অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ

৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের বিভাগীয় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আয়োজনের মাধ্যমে কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী। ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব জনাব আবদুর রউফ তালুকদার। অর্থ বিভাগের সিনিয়র সচিব জনাব আবদুর রউফ তালুকদার তার বক্তব্যে সদ্যনিয়োগ প্রাপ্ত ৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘তিনি দুটো জিনিস চান প্রথমটি সার্ভিস ডেলিভারি। দ্বিতীয় এই সার্ভিসটি কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় এবং সেই লক্ষ্যে নিজেদের তৈরি করতে হবে।’

মাননীয় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী তার বক্তব্যে সদ্যনিয়োগ প্রাপ্ত ৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘যারা বিসিএস এর মতো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় উর্ত্তীণ হয়ে অডিট ডিপার্টমেন্টে যোগদান করেছেন তাদের মেধা ও যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই। তবে ফিমার প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই তাদের মেধার যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে ফিমার পরিচালক প্রশিক্ষণ মোছা. মাহবুবা বেগম স্বাগত বক্তব্য রাখেন। ৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব নাসরিন সুলতানা প্রমা। প্রধান অতিথি ও গেস্ট অব অনারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফিমার মহাপরিচালক জনাব ফাহমিদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ফিমার ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ০৮ মার্চ ২০২১ , ২৩ ফাল্গুন ১৪২৭ ২৩ রজব ১৪৪২

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের বিভাগীয় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আয়োজনের মাধ্যমে কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী। ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব জনাব আবদুর রউফ তালুকদার। অর্থ বিভাগের সিনিয়র সচিব জনাব আবদুর রউফ তালুকদার তার বক্তব্যে সদ্যনিয়োগ প্রাপ্ত ৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘তিনি দুটো জিনিস চান প্রথমটি সার্ভিস ডেলিভারি। দ্বিতীয় এই সার্ভিসটি কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় এবং সেই লক্ষ্যে নিজেদের তৈরি করতে হবে।’

মাননীয় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী তার বক্তব্যে সদ্যনিয়োগ প্রাপ্ত ৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘যারা বিসিএস এর মতো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় উর্ত্তীণ হয়ে অডিট ডিপার্টমেন্টে যোগদান করেছেন তাদের মেধা ও যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই। তবে ফিমার প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই তাদের মেধার যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে ফিমার পরিচালক প্রশিক্ষণ মোছা. মাহবুবা বেগম স্বাগত বক্তব্য রাখেন। ৩৮তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব নাসরিন সুলতানা প্রমা। প্রধান অতিথি ও গেস্ট অব অনারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফিমার মহাপরিচালক জনাব ফাহমিদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ফিমার ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।