ঈদে রিলিজ হলো উপমার ‘নীল খাম’

এবার ঈদুল আজহায় নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী উপমা প্রকাশ করেছেন নিজের কণ্ঠে গাওয়া ‘নীল খাম’ গান। গানটি লিখেছেন সাইফুল ইসলাম শ্রাবণ, মিউজিক করেছেন রাব্বি আরবি সুর করেছেন জিয়াউদ্দিন আলম। গানটি গত ৩০ জুলাই উপমা তার ইউটিউব চ্যানেলে রিলিজ করেছেন। উপমা বর্তমানে করোনা পরিস্থিতির কারণে স্টেজ শো করছেন না কিন্তু বিভিন্ন টিভিতে লাইভ শো করছেন নিয়মিত। আর এবার ঈদেও বিভিন্ন টিভিতে লাইভ প্রোগ্রাম করেছেন বলে তিনি জানান।

উপমা গান করছেন ছোটবেলা থেকেই। একাধারে লাইভ কনসার্ট, টিভির সঙ্গীতানুষ্ঠান, প্লেব্যাক, মিউজিক ভিডিও ইত্যাদি মাধ্যমগুলোতে পারফর্ম করছেন সাবলীলভাবে। উপমা বলেনÑ ‘আমার গানটি আশা করছি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। আমি যদিও বেলাল খানের ‘আর একটি বার’ অ্যালবাম এর ‘নাছোড়বান্দা’ গানের ভিডিওর কাজ শেষ করেছিলাম, কিন্তু ‘শুধু তোর জন্য’ গানটি আগে রিলিজ হয় বেলাল খান এর সঙ্গে, ঐটা দিয়েই শুরু। আমি আধুনিক, ক্লাসিক্যাল, নজরুল সঙ্গীত করতে পছন্দ করেন। বেশিরভাগ শিল্পী গানের অডিও চেয়েও ভিডিওতে বেশি মনোযোগী এই কারণে গান আস্তে আস্তে একটি শ্রেণীর কাছে চলে যাচ্ছে, যাতে ক্ষণস্থায়ী শিল্পী আসছে। কিন্তু ইন্ডাস্ট্রি ভালো এবং যোগ্য শিল্পী পাচ্ছে না, যে কিনা দীর্ঘ সময় ভালো ভালো গান উপহার দিতে পারবে। উপমা চান এ করোনা পরিস্থিতিতে সবাই সচেতন ও সুস্থ থাকুক।

শনিবার, ০৮ আগস্ট ২০২০ , ১৭ জিলহজ ১৪৪১, ২৪ শ্রাবণ ১৪২৭

ঈদে রিলিজ হলো উপমার ‘নীল খাম’

বিনোদন প্রতিবেদক |

image

এবার ঈদুল আজহায় নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী উপমা প্রকাশ করেছেন নিজের কণ্ঠে গাওয়া ‘নীল খাম’ গান। গানটি লিখেছেন সাইফুল ইসলাম শ্রাবণ, মিউজিক করেছেন রাব্বি আরবি সুর করেছেন জিয়াউদ্দিন আলম। গানটি গত ৩০ জুলাই উপমা তার ইউটিউব চ্যানেলে রিলিজ করেছেন। উপমা বর্তমানে করোনা পরিস্থিতির কারণে স্টেজ শো করছেন না কিন্তু বিভিন্ন টিভিতে লাইভ শো করছেন নিয়মিত। আর এবার ঈদেও বিভিন্ন টিভিতে লাইভ প্রোগ্রাম করেছেন বলে তিনি জানান।

উপমা গান করছেন ছোটবেলা থেকেই। একাধারে লাইভ কনসার্ট, টিভির সঙ্গীতানুষ্ঠান, প্লেব্যাক, মিউজিক ভিডিও ইত্যাদি মাধ্যমগুলোতে পারফর্ম করছেন সাবলীলভাবে। উপমা বলেনÑ ‘আমার গানটি আশা করছি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। আমি যদিও বেলাল খানের ‘আর একটি বার’ অ্যালবাম এর ‘নাছোড়বান্দা’ গানের ভিডিওর কাজ শেষ করেছিলাম, কিন্তু ‘শুধু তোর জন্য’ গানটি আগে রিলিজ হয় বেলাল খান এর সঙ্গে, ঐটা দিয়েই শুরু। আমি আধুনিক, ক্লাসিক্যাল, নজরুল সঙ্গীত করতে পছন্দ করেন। বেশিরভাগ শিল্পী গানের অডিও চেয়েও ভিডিওতে বেশি মনোযোগী এই কারণে গান আস্তে আস্তে একটি শ্রেণীর কাছে চলে যাচ্ছে, যাতে ক্ষণস্থায়ী শিল্পী আসছে। কিন্তু ইন্ডাস্ট্রি ভালো এবং যোগ্য শিল্পী পাচ্ছে না, যে কিনা দীর্ঘ সময় ভালো ভালো গান উপহার দিতে পারবে। উপমা চান এ করোনা পরিস্থিতিতে সবাই সচেতন ও সুস্থ থাকুক।