ত্রাণের চাল-তেল আত্মসাৎ

২৫০ ইউপি চেয়ারম্যান মেম্বার ডিলার আটক

করোনাভাইরাসের চরম প্রাদুর্ভাবের মধ্যেও সারাদেশে কর্মহীন ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের মহোৎসব চলছে। টিসিবির মাধ্যমে গরিব জণগোষ্ঠীর মধ্যে নামমাত্র মূল্যে বিক্রি করা চাল-তেলসহ বিভিন্ন পণ্যও আত্মসাৎ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সরকারি ত্রাণসামগ্রী এবং ওএমএস-এ বিক্রির চাল আত্মসাতের ঘটনায় ২৫০ জনকে গ্রেফতার করেছে। আত্মসাৎকারীদের কবল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী। এই আত্মসাৎকারীদের অধিকাংশই মাঠপর্যায়ের ক্ষমতাসীন দলের রাজনীতিক ও জনপ্রতিনিধি। এ নিয়ে সারাদেশে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।

সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন করায় এক শ্রেণীর মানুষ চরম আর্থিক ও খাদ্য সংকটে পড়েছে। সব কলকারখানা, সরকারি-বেসরকারি অফিস আদালত, সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে বিপুলসংখ্যক মানুষ। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, ‘দিন আনে দিন খায়’ শ্রেণীর মানুষ চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। সরকার বিশেষ প্রণোদনা হিসেবে এসব মানুষের মধ্যে বিতরণের জন্য বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী এবং ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বিপুল পরিমাণ চাল বরাদ্দ করেছে। কিন্তু এক শ্রেণীর স্থানীয় রাজনৈতিক নেতা, তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি, টিসিবি ডিলার সরকারি ত্রাণের এসব সামগ্রী দেদারছে আত্মসাৎ করছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের স্থানীয় নেতা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ অন্য জনপ্রতিনিধিদের বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠান, গুদামে লুকিয়ে রাখা এবং অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে চাল, ডালসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

এভাবে সরকারি ত্রাণসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে এবং গোপন খবরের ভিত্তিতে জেলা-উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকারি কর্মকর্তরা অভিযান চালিয়ে ২৫০ জনেরও বেশি প্রভাবশালীকে আটক করেছে। শুধু তাই না, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হচ্ছে। অনেকের বিরুদ্ধে তদন্তও চলছে। পুলিশ, র‌্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সব অপরাধীদের ধরতে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছেন। সারাদেশের সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক ও প্রতিনিধিরা এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন।

যশোর প্রতিনিধি জানান, গত ৪ এপ্রিল যশোরের মনিরামপুরে ভাই ভাই রাইস মিল থেকে খাদ্য অধিদফতরের ৫৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি চাল রয়েছে। গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওই অভিযান চালান। ওই ত্রাণের চাল খুলনা খাদ্য গুদাম থেকে নেয়া হয় হয়েছিল। এছাড়াও গত ৭ এপ্রিল যশোর শহরের শানতলা গুদাম থেকে ৪ হাজার মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, প্রশাসন অভিযান চালিয়ে মুক্তাগাছা ও নান্দাইল উপজেলা থেকে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ৭৮ বস্তা চাল বিভিন্ন ব্যবসায়ী ও ডিলারদের বাড়ি থেকে উদ্ধার করেছে। পাশাপাশি মুক্তাগাছা থেকে এক ডিলারের স্ত্রী ও নান্দাইল থেকে এক চাল ব্যবসায়ীকে আটক করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক দুটি ইউনিয়ন থেকে দু’দিনে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির ৩২ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা ও এর আগের দিন মঙ্গলবার রাতে ৩নং তারাটী ইউনিয়নের বিরাশি গ্রাম থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সব চাল উদ্ধার করা হয়।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা থেকে ২৪ বস্তা চালসহ মুজিবুর রহমান নামে এক চাল ব্যাবসায়ীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। একই উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা গ্রামের এক চাল ব্যবসায়ীর কাছ থেকে ২২ বস্তা চাল উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ এবং পুলিশ । রায়গঞ্জের ভুইয়াগাতী বাজার থেকে র‌্যাব ১২ অভিযান চালিয়ে ৫০ বস্তা ১০ টাকা কেজি মূল্যের চালসহ ৩ জনকে আটক করে। চাল আত্মসাতের অভিযোগে ব্রহ্মগাছা ইউনিয়নের ডিলার স্থানীয় আওয়ামী লীগ নেতা চরগবিন্দ গ্রামের নরুল ইসলামের ডিলারশিপ বাতিল করা হয়। সংলঙ্গা থানার গুরকা গ্রামের আওয়ামী লীগ কর্মী আবুল হোসেনের বাড়ি থেকে পুলিশ ১৭ বস্তা চাল উদ্ধার করে। চালগুলো ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য তাকে দেয়া হয়েছিল। বস্তায় খাদ্য অধিদফতরের সিল ছিল। চৌহালী থানার খাসকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া গ্রামের চাল ব্যবসায়ী আবু বক্কারের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৩ টন চাল উদ্ধার এবং তাকে গ্রেফতার করে।

