‘রিক্সগার্ল’ নিয়ে নরেশ ভূঁইয়া’র প্রত্যাশা

নরেশ ভূঁইয়া, একাধারে একজন সফল সাংবাদিক, মঞ্চাভিনেতা, টেলিভিশন অভিনেতা, চলচ্চিত্রাভিনেতা ও নাট্যপরিচালক। নরেশ ভূঁইয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়বতী’। তবে মুক্তি প্রতীক্ষিত সিনেমা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিক্সগার্ল’ নিয়ে ভীষণ আশাবাদী বরেণ্য এই অভিনেতা। কারণ হিসেবে নরেশ ভূঁইয়া বলেন, ‘ বলা যায় আমাকে কেন্দ্র করেই রিক্সাগার্ল সিনেমার গল্প এগিয়ে যায়। গল্পটা এক কথায় অসাধারণ যা দর্শকের মন ছুঁয়ে যাবে। আমি সাংবাদিকতার কারণে যৌথ প্রযোজনার সিনেমার শুটিং-এ দেশের বাইরে গিয়েছি। দেখেছি সিনেমা নির্মাণের সময়কালে তাদের বিরাট আয়োজন। কিন্তু এটা সত্যি বলতে হয় যে অমিতাভ রেজার রিক্সা গার্ল সিনেমাটির নির্মাণের সময়কালে যে বিরাট আয়োজন ছিল তা হলিউড, বলিউড’র মুভির আয়োজনের চেয়ে কোন অংশে কম নয়। আমি অমিতাভের এই আয়োজনে ভীষণ মুগ্ধ হয়েছি। আমার চরিত্রে আমি নিজেকে যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ হুমায়ূন কবিরের পরিচালনায় ‘সাহেব বিবি গোলাম’ সিনেমা তার অভিনীত প্রথম সিনেমা। সৈয়দ সালাহ উদ্দিন জাকীর প্রযোজনায় ৭২/৭২ সালে প্রথম ‘চাবির দুঃখ’ নাটকে অভিনয় করেন তিনি। তবে দর্শকপ্রিয়তা পান তিনি মুসা আহমেদ প্রযোজিত ‘মাটির কোলে’ নাটকে অভিনয় করে। এতে তার সহশিল্পী ছিলেন কবরী, তারিক আনাম খান। নরেশ ভূঁইয়া নির্দেশিত প্রথম নাটক তার স্ত্রীর লেখা ‘ভালোবাসি সুধাইওনা কারে ভালোবাসি’। এনটিভির প্রথম ঈদ টেলিফিল্ম তার স্ত্রীরই লেখা ‘ভালোবাসা ছুঁয়ে গেলো’র জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে বাচসাস’ পুরস্কারে ভূষিত হন। নরেশ ভূঁইয়ার বাবা দেবেন্দ্র কুমার ভূঁইয়া, মা তুলসী বালা ভূঁইয়া। মঞ্চে তার শুরু থিয়েটার’র মধ্যদিয়ে। এই দলে তার অভিনীত আলোচিত নাটক হচ্ছে সাতঘাটের কানাকড়ি, জমিদার দর্পণ, এখনই সময়, সেনাপতি, পায়ের আওয়াজ পাওয়া যায়, অথেলো ইত্যাদি। বিটিভিতে তার নির্দেশিত প্রথম ধারাবাহিক ছিলো আট পর্বের ‘খুশি’। এতে দিতি, খালেদ খান, তানিয়া ও ইয়াশ রোহান অভিনয় করেছিলেন। নরেশ ভূঁইয়া অভিনীত মুক্তিপ্রতীক্ষতি সিনেমা হচ্ছে মীর সাব্বিরের ‘রাত জাড়া ফুল’, নীশিথ সূর্যের ‘পায়রার চিঠি’, দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’।

সাড়ে তিন/ চার বয়সে মঞ্চে (একজন মৃত সৈনিক) অভিনয় দিয়ে যার অভিনয় জীবনে পথচলা শুরু সেই ছোট্ট ছেলেটিই আজকের নরেশ ভূঁইয়া। সাংবাদিকতায় একজন সফল ব্যক্তিত্বের নাম নরেশ ভূঁইয়া।

