যশোরে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৪

যশোরে কথিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় অভয়নগর থানা পুলিশ এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ চার প্রতারককে আটক করেছে। উদ্ধার করেছে বিভিন্ন নামসর্বস্ব দৈনিক পত্রিকার পরিচয়পত্র, সিল,‘পিএম টিভি’র লোগাসহ বুম, লাঠি, ভিজিটিং কার্ড ইত্যাদি। জব্দ করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৩-৪৩২৯) ও দুইটি ওয়াকিটকি। গত মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী উপজেলা মণিরামপুরের ঢাকুরিয়া বাজার থেকে এই প্রতারকদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার খালিশপুর থানার গোয়ালখালী এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস ইতি (২২), সহযোগী একই থানার গোয়ালখালী এলাকার এস এম বাবর আলীর ছেলে মোস্তফা ফয়সাল (৩৪), খুলনার দৌলতপুর থানার দক্ষিণ পাবলা এলাকার নূর মোহাম্মদের ছেলে শাহাদাত হোসেন (৩৫) ও ঝিনাইদহরে কোটচাঁদপুরের অলকদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০)।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী ঢাকুরিয়া বাজারে এক নারী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কথিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। কিন্তু তাদের আচরণ সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজন নারী ও তিনজন পুরুষকে একটি প্রাইভেটকারসহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, প্রতারকচক্র গত ২৩ আগস্ট অভয়নগরের প্রেমবাগ গেটের দুই হোটেল মালিক ও মাগুরা বাজারের এক রাইসমিল মালিকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ওই প্রতারকচক্র ঢাকুরিয়া বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান করছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন, এএসআই তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ , ৮ মহররম ১৪৪২, ২৮ আগস্ট ২০২০

যশোরে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৪

যশোর অফিস

যশোরে কথিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় অভয়নগর থানা পুলিশ এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ চার প্রতারককে আটক করেছে। উদ্ধার করেছে বিভিন্ন নামসর্বস্ব দৈনিক পত্রিকার পরিচয়পত্র, সিল,‘পিএম টিভি’র লোগাসহ বুম, লাঠি, ভিজিটিং কার্ড ইত্যাদি। জব্দ করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৩-৪৩২৯) ও দুইটি ওয়াকিটকি। গত মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী উপজেলা মণিরামপুরের ঢাকুরিয়া বাজার থেকে এই প্রতারকদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার খালিশপুর থানার গোয়ালখালী এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস ইতি (২২), সহযোগী একই থানার গোয়ালখালী এলাকার এস এম বাবর আলীর ছেলে মোস্তফা ফয়সাল (৩৪), খুলনার দৌলতপুর থানার দক্ষিণ পাবলা এলাকার নূর মোহাম্মদের ছেলে শাহাদাত হোসেন (৩৫) ও ঝিনাইদহরে কোটচাঁদপুরের অলকদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০)।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী ঢাকুরিয়া বাজারে এক নারী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কথিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। কিন্তু তাদের আচরণ সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজন নারী ও তিনজন পুরুষকে একটি প্রাইভেটকারসহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, প্রতারকচক্র গত ২৩ আগস্ট অভয়নগরের প্রেমবাগ গেটের দুই হোটেল মালিক ও মাগুরা বাজারের এক রাইসমিল মালিকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ওই প্রতারকচক্র ঢাকুরিয়া বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান করছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন, এএসআই তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে থানায় নিয়ে আসেন।