ক্ষণগণনা : আর ৪৩ দিন

মুজিববর্ষের আর ৪৩ দিন বাকি। ঐতিহাসিক মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। এ কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

৩০ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে স্মারকগ্রন্থ প্রকাশনা সংক্রান্ত সভায় তিনি একথা জানান। তিনি বলেন, ‘আমরা বিশিষ্ট লেখকদের বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রবন্ধ লিখে পাঠাতে অনুরোধ করেছি। ইতোমধ্যে বেশকিছু লেখা আমাদের হাতে এসে পৌঁছেছে। যেসব লেখকের লেখা পাওয়া গেছে সেগুলোর সম্পাদনার অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করা হয়।’ কয়েক মাসের মধ্যেই স্মারকগ্রন্থটি প্রকাশের ব্যাপারে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার।

রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২০ , ১৯ মাঘ ১৪২৬, ৭ জমাদিউল সানি ১৪৪১

ক্ষণগণনা : আর ৪৩ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

image

মুজিববর্ষের আর ৪৩ দিন বাকি। ঐতিহাসিক মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। এ কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

৩০ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে স্মারকগ্রন্থ প্রকাশনা সংক্রান্ত সভায় তিনি একথা জানান। তিনি বলেন, ‘আমরা বিশিষ্ট লেখকদের বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রবন্ধ লিখে পাঠাতে অনুরোধ করেছি। ইতোমধ্যে বেশকিছু লেখা আমাদের হাতে এসে পৌঁছেছে। যেসব লেখকের লেখা পাওয়া গেছে সেগুলোর সম্পাদনার অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করা হয়।’ কয়েক মাসের মধ্যেই স্মারকগ্রন্থটি প্রকাশের ব্যাপারে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার।