দুই জেলায় নতুন শনাক্ত ১৪

পঞ্চগড়ে ৯

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯২ জন। এ পর্যন্ত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫২০ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনায় আক্রান্ত হওয়া ৯ জনের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

কিশোরগঞ্জে ৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শনিবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুর মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ১৪০টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর, পাকুন্দিয়া, কটিয়াদী, ভৈরব ও অষ্টগ্রাম উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো এক করোনা রোগীর নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৩৪টি নমুনা। আজ সুস্থ হওয়া ৭ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন আর বাজিতপুরে ২ জন। জেলায় শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২,৭০৬ জন, মারা গেছেন ৪৭ জন, সুস্থ হয়েছেন ২,৫২৯ জন।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

দুই জেলায় নতুন শনাক্ত ১৪

পঞ্চগড়ে ৯

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯২ জন। এ পর্যন্ত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫২০ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনায় আক্রান্ত হওয়া ৯ জনের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

কিশোরগঞ্জে ৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শনিবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুর মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ১৪০টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর, পাকুন্দিয়া, কটিয়াদী, ভৈরব ও অষ্টগ্রাম উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো এক করোনা রোগীর নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৩৪টি নমুনা। আজ সুস্থ হওয়া ৭ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন আর বাজিতপুরে ২ জন। জেলায় শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২,৭০৬ জন, মারা গেছেন ৪৭ জন, সুস্থ হয়েছেন ২,৫২৯ জন।