হবিগঞ্জে উত্ত্যক্ত দুই বখাটের অর্থদণ্ড

হবিগঞ্জে বাণিজ্য মেলায় দুই কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে দুই যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গত সোমবার বিকেলে সাড়ে ৩ টার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন এ জরিমানা আদায় করেন। দণ্ডপ্রাপ্তরা হলো-হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার আরজু মিয়ার পুত্র আসিক ওরফে মজনু (২৫) ও আবদুল বারীর পুত্র সাইদুর বারী শুভন (২৫)। হবিগঞ্জ সদর থানার এসআই আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের নিউফিল্ড মাঠে বাণিজ্য মেলায় জনৈক দুই কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন করে তারা (দুই যুবক)। এ সময় কৌশলে জনৈক এক ছাত্রী ৯৯৯ এ কল করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অর্থদণ্ড করা হয়।

আরও খবর
গড়াইয়ের উজানে খনন, ভাটিতে ডুবুচর : দুর্ভোগে ১০ গ্রাম
ফরেনসিক ল্যাবের ফল প্রভাবিত করার সুযোগ নেই : আইজিপি
হবিগঞ্জে চাঁদা না পেলে হত্যার হুমকি
টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হত
সাতক্ষীরার ভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু
গ্রাহক হয়রানি : রূপালী ব্যাংক ক্যাশিয়ারকে বদলি
ভাঙ্গায় জমি বিবাদে সংঘর্ষ আহত ১০
মোরেলগঞ্জে সেই স্কুল পেল চেক ঢেউটিন
বাগেরহাটে দারোগা হত : ধৃত চালক
সুগন্ধা-বিষখালীতে অকালে অঢেল মিলছে বড় বড় ইলিশ
স্কুলের মাঠে পুকুর খনন জরিমানা ১,০০,০০০ টাকা
দোহারে গৃহবধূর মরদেহ
জমি বিবাদে অর্ধ শতাধিক বৃক্ষ কর্তন প্রাচীর ভাঙচুর
পুকুর থেকে বালু উত্তোলনে নষ্ট ক্ষেত, ভাঙছে সড়ক-বাড়ি

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২০ , ২২ মাঘ ১৪২৬, ১০ জমাদিউল সানি ১৪৪১

হবিগঞ্জে উত্ত্যক্ত দুই বখাটের অর্থদণ্ড

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে বাণিজ্য মেলায় দুই কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে দুই যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গত সোমবার বিকেলে সাড়ে ৩ টার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন এ জরিমানা আদায় করেন। দণ্ডপ্রাপ্তরা হলো-হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার আরজু মিয়ার পুত্র আসিক ওরফে মজনু (২৫) ও আবদুল বারীর পুত্র সাইদুর বারী শুভন (২৫)। হবিগঞ্জ সদর থানার এসআই আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের নিউফিল্ড মাঠে বাণিজ্য মেলায় জনৈক দুই কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন করে তারা (দুই যুবক)। এ সময় কৌশলে জনৈক এক ছাত্রী ৯৯৯ এ কল করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অর্থদণ্ড করা হয়।