৭ খণ্ডে সন্তোষ গুপ্ত রচনা সংগ্রহ প্রকাশিত

সাংবাদিকণ্ডসাহিত্যিক সন্তোষ গুপ্তের রচনাসংগ্রহ প্রকাশিত হয়েছে। একুশের বইমেলায় জ্যোৎস্ন্তা প্রকাশনী সাত খণ্ডে প্রকাশ করেছে সন্তোষ গুপ্তের রচনাসংগ্রহ। সন্তোষ গুপ্তের প্রকাশিত ১৮টি গ্রন্থ ও অর্ধশতাধিক বাছাইকৃত অগ্রন্থিত রচনা নিয়ে প্রকাশিত হয়েছে সাত খণ্ডে ‘সন্তোষ গুপ্ত রচনাসংগ্রহ’।

বইটি সম্পাদনা করেছেন- দীপংকর গৌতম ও প্রিয়তোষ গুপ্ত। সম্পাদকীয় উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন- আনিসুজ্জামান, কামাল লোহানী, সৈয়দ মোহাম্মদ শাহেদ, মোনায়েম সরকার। সাতটি খণ্ডের একেকটির ভূমিকা লিখেছেন- সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, কামাল লোহানী, সৈয়দ মোহাম্মদ শাহেদ, কাজী মদিনা, মোনায়েম সরকার, ও খন্দকার মুনিরুজ্জামান। বইমেলার জ্যোৎস্ন্তা প্রকাশনীর ৬৯৪, ৬৯৫ ও ৬৯৬ স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

সাংবাদিক-সাহিত্যিক সন্তোষ গুপ্ত জীবনের অধিকাংশ সময় দৈনিক সংবাদ’র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কবি, কলামিস্ট সন্তোষ গুপ্ত অসাম্প্রদায়িক, ধর্ম-নিরপেক্ষ ও প্রগতিশীলতার ধারক-বাহক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিল্প ও কাব্য সমালোচকও ছিলেন। পাঠক মহলে সন্তোষ গুপ্তের লেখা ‘অনিরুদ্ধের কলাম’ সমাদৃত ছিল। কবিতা, শিল্পকলা, চিত্রকলা, রাজনীতি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে তিনি ১৪টি বই লিখেছেন। দেশের সব জাতীয় দৈনিকে বিভিন্ন বিষয়ে তার প্রবন্ধ, কলাম ও সমালোচনামূলক নিবন্ধ ছাপা হয়েছে।

রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ , ৩ ফল্গুন ১৪২৬, ২১ জমাদিউল সানি ১৪৪১

৭ খণ্ডে সন্তোষ গুপ্ত রচনা সংগ্রহ প্রকাশিত

নিজস্ব বার্তা পরিবেশক |

image

সাংবাদিকণ্ডসাহিত্যিক সন্তোষ গুপ্তের রচনাসংগ্রহ প্রকাশিত হয়েছে। একুশের বইমেলায় জ্যোৎস্ন্তা প্রকাশনী সাত খণ্ডে প্রকাশ করেছে সন্তোষ গুপ্তের রচনাসংগ্রহ। সন্তোষ গুপ্তের প্রকাশিত ১৮টি গ্রন্থ ও অর্ধশতাধিক বাছাইকৃত অগ্রন্থিত রচনা নিয়ে প্রকাশিত হয়েছে সাত খণ্ডে ‘সন্তোষ গুপ্ত রচনাসংগ্রহ’।

বইটি সম্পাদনা করেছেন- দীপংকর গৌতম ও প্রিয়তোষ গুপ্ত। সম্পাদকীয় উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন- আনিসুজ্জামান, কামাল লোহানী, সৈয়দ মোহাম্মদ শাহেদ, মোনায়েম সরকার। সাতটি খণ্ডের একেকটির ভূমিকা লিখেছেন- সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, কামাল লোহানী, সৈয়দ মোহাম্মদ শাহেদ, কাজী মদিনা, মোনায়েম সরকার, ও খন্দকার মুনিরুজ্জামান। বইমেলার জ্যোৎস্ন্তা প্রকাশনীর ৬৯৪, ৬৯৫ ও ৬৯৬ স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

সাংবাদিক-সাহিত্যিক সন্তোষ গুপ্ত জীবনের অধিকাংশ সময় দৈনিক সংবাদ’র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কবি, কলামিস্ট সন্তোষ গুপ্ত অসাম্প্রদায়িক, ধর্ম-নিরপেক্ষ ও প্রগতিশীলতার ধারক-বাহক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিল্প ও কাব্য সমালোচকও ছিলেন। পাঠক মহলে সন্তোষ গুপ্তের লেখা ‘অনিরুদ্ধের কলাম’ সমাদৃত ছিল। কবিতা, শিল্পকলা, চিত্রকলা, রাজনীতি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে তিনি ১৪টি বই লিখেছেন। দেশের সব জাতীয় দৈনিকে বিভিন্ন বিষয়ে তার প্রবন্ধ, কলাম ও সমালোচনামূলক নিবন্ধ ছাপা হয়েছে।