মেক্সিকোতে অপেক্ষমাণ অভিবাসীদের গ্রহণ করবে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকোতে অপেক্ষমাণ কয়েক হাজার অভিবাসীকে গ্রহণ করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। আগামী সপ্তাহ থেকে অপেক্ষমাণ প্রায় ২৫ হাজার অভিবাসীকে কয়েক ধাপে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। বিবিসির খবরে বলা হয়েছে, এসব অভিবাসীদের নিবন্ধন ও করোনায় পরীক্ষায় পাস করতে হবে। এরপর তাদের তিনটি বর্ডার ক্রসিংয়ের একটি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে সমালোচিত নীতিগুলোর একটি ছিল অভিবাসীদের মেক্সিকোতে আটকানো। জো বাইডেন এই নীতি বাতিল করে অভিবাসীদের প্রবেশের সুযোগ করে দিলেন। ২০১৯ সালে দ্য মাইগ্রেন্ট প্রটেকশন প্রটোকল কর্মসূচি চালু করা হয়। এর ফলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানো ও মেক্সিকো সীমান্তে অপেক্ষমান রাখা হয়। যুক্তরাষ্ট্রে শরণার্থী আবেদনের শুনানি চললেও তাদেরকে অবস্থান করতে হতো মেক্সিকো সীমান্তে। কিন্তু গত বছর নির্বাচনে জয়ী হওয়া জো বাইডেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই নীতি বাতিল করেন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটির প্রধান আলেহান্দ্রো মায়োরকাস বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যেমনটি স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র সরকার নিরাপদম সুশৃঙ্খল ও মানবিক অভিবাসন ব্যবস্থা পুনরায় গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, সর্বশেষ উদ্যোগটি হলো অভিবাসন নীতি সংস্কারে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি পদক্ষেপ।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

মেক্সিকোতে অপেক্ষমাণ অভিবাসীদের গ্রহণ করবে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকোতে অপেক্ষমাণ কয়েক হাজার অভিবাসীকে গ্রহণ করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। আগামী সপ্তাহ থেকে অপেক্ষমাণ প্রায় ২৫ হাজার অভিবাসীকে কয়েক ধাপে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। বিবিসির খবরে বলা হয়েছে, এসব অভিবাসীদের নিবন্ধন ও করোনায় পরীক্ষায় পাস করতে হবে। এরপর তাদের তিনটি বর্ডার ক্রসিংয়ের একটি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে সমালোচিত নীতিগুলোর একটি ছিল অভিবাসীদের মেক্সিকোতে আটকানো। জো বাইডেন এই নীতি বাতিল করে অভিবাসীদের প্রবেশের সুযোগ করে দিলেন। ২০১৯ সালে দ্য মাইগ্রেন্ট প্রটেকশন প্রটোকল কর্মসূচি চালু করা হয়। এর ফলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানো ও মেক্সিকো সীমান্তে অপেক্ষমান রাখা হয়। যুক্তরাষ্ট্রে শরণার্থী আবেদনের শুনানি চললেও তাদেরকে অবস্থান করতে হতো মেক্সিকো সীমান্তে। কিন্তু গত বছর নির্বাচনে জয়ী হওয়া জো বাইডেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই নীতি বাতিল করেন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটির প্রধান আলেহান্দ্রো মায়োরকাস বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যেমনটি স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র সরকার নিরাপদম সুশৃঙ্খল ও মানবিক অভিবাসন ব্যবস্থা পুনরায় গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, সর্বশেষ উদ্যোগটি হলো অভিবাসন নীতি সংস্কারে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি পদক্ষেপ।