প্রাচ্য ও পাশ্চাত্যের চলচ্চিত্র শিল্পী-কুশলীদের সম্মিলন

প্রাচ্য ও পাশ্চাত্যের চলচ্চিত্রকার, শিল্পী ও কলা-কুশলীদের সম্মিলন ঘটেছে এবারের ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বিভিন্ন দেশ থেকে আগত ৯৫জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। উৎসবের আজ ষষ্ঠদিন। ১১ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন মিলনায়তন ও প্রেক্ষাগৃহে ভিন্ন ভিন্ন সময়ে শুরু হবে প্রতিদিনের প্রদর্শনী। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ সেøাগানকে ধারণ করে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এবারের উৎসবে ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রর্দশিত হচ্ছে।

২২০টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১০৩টি এবং বাংলাদেশের চলচ্চিত্র ২৬টি। চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে-জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ, মধুমিতা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি এবং সীমান্ত স্কোয়ার হলে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়ত ছাড়া বাকি স্থানগুলোতে প্রদর্শনীর বিনিময়ে চরচ্চিত্রগুলো দেখানো হবে। তবে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্র দেখতে পারবে।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন :

সকাল ১০.৩০ মিনিট, দুপুর ১টা, বিকেল ৩.৩০ বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ভারতের ‘দ্যা লাস্ট হুইসেল’, ‘অ্যান্ড দ্যা অস্কার গোয়োস টু’ ও ‘ভিঞ্চি দা’, ইরানের ‘গোলাম রেজা তাক্তি’, পোলেন্ডের ‘স্যাভিয়ার স্কোয়ার’ চলচ্চিত্রগুলো।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ২.৩০, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-কসোভোর ‘দ্যা রিটার্ন’, মিসরের ’বিটুইন টু শিয়্যাস’, পর্তুগালের ‘অর্ডিনারি টাইম’, মরক্কোর ‘গোস্ট অব স্পেস টাইম’, ইটালির ‘কাম্পো মিনাটো’, আমেরিকার ’কাড্ডিস’, বাংলাদেশের ‘আরোকবর্ষ দূরে’ ও ‘সুরাইয়া’ চলচ্চিত্রগুলো।

জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরানের ‘বরভা’, দক্ষিণ কোরিয়ার ‘দ্যা স্টেনঞ্জার’, বাংলাদেশের ‘টিউনস অব নস্টালজিয়া’ ও ‘মায়া দ্যা লস্ট মাদার’ চলচ্চিত্রগুলো।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা ও ৫টায় প্রদর্শিত হবে-উজবেকিস্তানের ‘ইমাম আবু আইসু তিরমিজি’, গ্রিসের ’দ্যা ওয়েটার’, সুইজারল্যান্ডের ‘ডিজিটাল কারমা’, শ্রীলঙ্কার ‘আয়ু’ চলচ্চিত্রগুলো।

জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা ও বিকেল ৫টায় প্রদর্শিত হবে-লাটভিয়া ও জার্মানির ‘প্যারাডাইস’ ৮৯’, মেসেডোনিয়ার ‘হরস রাইডার’, ফিনল্যান্ডের ‘ফলিং স্নো’, ফ্রান্সের ‘কিসিং ইউ অন দ্যা হানি’, গ্রিসের ‘প্লাসটিক ফ্লাওয়ার’, গোয়েতেমালার ‘ট্রপিকো’ পোল্যান্ডের ‘মাই নিকিফর’ চলচ্চিত্রগুলো।

অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন :

সকাল ৯.৩০ মিনিট, সকাল ১১টা, দুপুর ২টা ও বিকেল ৪ট প্রদর্শিত হবে-ফিলিপাইনের ‘অ্যাডওয়ার্ড’, থাইল্যান্ডের ‘দ্যা ক্যাভ’, ইরানের ‘তাল্লা’, তুরস্কের ‘ইনসাইডারস’ চলচ্চিত্রগুলো।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি :

সকাল ১০.৫০ মিনিট ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে ‘মিসটেক মেমোরি’, দুপুর ১২.৩৫ মিনিট ও বিকেল ৫.১৫ মিনিটে ‘ট্রিস আন্ডার দ্যা সান’, দুপুর ২.৫০ মিনিটে ‘ফাইনালি ভালোবাসা’। তিনটি চলচ্চিত্রই ভারতের।

সীমান্ত স্কোয়ার :

সকাল ১০টা ৫০ মিনিট ও বিকেল ৪টায় প্রদর্শিত হবে-বাংলাদেশের ‘নডরাই’। দুপুর ১.৫০ ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরানের ’অ্যা ম্যান উইথআউট স্যাডো’ চলচ্চিত্র দুটি।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ , ২ মাঘ ১৪২৬, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রাচ্য ও পাশ্চাত্যের চলচ্চিত্র শিল্পী-কুশলীদের সম্মিলন

