পিকে হালদারের পাঁচ সহযোগীর বিরুদ্ধে মামলা

অনন্দিতাকে জিজ্ঞাসাবাদ

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কানাডায় পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের পাঁচ সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। গতকাল মামলার তথ্য প্রকাশ করে দুদক।

দুদক সূত্র জানায়, গত সোমবারের মামলায় পিকের সহযোগী সুকুমার মৃধা, তার মেয়ে পিকের বান্ধবী অনন্দিতা মৃধা, তাপসী রানী শিকদার, অসীম কুমার মিস্ত্রি, স্বপন কুমার মিস্ত্রিকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে গত ২১ জানুয়ারি পিকের বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে সুকুমার মৃধা ও তার মেয়ে অনন্দিতা মৃধাকে গ্রেপ্তার দেখায় দুদক। গত সোমবার গ্রেপ্তার করা হয় অসীম কুমার মিস্ত্রিকে। দুদক সূত্র জানায়, দুদকের সোমবারের মামলায় পিকের সহকারী অসীম কুমার মিস্ত্রির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আসামি অসীমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন তিন দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে দেশে-বিদেশে অবৈধ পন্থায় নিজ নামে ও অন্যদের নামে-বেনামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ৭০ লাখ ৮ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ-দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন। অভিযোগে আরও বলা হয়, অবৈধ অর্জিত অর্থ বিভিন্ন অবৈধ মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে পাচার করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২), ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে।

অনন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদ

এদিকে পিকে হালদারের ‘অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের’ মামলায় গ্রেপ্তার তার সহযোগী ও বান্ধবী অনিন্দিতা মৃধাকে তিন দিনের হেফাজতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে কাশিমপুর কারাগার থেকে তাকে দুদকের প্রধান কার্যালয়ে আনার পর কমিশনের উপপরিচালক মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে অনিন্দিতাকে রমনা থানার হাজতখানায় রাখা হয়েছে। আজ বুধবার সকাল থেকে অনিন্দিতা মৃধার দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু হবে।

বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ , ২৭ মাঘ ১৪২৭, ২৭ জমাদিউস সানি ১৪৪২

পিকে হালদারের পাঁচ সহযোগীর বিরুদ্ধে মামলা

অনন্দিতাকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব বার্তা পরিবেশক |

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কানাডায় পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের পাঁচ সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। গতকাল মামলার তথ্য প্রকাশ করে দুদক।

দুদক সূত্র জানায়, গত সোমবারের মামলায় পিকের সহযোগী সুকুমার মৃধা, তার মেয়ে পিকের বান্ধবী অনন্দিতা মৃধা, তাপসী রানী শিকদার, অসীম কুমার মিস্ত্রি, স্বপন কুমার মিস্ত্রিকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে গত ২১ জানুয়ারি পিকের বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে সুকুমার মৃধা ও তার মেয়ে অনন্দিতা মৃধাকে গ্রেপ্তার দেখায় দুদক। গত সোমবার গ্রেপ্তার করা হয় অসীম কুমার মিস্ত্রিকে। দুদক সূত্র জানায়, দুদকের সোমবারের মামলায় পিকের সহকারী অসীম কুমার মিস্ত্রির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আসামি অসীমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন তিন দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে দেশে-বিদেশে অবৈধ পন্থায় নিজ নামে ও অন্যদের নামে-বেনামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ৭০ লাখ ৮ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ-দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন। অভিযোগে আরও বলা হয়, অবৈধ অর্জিত অর্থ বিভিন্ন অবৈধ মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে পাচার করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২), ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে।

অনন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদ

এদিকে পিকে হালদারের ‘অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের’ মামলায় গ্রেপ্তার তার সহযোগী ও বান্ধবী অনিন্দিতা মৃধাকে তিন দিনের হেফাজতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে কাশিমপুর কারাগার থেকে তাকে দুদকের প্রধান কার্যালয়ে আনার পর কমিশনের উপপরিচালক মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে অনিন্দিতাকে রমনা থানার হাজতখানায় রাখা হয়েছে। আজ বুধবার সকাল থেকে অনিন্দিতা মৃধার দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু হবে।