দেশে করোনায়

২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ১১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন সাত হাজার ৩৯৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন পাঁচ লাখ সাত হাজার ২৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ১১৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৪৮ হাজার ৮০৩ জন। গতকাল করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে ১১৪টি আরটি-পিসিআর, ২০টি জিন-এক্সপার্ট মেশিন এবং ২৯টি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগারসহ মোট ১৬৩টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫১০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৯৫টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ দুই হাজার ৩৬৬টি এবং বেসরকারি ব্যবস্থপনায় পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ৪৬ হাজার ৯৮২টি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আট দশমিক ৪৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৬ শতাংশ। মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ছয় জন। এখন পর্যন্ত সরকারি হিসাবে পুরুষ মারা গেলেন পাঁচ হাজার ৬৩৬ জন, নারী মারা গেছেন এক হাজার ৭৬২ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ১৮ শতাংশ, আর নারী ২৩ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৯ জন এবং বাড়িতে মারা গেছেন একজন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১২ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, খুলনা ও রংপুর বিভাগে দুই জন করে এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন একজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ১১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ৬০৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৬ জন, রংপুর বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, সিলেট বিভাগে ৪৩ জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন চার জন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৬০৯ জন, ছাড়া পেয়েছেন ৬২৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৬৭২ জন, ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৬১ হাজার ৩৬২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৩১০ জন। একই সময়ে আইসোলেশনে নতুন করে যুক্ত হয়েছেন ১৪০ জন, ছাড়া পেয়েছেন ১৬১ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৫ হাজার ৬৪৯ জন, ছাড়া পেয়েছেন ৮৩ হাজার ৭৭৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৮৭০ জন।

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ , ১০ অগ্রহায়ণ ১৪২৭, ১০ রবিউস সানি ১৪৪২

দেশে করোনায়

২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ১১৬৩

নিজস্ব বার্তা পরিবেশক |

image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন সাত হাজার ৩৯৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন পাঁচ লাখ সাত হাজার ২৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ১১৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৪৮ হাজার ৮০৩ জন। গতকাল করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে ১১৪টি আরটি-পিসিআর, ২০টি জিন-এক্সপার্ট মেশিন এবং ২৯টি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগারসহ মোট ১৬৩টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫১০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৯৫টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ দুই হাজার ৩৬৬টি এবং বেসরকারি ব্যবস্থপনায় পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ৪৬ হাজার ৯৮২টি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আট দশমিক ৪৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৬ শতাংশ। মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ছয় জন। এখন পর্যন্ত সরকারি হিসাবে পুরুষ মারা গেলেন পাঁচ হাজার ৬৩৬ জন, নারী মারা গেছেন এক হাজার ৭৬২ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ১৮ শতাংশ, আর নারী ২৩ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৯ জন এবং বাড়িতে মারা গেছেন একজন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১২ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, খুলনা ও রংপুর বিভাগে দুই জন করে এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন একজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ১১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ৬০৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৬ জন, রংপুর বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, সিলেট বিভাগে ৪৩ জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন চার জন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৬০৯ জন, ছাড়া পেয়েছেন ৬২৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৬৭২ জন, ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৬১ হাজার ৩৬২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৩১০ জন। একই সময়ে আইসোলেশনে নতুন করে যুক্ত হয়েছেন ১৪০ জন, ছাড়া পেয়েছেন ১৬১ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৫ হাজার ৬৪৯ জন, ছাড়া পেয়েছেন ৮৩ হাজার ৭৭৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৮৭০ জন।