বাঁশখালীতে অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রতœপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক অবৈধ ইট ভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ওই ইটভাটার জব্দকৃত মালামাল ২ লক্ষ ১৬ হাজার ৩শ’ টাকায় নিলামে দেয়া হয়। গতকাল দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের (এডি) আফজারুল ইসলাম। এ সময় ওই ইট ভাটাকে স্থায়ীভাবে বন্ধেরও নির্দেশ প্রদান করা হয় এবং ইট ভাটার সমস্ত মালামাল জব্দ করে নিলাম দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাহারছড়ার রতœপুর এলাকার অবৈধ ভাবে গড়ে তোলা ইটভাটাকে জরিমানা করা হয়েছে।’

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

বাঁশখালীতে অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রতœপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক অবৈধ ইট ভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ওই ইটভাটার জব্দকৃত মালামাল ২ লক্ষ ১৬ হাজার ৩শ’ টাকায় নিলামে দেয়া হয়। গতকাল দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের (এডি) আফজারুল ইসলাম। এ সময় ওই ইট ভাটাকে স্থায়ীভাবে বন্ধেরও নির্দেশ প্রদান করা হয় এবং ইট ভাটার সমস্ত মালামাল জব্দ করে নিলাম দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাহারছড়ার রতœপুর এলাকার অবৈধ ভাবে গড়ে তোলা ইটভাটাকে জরিমানা করা হয়েছে।’