কুড়িগ্রামে নৈশকোচে অতিরিক্ত ভাড়া জরিমানা

কুড়িগ্রামে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গত বুধবার রাতে কয়েকটি পরিবহনের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল ও হাসিবুল হাসান সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইনের আওতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়াও গত বুধবার রাতে কুড়িগ্রামের ঘোষপাড়া থেকে ঢাকাগামী ঢাকা ও নারায়ণগঞ্জগামী নৈশকোচের যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গিয়ে ঢাকার শ্যামলী পরিবহণ ও নাবিল পরিবহনের যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। এরপর যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি পরিবহন মালিককে অতিরিক্ত অর্থ প্রদানের নির্দেশ দেন। পরে মালিকপক্ষে যাত্রীদের অধিকাংশকে অতিরিক্ত ভাড়া দুই থেকে তিনশত টাকা ফেরত দেয়া হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শুক্রবার, ০৫ জুন ২০২০ , ২২ জৈষ্ঠ ১৪২৭, ১২ শাওয়াল ১৪৪১

কুড়িগ্রামে নৈশকোচে অতিরিক্ত ভাড়া জরিমানা

প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গত বুধবার রাতে কয়েকটি পরিবহনের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল ও হাসিবুল হাসান সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইনের আওতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়াও গত বুধবার রাতে কুড়িগ্রামের ঘোষপাড়া থেকে ঢাকাগামী ঢাকা ও নারায়ণগঞ্জগামী নৈশকোচের যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গিয়ে ঢাকার শ্যামলী পরিবহণ ও নাবিল পরিবহনের যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। এরপর যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি পরিবহন মালিককে অতিরিক্ত অর্থ প্রদানের নির্দেশ দেন। পরে মালিকপক্ষে যাত্রীদের অধিকাংশকে অতিরিক্ত ভাড়া দুই থেকে তিনশত টাকা ফেরত দেয়া হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।