নির্বাচন-পূর্ব সহিংসতায় নিহত ১

কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি ও তার সমর্থকদের বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সোহেল সরকার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ৫ জন।

আহতদের মধ্যে দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ত্রিমোহনী বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, রাতে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমোহনী বটতলা মোড়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে আচমকা পাখি ও তার ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় সোহেল বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবি ও তার লোকজন। ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল।

হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্তাফিজুর রহমান।

কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান পাখি বলেন, রবি ও তার লোকজন আমার ভাই ও সমর্থকদের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। সোহেলকে সে ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি বলেন, আমি ও আমার লোকজন এ ঘটনায় জড়িত নই। সোহেল আমার বন্ধু। ঘটনার সময় সে সেখানে থাকলেও তার ওপর হামলা হয়নি। পাখির লোকজন আমাকে আটকানোর চেষ্টা করলে এ সংঘর্ষ হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে ধস্তাধস্তির সময় হার্ট অ্যাটাক করে একজন মারা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে মামলা হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

আরও খবর
খন্দকার মুনীরুজ্জামান ছিলেন অসাম্প্রদায়িক আদর্শে সমাজ গড়ার স্বপ্নদ্রষ্টা
প্রধানমন্ত্রী ‘ধ্রুবতারা’ উদ্বোধন করবেন আজ
ডেঙ্গুজ্বরে আক্রান্তের হার কমছে
বাংলা একাডেমি ফেলোশিপ পেলেন ৭ বিশিষ্ট ব্যক্তি
কবি সৈয়দ শামসুল হকের জন্মদিন আজ
জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা
অভিনেতা আবদুল কাদেরের মৃত্যু
আ’লীগের নেতৃত্বে থাকবেন ত্যাগীরাই তথ্যমন্ত্রী
পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে সরকার : ড. রাজ্জাক
তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা
ডিএমপির ২২ পরিদর্শকের বদলি
সব অবৈধ স্থাপনা দু’দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ চসিকের
দেশের ৯০ ভাগ মানুষের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই জি.এম কাদের

রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ , ১২ পৌষ ১৪২৭, ১১ জমাদিউল আউয়াল ১৪৪২

কুষ্টিয়ায়

নির্বাচন-পূর্ব সহিংসতায় নিহত ১

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি ও তার সমর্থকদের বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সোহেল সরকার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ৫ জন।

আহতদের মধ্যে দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ত্রিমোহনী বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, রাতে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমোহনী বটতলা মোড়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে আচমকা পাখি ও তার ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় সোহেল বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবি ও তার লোকজন। ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল।

হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্তাফিজুর রহমান।

কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান পাখি বলেন, রবি ও তার লোকজন আমার ভাই ও সমর্থকদের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। সোহেলকে সে ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি বলেন, আমি ও আমার লোকজন এ ঘটনায় জড়িত নই। সোহেল আমার বন্ধু। ঘটনার সময় সে সেখানে থাকলেও তার ওপর হামলা হয়নি। পাখির লোকজন আমাকে আটকানোর চেষ্টা করলে এ সংঘর্ষ হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে ধস্তাধস্তির সময় হার্ট অ্যাটাক করে একজন মারা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে মামলা হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।