প্রবাসীর স্ত্রীকে নিয়ে হেফাজত নেতা উধাও

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় প্রবাসীর স্ত্রী নিয়ে হেফাজত নেতা উধাও হয়ে আত্মগোপনে চলে গেছে। জেলার রামগড়ে প্রবাসীর সুন্দরী স্ত্রী নিয়ে পালিয়েছেন ২ সন্তানের জনক মাওলানা নাছির (৪০) নামের এক হেফাজত নেতা।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বলিপাড়া মাদ্রাসার সাবেক সহকারী মোহতামিম, রামগড়ের বৈদ্যপাড়া মসজিদ খতিব, সোনাইপুল কোরআন প্রচার সংস্থার প্রধান উপদেষ্টা, বলিটিলা মাদ্রাসার উপদেষ্টা ও ইয়াহিয়া ফাউন্ডেশনের রামগড়ের সমন্বয়ক।

তার বাড়ি ফটিকছড়ি উপজেলার বাগানবাজারস্থ পুরান রামগড় এলাকায়। তিনি ২ সন্তানের জনক এবং বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্ব¡া।

ঘটনা বিবরণে জানা যায়, দীর্ঘদিন পরকিয়া সম্পর্কের জের ধরে গত ২৪ মে মাওলানা নাছির রামগড়ের বলিপাড়ার সৌদি প্রবাসী মো. ডালিমের স্ত্রী শিরিনা আক্তারকে(২৭) নিয়ে পালিয়ে যান। শিরিনাও ২ সন্তানের জননী।

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৪ শাওয়াল ১৪৪২

খাগড়াছড়িতে

প্রবাসীর স্ত্রীকে নিয়ে হেফাজত নেতা উধাও

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় প্রবাসীর স্ত্রী নিয়ে হেফাজত নেতা উধাও হয়ে আত্মগোপনে চলে গেছে। জেলার রামগড়ে প্রবাসীর সুন্দরী স্ত্রী নিয়ে পালিয়েছেন ২ সন্তানের জনক মাওলানা নাছির (৪০) নামের এক হেফাজত নেতা।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বলিপাড়া মাদ্রাসার সাবেক সহকারী মোহতামিম, রামগড়ের বৈদ্যপাড়া মসজিদ খতিব, সোনাইপুল কোরআন প্রচার সংস্থার প্রধান উপদেষ্টা, বলিটিলা মাদ্রাসার উপদেষ্টা ও ইয়াহিয়া ফাউন্ডেশনের রামগড়ের সমন্বয়ক।

তার বাড়ি ফটিকছড়ি উপজেলার বাগানবাজারস্থ পুরান রামগড় এলাকায়। তিনি ২ সন্তানের জনক এবং বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্ব¡া।

ঘটনা বিবরণে জানা যায়, দীর্ঘদিন পরকিয়া সম্পর্কের জের ধরে গত ২৪ মে মাওলানা নাছির রামগড়ের বলিপাড়ার সৌদি প্রবাসী মো. ডালিমের স্ত্রী শিরিনা আক্তারকে(২৭) নিয়ে পালিয়ে যান। শিরিনাও ২ সন্তানের জননী।