হাটহাজারী প্রতিনিধি জানান, ত্রাণ বিতরণের নামে লোকজন জড়ো করে ছবি তোলার পর সেই ত্রাণ কেড়ে নিয়ে তাদের মারধর করায় এবং ইউপি সদস্যদের অনাস্থার প্রেক্ষিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত রোববার (১২ এপ্রিল) বিকালে স্থানীয় সরকার বিভাগ থেকে ওই চেয়ারম্যানকে বরখাস্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে নজরুল ইসলাম খান নামে এক আওয়ামী লীগ নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম খান কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরকারি চালের ডিলার।

এছাড়াও বরিশাল, বগুড়া কিশোরগঞ্জের করিমগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তাদের সহায়তায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গুদাম থেকে ত্রাণের চাল উদ্ধার করছে। সর্বশেষ রংপুর থেকে চুরি হওয়া তেল উদ্ধার করা হয়েছে।

রংপুর থেকে নিজস্ব বার্তা পরিবেশক জানায়, রংপুর নগরীর পার্বতীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির বক্স খাটের ভিতরে অবৈধভাবে মজুদ করে রাখা টিসিবির ন্যায্যমূল্যে বিক্রয়ের বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় লাল মিয়া ও হানিফ নামে দুই জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।

ডিবি পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসার ভিতরে অভিনব কায়দায় বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা টিসিবির ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১২৩৮ লিটার সয়াবিন তেলের অনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা। এ সময় বাসার মালিক হানিফ মিয়াকে ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে আটক করে পুলিশ। ডিবি পুলিশ জানায় আটক ব্যক্তিরা অবৈধ লাভের জন্য বিক্রয়ের উদ্দেশে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুদ করে রেখেছিলেন।

এ ব্যাপারে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ জানান, আটক ব্যক্তিরা টিসিবির ডিলারদের কাছ থেকে কালোবাজারে এসব সয়াবিন তেল কিনে রমজান মাসে অধিক লাভের আশায় নিজের বাড়িতে খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিল। কোন কোন ডিলারের কাছে এসব তেল কেনা হয়েছে তা খতিয়ে দেখে দায়ী ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

image

রংপুর : খাটের তলা থেকে টিসিবির আত্মসাৎ করা তেল উদ্ধার -সংবাদ

আরও খবর
সারাদেশ ঝুঁকিপূর্ণ
জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে ডাব্লিউএফপি সংবাদ ডেস্ক করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ
আরও ৫০ লাখ দরিদ্র লোককে রেশনকার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী
বাদুরের দুই প্রজাতির মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া গেছে
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস
করোনা সৃষ্টি করছে দীর্ঘমেয়াদি প্রাণঘাতী সংকট
ইরানের ম্যাজিকাল ডিভাইসে ৫ সেকেন্ডে শনাক্ত হবে করোনা রোগী
মাঠে নামছে ‘দুর্যোগে আলোর গেরিলা’
আইইডিসিআরের ৬ কর্মী আক্রান্ত
এসএসসি ফল নির্ধারিত সময়ে প্রকাশ হচ্ছে না
করোনায় মৃত্যুর চেয়ে সুস্থতার হার বেশি
টিভি চ্যানেলের আরও ৪ জন করোনা আক্রান্ত
করোনা আক্রান্ত বাংলাদেশি ১৩০০ ছাড়াল

