আধিপত্য বিবাদে ডাক্তার নিহত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন পল্লী দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম ছিলারচরে এ ঘটনা ঘটে। নিহত সায়েদ ভূঁইয়া (৩৮) একই এলাকার সোবাহান ভূঁইয়ার ছেলে। নিহত সায়েদ ভূইয়া পেশায় একজন পল্লী দন্ত চিকিৎসক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে ওই এলাকার ফেরদৌস তালুকদার ও রহমান মৃধার সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৩ জন। তাদের মধ্যে সায়েদ ভূঁইয়াকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে মারা যান সায়েদ।

সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ , ৯ ফাল্গুন ১৪২৭ ৯ রজব ১৪৪২

আধিপত্য বিবাদে ডাক্তার নিহত

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন পল্লী দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম ছিলারচরে এ ঘটনা ঘটে। নিহত সায়েদ ভূঁইয়া (৩৮) একই এলাকার সোবাহান ভূঁইয়ার ছেলে। নিহত সায়েদ ভূইয়া পেশায় একজন পল্লী দন্ত চিকিৎসক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে ওই এলাকার ফেরদৌস তালুকদার ও রহমান মৃধার সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৩ জন। তাদের মধ্যে সায়েদ ভূঁইয়াকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে মারা যান সায়েদ।