মেজর ডালিম চরিত্রে মাজনুন মিজান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাত থেকে শুরু করে ১৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত কী ঘটেছিল তাই নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এই ছবিতে মেজর ডালিম চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের অনেকেই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোর রাত থেকে ১৬ আগস্ট বঙ্গবন্ধুর মরদেহ দাফন পর্যন্ত কি হয়েছে, তা আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানেন না। আমার বিশ্বাস এই চলচ্চিত্রটি দেখলে, সেই সময়ে কি ঘটেছিল তা বোঝা যাবে।’ মেজর ডালিম চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে মেজর ডালিম ঘৃণিত এই চরিত্র। ১৯৭৫ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) বাংলাদেশে বেতারে নিজেই হত্যার সঙ্গে জড়িত থাকার ঘোষণা দেন। প্রথমে যখন আমাকে এই চরিত্রে অভিনয়ের জন্য বলা হয়েছিল, তখন এমন ঘৃণিত চরিত্রে অভিনয় করতে চাইনি। পরে যখন মনে হলে, আমি একজন অভিনেতা, আমার নিজেরও দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা আছে, তখন আমি চরিত্রটি করতে রাজি হয়। চরিত্রটি করতে আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে।’ ‘আগস্ট ১৯৭৫’ পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান। ছবির আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিুয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন ও মাজনুন মিজানসহ অনেকে। পরিচালক জানিয়েছেন ছবিটি খুব শিগগিরি মুক্তি দেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

মেজর ডালিম চরিত্রে মাজনুন মিজান

বিনোদন প্রতিবেদক |

image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাত থেকে শুরু করে ১৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত কী ঘটেছিল তাই নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এই ছবিতে মেজর ডালিম চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের অনেকেই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোর রাত থেকে ১৬ আগস্ট বঙ্গবন্ধুর মরদেহ দাফন পর্যন্ত কি হয়েছে, তা আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানেন না। আমার বিশ্বাস এই চলচ্চিত্রটি দেখলে, সেই সময়ে কি ঘটেছিল তা বোঝা যাবে।’ মেজর ডালিম চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে মেজর ডালিম ঘৃণিত এই চরিত্র। ১৯৭৫ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) বাংলাদেশে বেতারে নিজেই হত্যার সঙ্গে জড়িত থাকার ঘোষণা দেন। প্রথমে যখন আমাকে এই চরিত্রে অভিনয়ের জন্য বলা হয়েছিল, তখন এমন ঘৃণিত চরিত্রে অভিনয় করতে চাইনি। পরে যখন মনে হলে, আমি একজন অভিনেতা, আমার নিজেরও দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা আছে, তখন আমি চরিত্রটি করতে রাজি হয়। চরিত্রটি করতে আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে।’ ‘আগস্ট ১৯৭৫’ পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান। ছবির আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিুয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন ও মাজনুন মিজানসহ অনেকে। পরিচালক জানিয়েছেন ছবিটি খুব শিগগিরি মুক্তি দেওয়া হবে।