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ , ৪ বৈশাখ ১৪২৭, ২২ শাবান ১৪৪১

ত্রাণের চাল-তেল আত্মসাৎ

২৫০ ইউপি চেয়ারম্যান মেম্বার ডিলার আটক

বাকিবিল্লাহ |

image

রংপুর : খাটের তলা থেকে টিসিবির আত্মসাৎ করা তেল উদ্ধার -সংবাদ

করোনাভাইরাসের চরম প্রাদুর্ভাবের মধ্যেও সারাদেশে কর্মহীন ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের মহোৎসব চলছে। টিসিবির মাধ্যমে গরিব জণগোষ্ঠীর মধ্যে নামমাত্র মূল্যে বিক্রি করা চাল-তেলসহ বিভিন্ন পণ্যও আত্মসাৎ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সরকারি ত্রাণসামগ্রী এবং ওএমএস-এ বিক্রির চাল আত্মসাতের ঘটনায় ২৫০ জনকে গ্রেফতার করেছে। আত্মসাৎকারীদের কবল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী। এই আত্মসাৎকারীদের অধিকাংশই মাঠপর্যায়ের ক্ষমতাসীন দলের রাজনীতিক ও জনপ্রতিনিধি। এ নিয়ে সারাদেশে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।

সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন করায় এক শ্রেণীর মানুষ চরম আর্থিক ও খাদ্য সংকটে পড়েছে। সব কলকারখানা, সরকারি-বেসরকারি অফিস আদালত, সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে বিপুলসংখ্যক মানুষ। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, ‘দিন আনে দিন খায়’ শ্রেণীর মানুষ চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। সরকার বিশেষ প্রণোদনা হিসেবে এসব মানুষের মধ্যে বিতরণের জন্য বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী এবং ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বিপুল পরিমাণ চাল বরাদ্দ করেছে। কিন্তু এক শ্রেণীর স্থানীয় রাজনৈতিক নেতা, তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি, টিসিবি ডিলার সরকারি ত্রাণের এসব সামগ্রী দেদারছে আত্মসাৎ করছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের স্থানীয় নেতা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ অন্য জনপ্রতিনিধিদের বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠান, গুদামে লুকিয়ে রাখা এবং অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে চাল, ডালসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

এভাবে সরকারি ত্রাণসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে এবং গোপন খবরের ভিত্তিতে জেলা-উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকারি কর্মকর্তরা অভিযান চালিয়ে ২৫০ জনেরও বেশি প্রভাবশালীকে আটক করেছে। শুধু তাই না, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হচ্ছে। অনেকের বিরুদ্ধে তদন্তও চলছে। পুলিশ, র‌্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সব অপরাধীদের ধরতে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছেন। সারাদেশের সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক ও প্রতিনিধিরা এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন।