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

প্রাচ্য ও পাশ্চাত্যের চলচ্চিত্রকার, শিল্পী ও কলা-কুশলীদের সম্মিলন ঘটেছে এবারের ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বিভিন্ন দেশ থেকে আগত ৯৫জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। উৎসবের আজ ষষ্ঠদিন। ১১ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন মিলনায়তন ও প্রেক্ষাগৃহে ভিন্ন ভিন্ন সময়ে শুরু হবে প্রতিদিনের প্রদর্শনী। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ সেøাগানকে ধারণ করে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এবারের উৎসবে ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রর্দশিত হচ্ছে।

২২০টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১০৩টি এবং বাংলাদেশের চলচ্চিত্র ২৬টি। চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে-জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ, মধুমিতা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি এবং সীমান্ত স্কোয়ার হলে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়ত ছাড়া বাকি স্থানগুলোতে প্রদর্শনীর বিনিময়ে চরচ্চিত্রগুলো দেখানো হবে। তবে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্র দেখতে পারবে।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন :

সকাল ১০.৩০ মিনিট, দুপুর ১টা, বিকেল ৩.৩০ বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ভারতের ‘দ্যা লাস্ট হুইসেল’, ‘অ্যান্ড দ্যা অস্কার গোয়োস টু’ ও ‘ভিঞ্চি দা’, ইরানের ‘গোলাম রেজা তাক্তি’, পোলেন্ডের ‘স্যাভিয়ার স্কোয়ার’ চলচ্চিত্রগুলো।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ২.৩০, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-কসোভোর ‘দ্যা রিটার্ন’, মিসরের ’বিটুইন টু শিয়্যাস’, পর্তুগালের ‘অর্ডিনারি টাইম’, মরক্কোর ‘গোস্ট অব স্পেস টাইম’, ইটালির ‘কাম্পো মিনাটো’, আমেরিকার ’কাড্ডিস’, বাংলাদেশের ‘আরোকবর্ষ দূরে’ ও ‘সুরাইয়া’ চলচ্চিত্রগুলো।

জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরানের ‘বরভা’, দক্ষিণ কোরিয়ার ‘দ্যা স্টেনঞ্জার’, বাংলাদেশের ‘টিউনস অব নস্টালজিয়া’ ও ‘মায়া দ্যা লস্ট মাদার’ চলচ্চিত্রগুলো।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা ও ৫টায় প্রদর্শিত হবে-উজবেকিস্তানের ‘ইমাম আবু আইসু তিরমিজি’, গ্রিসের ’দ্যা ওয়েটার’, সুইজারল্যান্ডের ‘ডিজিটাল কারমা’, শ্রীলঙ্কার ‘আয়ু’ চলচ্চিত্রগুলো।

জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা ও বিকেল ৫টায় প্রদর্শিত হবে-লাটভিয়া ও জার্মানির ‘প্যারাডাইস’ ৮৯’, মেসেডোনিয়ার ‘হরস রাইডার’, ফিনল্যান্ডের ‘ফলিং স্নো’, ফ্রান্সের ‘কিসিং ইউ অন দ্যা হানি’, গ্রিসের ‘প্লাসটিক ফ্লাওয়ার’, গোয়েতেমালার ‘ট্রপিকো’ পোল্যান্ডের ‘মাই নিকিফর’ চলচ্চিত্রগুলো।

অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন :

সকাল ৯.৩০ মিনিট, সকাল ১১টা, দুপুর ২টা ও বিকেল ৪ট প্রদর্শিত হবে-ফিলিপাইনের ‘অ্যাডওয়ার্ড’, থাইল্যান্ডের ‘দ্যা ক্যাভ’, ইরানের ‘তাল্লা’, তুরস্কের ‘ইনসাইডারস’ চলচ্চিত্রগুলো।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি :

সকাল ১০.৫০ মিনিট ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে ‘মিসটেক মেমোরি’, দুপুর ১২.৩৫ মিনিট ও বিকেল ৫.১৫ মিনিটে ‘ট্রিস আন্ডার দ্যা সান’, দুপুর ২.৫০ মিনিটে ‘ফাইনালি ভালোবাসা’। তিনটি চলচ্চিত্রই ভারতের।

সীমান্ত স্কোয়ার :

সকাল ১০টা ৫০ মিনিট ও বিকেল ৪টায় প্রদর্শিত হবে-বাংলাদেশের ‘নডরাই’। দুপুর ১.৫০ ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরানের ’অ্যা ম্যান উইথআউট স্যাডো’ চলচ্চিত্র দুটি।