দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙ্গামাটির বন্দুকভাঙা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে সুমন চাকমা ওরফে অক্টোবর (৩০) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক কর্মী নিহত হয়েছে।

জানা যায়, গতকাল সকাল ৮টায় রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে ইউপিডিএফের একদল কর্মী সুমন চাকমা ওরফে অক্টোবরকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলে সুমন চাকমা মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে করে বলা হয়, রুপায়ন চাকমার (উত্তরণ) নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী স্পিড বোটযোগে বোয়ালছড়ি গ্রামে সাংগঠনিক কাজে নিয়োজিত দুই ইউপিডিএফ সদস্যের ওপর অতর্কিতে ব্রাশফায়ার করে। পরে সন্ত্রাসীরা অপর এক ইউপিডিএফ সদস্য বাবুছ চাকমা ওরফে অর্পণকে (৩১) টেনেহিঁচড়ে মারধর করতে করতে অপহরণ করে নিয়ে যায়।

প্রেস বার্তায় অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা সুবলং বাজারে সশস্ত্র অবস্থায় অবস্থান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা এ ধরনের খুন-খারাবি চালিয়ে যাচ্ছে। প্রেস বার্তায় অবিলম্বে সুমন চাকমার খুনিদের বিচারের আওতায় আনার এবং অপহৃত বাবুছ চাকমাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহিদুল হক রণি জানান, বন্দুকভাঙ্গা ইউনিয়নে একটি মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

আরও খবর
উৎপাদনে এগিয়ে সঞ্চালনে পিছিয়ে
নদীতীরের ১১৩ ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থানান্তর করা হবে নৌপ্রতিমন্ত্রী
সিঙ্গাপুরে এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক
ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার পুনর্বিবেচনার আশ্বাস অর্থমন্ত্রীর
গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে
বনায়নের নামে চলছে হরিলুট
ঘনিয়ে আসছে মামলার রায়ের দিন
খালেদার জামিন প্রধানমন্ত্রীর হাতে নয় : কাদের
কেমিক্যাল গোডাউন রয়েছে আগের মতোই
নিহত ৬৭ জনের ময়না তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
চাকরি ৯৭৭ দিন, ক্যাম্পাসে অনুপস্থিত ৭৫০ দিন
গাজীপুরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
অমর একুশ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন
ক্ষণগণনা : আর ২৫ দিন
আ-মরি বাংলা ভাষা

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ , ৭ ফল্গুন ১৪২৬, ২৫ জমাদিউল সানি ১৪৪১

রাঙ্গামাটিতে

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

নিজস্ব বার্তা পরিবেশক, পার্বত্যাঞ্চল

রাঙ্গামাটির বন্দুকভাঙা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে সুমন চাকমা ওরফে অক্টোবর (৩০) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক কর্মী নিহত হয়েছে।

জানা যায়, গতকাল সকাল ৮টায় রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে ইউপিডিএফের একদল কর্মী সুমন চাকমা ওরফে অক্টোবরকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলে সুমন চাকমা মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে করে বলা হয়, রুপায়ন চাকমার (উত্তরণ) নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী স্পিড বোটযোগে বোয়ালছড়ি গ্রামে সাংগঠনিক কাজে নিয়োজিত দুই ইউপিডিএফ সদস্যের ওপর অতর্কিতে ব্রাশফায়ার করে। পরে সন্ত্রাসীরা অপর এক ইউপিডিএফ সদস্য বাবুছ চাকমা ওরফে অর্পণকে (৩১) টেনেহিঁচড়ে মারধর করতে করতে অপহরণ করে নিয়ে যায়।

প্রেস বার্তায় অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা সুবলং বাজারে সশস্ত্র অবস্থায় অবস্থান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা এ ধরনের খুন-খারাবি চালিয়ে যাচ্ছে। প্রেস বার্তায় অবিলম্বে সুমন চাকমার খুনিদের বিচারের আওতায় আনার এবং অপহৃত বাবুছ চাকমাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহিদুল হক রণি জানান, বন্দুকভাঙ্গা ইউনিয়নে একটি মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।