যশোর প্রতিনিধি জানান, গত ৪ এপ্রিল যশোরের মনিরামপুরে ভাই ভাই রাইস মিল থেকে খাদ্য অধিদফতরের ৫৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি চাল রয়েছে। গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওই অভিযান চালান। ওই ত্রাণের চাল খুলনা খাদ্য গুদাম থেকে নেয়া হয় হয়েছিল। এছাড়াও গত ৭ এপ্রিল যশোর শহরের শানতলা গুদাম থেকে ৪ হাজার মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, প্রশাসন অভিযান চালিয়ে মুক্তাগাছা ও নান্দাইল উপজেলা থেকে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ৭৮ বস্তা চাল বিভিন্ন ব্যবসায়ী ও ডিলারদের বাড়ি থেকে উদ্ধার করেছে। পাশাপাশি মুক্তাগাছা থেকে এক ডিলারের স্ত্রী ও নান্দাইল থেকে এক চাল ব্যবসায়ীকে আটক করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক দুটি ইউনিয়ন থেকে দু’দিনে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির ৩২ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা ও এর আগের দিন মঙ্গলবার রাতে ৩নং তারাটী ইউনিয়নের বিরাশি গ্রাম থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সব চাল উদ্ধার করা হয়।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা থেকে ২৪ বস্তা চালসহ মুজিবুর রহমান নামে এক চাল ব্যাবসায়ীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। একই উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা গ্রামের এক চাল ব্যবসায়ীর কাছ থেকে ২২ বস্তা চাল উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ এবং পুলিশ । রায়গঞ্জের ভুইয়াগাতী বাজার থেকে র‌্যাব ১২ অভিযান চালিয়ে ৫০ বস্তা ১০ টাকা কেজি মূল্যের চালসহ ৩ জনকে আটক করে। চাল আত্মসাতের অভিযোগে ব্রহ্মগাছা ইউনিয়নের ডিলার স্থানীয় আওয়ামী লীগ নেতা চরগবিন্দ গ্রামের নরুল ইসলামের ডিলারশিপ বাতিল করা হয়। সংলঙ্গা থানার গুরকা গ্রামের আওয়ামী লীগ কর্মী আবুল হোসেনের বাড়ি থেকে পুলিশ ১৭ বস্তা চাল উদ্ধার করে। চালগুলো ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য তাকে দেয়া হয়েছিল। বস্তায় খাদ্য অধিদফতরের সিল ছিল। চৌহালী থানার খাসকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া গ্রামের চাল ব্যবসায়ী আবু বক্কারের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৩ টন চাল উদ্ধার এবং তাকে গ্রেফতার করে।

হাটহাজারী প্রতিনিধি জানান, ত্রাণ বিতরণের নামে লোকজন জড়ো করে ছবি তোলার পর সেই ত্রাণ কেড়ে নিয়ে তাদের মারধর করায় এবং ইউপি সদস্যদের অনাস্থার প্রেক্ষিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত রোববার (১২ এপ্রিল) বিকালে স্থানীয় সরকার বিভাগ থেকে ওই চেয়ারম্যানকে বরখাস্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে নজরুল ইসলাম খান নামে এক আওয়ামী লীগ নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম খান কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরকারি চালের ডিলার।

এছাড়াও বরিশাল, বগুড়া কিশোরগঞ্জের করিমগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তাদের সহায়তায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গুদাম থেকে ত্রাণের চাল উদ্ধার করছে। সর্বশেষ রংপুর থেকে চুরি হওয়া তেল উদ্ধার করা হয়েছে।

রংপুর থেকে নিজস্ব বার্তা পরিবেশক জানায়, রংপুর নগরীর পার্বতীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির বক্স খাটের ভিতরে অবৈধভাবে মজুদ করে রাখা টিসিবির ন্যায্যমূল্যে বিক্রয়ের বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় লাল মিয়া ও হানিফ নামে দুই জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।

ডিবি পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসার ভিতরে অভিনব কায়দায় বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা টিসিবির ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১২৩৮ লিটার সয়াবিন তেলের অনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা। এ সময় বাসার মালিক হানিফ মিয়াকে ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে আটক করে পুলিশ। ডিবি পুলিশ জানায় আটক ব্যক্তিরা অবৈধ লাভের জন্য বিক্রয়ের উদ্দেশে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুদ করে রেখেছিলেন।

এ ব্যাপারে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ জানান, আটক ব্যক্তিরা টিসিবির ডিলারদের কাছ থেকে কালোবাজারে এসব সয়াবিন তেল কিনে রমজান মাসে অধিক লাভের আশায় নিজের বাড়িতে খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিল। কোন কোন ডিলারের কাছে এসব তেল কেনা হয়েছে তা খতিয়ে দেখে দায়ী ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।