রংপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

দীর্ঘ ১২ বছর পর রংপুরে শিশু ধর্ষণ মামলায় আউনুল হক নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ রাত ৮ টার দিকে রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকার ১৩ বছর বয়সী শিশু কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির অদূরে বাঁশঝাড়ের কাছে গেলে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে আইনুলকে আটক করে।

কিন্তু তার স্বজনরা হামলা চালিয়ে আইনুলকে ছিনিয়ে নিয়ে যায়। গুরতর অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অধিক রক্তক্ষরণে শিশুটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে পৌঁছেছিল। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

মামলায় বাদী পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। সরকার পক্ষে আইনজীবী রফিক হাসনাইন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, আসামি একটি শিশুর ওপর পাশবিক নির্যাতন করেছেন। বিচারক তার দেয়া রায়ে এ ঘটনাকে জঘন্যতম ঘটনা বলে অভিহিত করেছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আবদুল হক প্রমাণিক বলেছেন তারা ন্যায়বিচার পাননি, উচ্চ আদালতে আপিল করবেন।

আরও খবর
গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানো বন্ধে অভিযান চালান
করোনায় দেশের অর্থনীতির চাকা সচল বিশ্বে অনন্য উদাহরণ সরকারি দল
বিএনপি টিকা ব্যবস্থাপনা নিয়েও অপপ্রচার চালাচ্ছে কাদের
টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা বৃদ্ধির সুপারিশ
করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিল স্বাস্থ্য মন্ত্রণালয়
মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী আজ
পর্দা নামলো ‘উনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের’
জেল সুপার রত্মা রায় ও জেলার নূর মোহাম্মদকে প্রত্যাহার
ভারতে পাচার করে দেয়া যুবকের পরিবারের কাছে মুক্তিপণ দাবি
বেড়েছে জরিমানার অঙ্ক, কমেনি দুর্ঘটনা
মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া সবচেয়ে বড় দুর্নীতি মির্জা ফখরুল
বিসিআইসি’র চেয়ারম্যান হলেন এহছানে এলাহী
ঘন কুয়াশায় ফের ১২ ঘণ্টা ফেরি বন্ধ ছিল
দৈনিক সংবাদে কোন সংবাদদাতা নিয়োগ করা হচ্ছে না

সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ , ১১ মাঘ ১৪২৭, ১১ জমাদিউস সানি ১৪৪২

১২ বছর পর রায়

রংপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

দীর্ঘ ১২ বছর পর রংপুরে শিশু ধর্ষণ মামলায় আউনুল হক নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ রাত ৮ টার দিকে রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকার ১৩ বছর বয়সী শিশু কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির অদূরে বাঁশঝাড়ের কাছে গেলে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে আইনুলকে আটক করে।

কিন্তু তার স্বজনরা হামলা চালিয়ে আইনুলকে ছিনিয়ে নিয়ে যায়। গুরতর অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অধিক রক্তক্ষরণে শিশুটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে পৌঁছেছিল। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

মামলায় বাদী পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। সরকার পক্ষে আইনজীবী রফিক হাসনাইন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, আসামি একটি শিশুর ওপর পাশবিক নির্যাতন করেছেন। বিচারক তার দেয়া রায়ে এ ঘটনাকে জঘন্যতম ঘটনা বলে অভিহিত করেছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আবদুল হক প্রমাণিক বলেছেন তারা ন্যায়বিচার পাননি, উচ্চ আদালতে আপিল করবেন।