শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১১,১৩০ জন

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে তিন স্তরে মোট ১১ হাজার ১৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে।

গতকাল এনটিআরসিএ চেয়ারম্যান এসএম আশফাক হুসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে পাস করেছে নয় হাজার ৬৩ জন, স্কুল-২ পর্যায়ে ৬১১ জন ও কলেজ পর্যায়ে এক হাজার ৪৫৬ জন রয়েছেন।

তিনি জানান, ‘গতকাল ৩টার পর থেকে চূড়ান্তভাবে পাস করা পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। এসএমএসের মধ্যে ফলাফল দেখতে ওয়েবসাইটের লিংক দেয়া থাকবে। আজ সন্ধ্যা ৬টার পর থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।’

গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। লিখিত পরীক্ষায় ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছিল। স্কুল পর্যায়ে দশ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। এক লাখ ২১ হাজার ৬৬০ জন প্রার্থী ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। লিখিত পরীক্ষায় ১০ দশমিক ৯৭ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়।

১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ১২ নভেম্বর, চলে ৫ জানুয়ারি পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও কলেজ পর্যায়ের ১৩ হাজার ৩৪৫ শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ , ২ মাঘ ১৪২৬, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১১,১৩০ জন

নিজস্ব বার্তা পরিবেশক |

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে তিন স্তরে মোট ১১ হাজার ১৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে।

গতকাল এনটিআরসিএ চেয়ারম্যান এসএম আশফাক হুসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে পাস করেছে নয় হাজার ৬৩ জন, স্কুল-২ পর্যায়ে ৬১১ জন ও কলেজ পর্যায়ে এক হাজার ৪৫৬ জন রয়েছেন।

তিনি জানান, ‘গতকাল ৩টার পর থেকে চূড়ান্তভাবে পাস করা পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। এসএমএসের মধ্যে ফলাফল দেখতে ওয়েবসাইটের লিংক দেয়া থাকবে। আজ সন্ধ্যা ৬টার পর থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।’

গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। লিখিত পরীক্ষায় ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছিল। স্কুল পর্যায়ে দশ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। এক লাখ ২১ হাজার ৬৬০ জন প্রার্থী ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। লিখিত পরীক্ষায় ১০ দশমিক ৯৭ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়।

১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ১২ নভেম্বর, চলে ৫ জানুয়ারি পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও কলেজ পর্যায়ের ১৩ হাজার ৩৪৫ শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।