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

‘রিক্সগার্ল’ নিয়ে নরেশ ভূঁইয়া’র প্রত্যাশা

বিনোদন প্রতিবেদক |

image

নরেশ ভূঁইয়া, একাধারে একজন সফল সাংবাদিক, মঞ্চাভিনেতা, টেলিভিশন অভিনেতা, চলচ্চিত্রাভিনেতা ও নাট্যপরিচালক। নরেশ ভূঁইয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়বতী’। তবে মুক্তি প্রতীক্ষিত সিনেমা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিক্সগার্ল’ নিয়ে ভীষণ আশাবাদী বরেণ্য এই অভিনেতা। কারণ হিসেবে নরেশ ভূঁইয়া বলেন, ‘ বলা যায় আমাকে কেন্দ্র করেই রিক্সাগার্ল সিনেমার গল্প এগিয়ে যায়। গল্পটা এক কথায় অসাধারণ যা দর্শকের মন ছুঁয়ে যাবে। আমি সাংবাদিকতার কারণে যৌথ প্রযোজনার সিনেমার শুটিং-এ দেশের বাইরে গিয়েছি। দেখেছি সিনেমা নির্মাণের সময়কালে তাদের বিরাট আয়োজন। কিন্তু এটা সত্যি বলতে হয় যে অমিতাভ রেজার রিক্সা গার্ল সিনেমাটির নির্মাণের সময়কালে যে বিরাট আয়োজন ছিল তা হলিউড, বলিউড’র মুভির আয়োজনের চেয়ে কোন অংশে কম নয়। আমি অমিতাভের এই আয়োজনে ভীষণ মুগ্ধ হয়েছি। আমার চরিত্রে আমি নিজেকে যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ হুমায়ূন কবিরের পরিচালনায় ‘সাহেব বিবি গোলাম’ সিনেমা তার অভিনীত প্রথম সিনেমা। সৈয়দ সালাহ উদ্দিন জাকীর প্রযোজনায় ৭২/৭২ সালে প্রথম ‘চাবির দুঃখ’ নাটকে অভিনয় করেন তিনি। তবে দর্শকপ্রিয়তা পান তিনি মুসা আহমেদ প্রযোজিত ‘মাটির কোলে’ নাটকে অভিনয় করে। এতে তার সহশিল্পী ছিলেন কবরী, তারিক আনাম খান। নরেশ ভূঁইয়া নির্দেশিত প্রথম নাটক তার স্ত্রীর লেখা ‘ভালোবাসি সুধাইওনা কারে ভালোবাসি’। এনটিভির প্রথম ঈদ টেলিফিল্ম তার স্ত্রীরই লেখা ‘ভালোবাসা ছুঁয়ে গেলো’র জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে বাচসাস’ পুরস্কারে ভূষিত হন। নরেশ ভূঁইয়ার বাবা দেবেন্দ্র কুমার ভূঁইয়া, মা তুলসী বালা ভূঁইয়া। মঞ্চে তার শুরু থিয়েটার’র মধ্যদিয়ে। এই দলে তার অভিনীত আলোচিত নাটক হচ্ছে সাতঘাটের কানাকড়ি, জমিদার দর্পণ, এখনই সময়, সেনাপতি, পায়ের আওয়াজ পাওয়া যায়, অথেলো ইত্যাদি। বিটিভিতে তার নির্দেশিত প্রথম ধারাবাহিক ছিলো আট পর্বের ‘খুশি’। এতে দিতি, খালেদ খান, তানিয়া ও ইয়াশ রোহান অভিনয় করেছিলেন। নরেশ ভূঁইয়া অভিনীত মুক্তিপ্রতীক্ষতি সিনেমা হচ্ছে মীর সাব্বিরের ‘রাত জাড়া ফুল’, নীশিথ সূর্যের ‘পায়রার চিঠি’, দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’।

সাড়ে তিন/ চার বয়সে মঞ্চে (একজন মৃত সৈনিক) অভিনয় দিয়ে যার অভিনয় জীবনে পথচলা শুরু সেই ছোট্ট ছেলেটিই আজকের নরেশ ভূঁইয়া। সাংবাদিকতায় একজন সফল ব্যক্তিত্বের নাম নরেশ ভূঁইয়া।