ, স্টেশন রোডে, রাস্তার ওপরে ও আশপাশের মিলকারখানা, স্কুলে অবস্থান নিয়ে নারীরা মোনাজাতে অংশ নেয়। আখেরি মোনাজাতের ফজিলত লাভের আশায় তারা মোনাজাতে শরিক হতেই ময়দানের আশপাশের এলাকায় পর্দার সঙ্গে অবস্থান নিয়েছেন বলে জানালেন কয়েকজন নারী।

মুসল্লিদের বাড়ি ফেরায় চরম দুর্ভোগ :

মোনাজাত শেষে মুসল্লিরা তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার সময় যানবাহন সংঙ্কটে পড়ে চরম দুর্ভোগের শিকার হন। মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দান থেকে বিভিন্ন গন্তব্যে এক সঙ্গে ফিরতে শুরু করে। এসব এলাকার রাস্তায় মুসল্লির বাড়ি ফেরার স্রোতে কোন যানবাহন চলাচল করতে না পারায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

২০২১ সালের ইজতেমা শুরু ৮ জানুয়ারি

২০২১ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ১০ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি। গতকাল টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় এ সিদ্ধান্ত হয়। মাশওয়ারায় আলমি শুরার সদস্য ছাড়া কাকরাইল ও রায়বেন্ডের মুরব্বিদের পাশাপাশি শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীল ব্যক্তিরা এ মাশুহারায় উপস্থিত ছিলেন।

আগামী ১৭ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।