৩ জেলায় ৩ মরদেহ উদ্ধার

বরিশাল

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

মুরগি ঘরে ঢোকা নিয়ে বিরোধের জেরে ভাসুরের মারধরে প্রাণ গেল গৃহবধূ নাসিমা বেগমের (৪৫)। এ ঘটনায় আহত হয়ে তার স্বামী ইহসান শরীফ বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন আছেন। নাসিমা বেগম গত শনিবর রাত ৮টায় বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার আগে গত বুধবার ভাসুর সুলতান শরীফের মারধরে আহত হন নাসিমা বেগম ও তার স্বামী ইহসান শরীফ। তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত নাসিমা বেগমের ভাই মো. রিয়াজ। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাতক্ষীরা

প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় মাছের ঘের থেকে গত রোববার সকালে রিংকু মল্লিক (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মজুমদারের খালের পাশে একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিংকু মল্লিক ওই এলাকার জব্বার মল্লিকের ছেলে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, তার পরিবারের দেয়া তথ্যমতে রিংকু মল্লিক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। সপ্তাহখানেক আগে রিংকু বাড়ি থেকে নিখোঁজ হন। কিভাবে রিংকুর মৃত্যু হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।

মধুপুর

জেলা বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুর বন থেকে গত রোববার মিজানুর রহমান (৫০)নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিজানুর উপজেলার দানবগন্ডা এলাকার ইউনুস মৌলভীর ছেলে। উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গেচুয়া বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মধুপুর থানার (এসআই) আব্দুস ছামাদ বলেন, মিজানুরের লাশ বনের ভেতরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার, ০৫ জানুয়ারী ২০২১ , ২১ পৌষ ১৪২৭, ২০ জমাদিউল আউয়াল ১৪৪২

৩ জেলায় ৩ মরদেহ উদ্ধার

বরিশাল

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

মুরগি ঘরে ঢোকা নিয়ে বিরোধের জেরে ভাসুরের মারধরে প্রাণ গেল গৃহবধূ নাসিমা বেগমের (৪৫)। এ ঘটনায় আহত হয়ে তার স্বামী ইহসান শরীফ বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন আছেন। নাসিমা বেগম গত শনিবর রাত ৮টায় বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার আগে গত বুধবার ভাসুর সুলতান শরীফের মারধরে আহত হন নাসিমা বেগম ও তার স্বামী ইহসান শরীফ। তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত নাসিমা বেগমের ভাই মো. রিয়াজ। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাতক্ষীরা

প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় মাছের ঘের থেকে গত রোববার সকালে রিংকু মল্লিক (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মজুমদারের খালের পাশে একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিংকু মল্লিক ওই এলাকার জব্বার মল্লিকের ছেলে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, তার পরিবারের দেয়া তথ্যমতে রিংকু মল্লিক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। সপ্তাহখানেক আগে রিংকু বাড়ি থেকে নিখোঁজ হন। কিভাবে রিংকুর মৃত্যু হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।

মধুপুর

জেলা বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুর বন থেকে গত রোববার মিজানুর রহমান (৫০)নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিজানুর উপজেলার দানবগন্ডা এলাকার ইউনুস মৌলভীর ছেলে। উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গেচুয়া বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মধুপুর থানার (এসআই) আব্দুস ছামাদ বলেন, মিজানুরের লাশ বনের ভেতরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।