সান্তাহার স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা অকেজো

উত্তরাঞ্চলের প্রাচীনতম আদমদীঘির সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় সম্প্রতি পুরো স্টেশনটিকে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়। পুরো স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে ১৯টি সিসি ক্যামেরা বসানো হয়। বর্তমানে ১২টি ক্যামেরা সচল থাকলেও অবশিষ্ট ৭টি সিসি ক্যামেরা প্রায় ২ সপ্তাহ যাবত অকেজো বা অচল রয়েছে। অচল সিসি ক্যামেরাগুলো মেরামত কিংবা সচল করার উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে প্লাটফর্মে নানা অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে রয়ে যাচ্ছে। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে গড়ে ৩৫টি ব্রড ও মিটার গেইজ ট্রেন দেশের বিভিন্ন স্থানে চলাচল ও শতশত যাত্রী যাতায়াত করে থাকেন। স্টেশনে জনবল সঙ্কট রয়েছে। অচল সিসি ক্যামেরাগুলো সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানানো হয়েছে।

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

সান্তাহার স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা অকেজো

প্রতিনিধি, বগুড়া

উত্তরাঞ্চলের প্রাচীনতম আদমদীঘির সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় সম্প্রতি পুরো স্টেশনটিকে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়। পুরো স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে ১৯টি সিসি ক্যামেরা বসানো হয়। বর্তমানে ১২টি ক্যামেরা সচল থাকলেও অবশিষ্ট ৭টি সিসি ক্যামেরা প্রায় ২ সপ্তাহ যাবত অকেজো বা অচল রয়েছে। অচল সিসি ক্যামেরাগুলো মেরামত কিংবা সচল করার উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে প্লাটফর্মে নানা অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে রয়ে যাচ্ছে। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে গড়ে ৩৫টি ব্রড ও মিটার গেইজ ট্রেন দেশের বিভিন্ন স্থানে চলাচল ও শতশত যাত্রী যাতায়াত করে থাকেন। স্টেশনে জনবল সঙ্কট রয়েছে। অচল সিসি ক্যামেরাগুলো সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানানো হয়েছে।