কুয়াকাটায় ৪ কোটি ফ্যাইসা রেনু জব্দ : আটক ৪

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ প্রায় ৪ কোটি ফাইস্যা রেনু, ২০ হাজার মিটার রেনু ধরা জাল, একটি ডিঙ্গি নৌকা ও ৪ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ। জব্দকৃত মাছের মাছের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। গত বৃহস্পতিবার দুপুরে চর বিজয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডলের নির্দেশক্রমে এসব মাছ বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই কামরুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা।

শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ , ৩০ মাঘ ১৪২৭, ৩০ জমাদিউস সানি ১৪৪২

কুয়াকাটায় ৪ কোটি ফ্যাইসা রেনু জব্দ : আটক ৪

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ প্রায় ৪ কোটি ফাইস্যা রেনু, ২০ হাজার মিটার রেনু ধরা জাল, একটি ডিঙ্গি নৌকা ও ৪ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ। জব্দকৃত মাছের মাছের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। গত বৃহস্পতিবার দুপুরে চর বিজয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডলের নির্দেশক্রমে এসব মাছ বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই কামরুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা।