যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকেন্দ্রে গুলিতে নিহত ১ : আহত ৪

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্বাস্থ্যকেন্দ্রে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৫ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। এপি

৬৭ বছরের এক বৃদ্ধ এ হামলা চালিয়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঠিক কি কারণে তিনি গুলি চালিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক পাওয়া গেছে।

মিনেসোটার বাফেলো অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র অ্যালিনা হেলথকেয়ার ক্লিনিক। প্রতিদিনের মতোই সেখানে এসেছিলেন বেশ কিছু অসুস্থ রোগী। আচমকাই সেখানে এক ব্যক্তি গুলি ছুড়তে শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। ঘটনাস্থলে ৫ জন গুলিবিদ্ধ হন। ১ জনের মৃত্যু হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তিই ওই ঘটনার সঙ্গে যুক্ত বলে তাদের ধারণা। বন্দুকধারী ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। বাফেলোর বাসিন্দা ৬৭ বছরের গ্রেগোরি উলরিখ এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকেন্দ্রে গুলিতে নিহত ১ : আহত ৪

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্বাস্থ্যকেন্দ্রে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৫ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। এপি

৬৭ বছরের এক বৃদ্ধ এ হামলা চালিয়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঠিক কি কারণে তিনি গুলি চালিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক পাওয়া গেছে।

মিনেসোটার বাফেলো অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র অ্যালিনা হেলথকেয়ার ক্লিনিক। প্রতিদিনের মতোই সেখানে এসেছিলেন বেশ কিছু অসুস্থ রোগী। আচমকাই সেখানে এক ব্যক্তি গুলি ছুড়তে শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। ঘটনাস্থলে ৫ জন গুলিবিদ্ধ হন। ১ জনের মৃত্যু হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তিই ওই ঘটনার সঙ্গে যুক্ত বলে তাদের ধারণা। বন্দুকধারী ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। বাফেলোর বাসিন্দা ৬৭ বছরের গ্রেগোরি উলরিখ এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।