বয়লার বিস্ফোরণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায় গত রোববার সকালে তালোড়া-কুন্দগ্রাম সড়কের পার্শ্বে টেলিফোন এক্সচেঞ্জের পেছনে সাইফুল ইসলামের মালিকানাধীন মেসার্স সিদ্দিকুর রাইচমিলের চাতালের বয়লার(চুল্লি) বিস্ফোরণ হয়েছে।

এতে লালন হোসেন(৪০) নামের এক শ্রমিক আহত হয়েছে । আহত লালন তালোড়া পৌর এলাকার দুবড়া মহল্লার মৃত তফিজ উদ্দিন প্রামানিকের ছেলে। জানা যায়, ঘটনারদিন সকালে লালন সহ ৩ জন শ্রমিক উক্ত চাতালে ধান সিদ্ধর কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে ড্রামের বয়লার বিস্ফোরিত হয়। এতে লালন বয়লারে থাকা গরম পানি ও ইটের আঘাতে দগ্ধসহ মারাত্মক আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসাপাতালে ভর্তি করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, চাতাল মালিকের গাফিলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ , ২৯ আষাঢ় ১৪২৮ ২ জিলহজ্জ ১৪৪২

বয়লার বিস্ফোরণ

প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া)

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায় গত রোববার সকালে তালোড়া-কুন্দগ্রাম সড়কের পার্শ্বে টেলিফোন এক্সচেঞ্জের পেছনে সাইফুল ইসলামের মালিকানাধীন মেসার্স সিদ্দিকুর রাইচমিলের চাতালের বয়লার(চুল্লি) বিস্ফোরণ হয়েছে।

এতে লালন হোসেন(৪০) নামের এক শ্রমিক আহত হয়েছে । আহত লালন তালোড়া পৌর এলাকার দুবড়া মহল্লার মৃত তফিজ উদ্দিন প্রামানিকের ছেলে। জানা যায়, ঘটনারদিন সকালে লালন সহ ৩ জন শ্রমিক উক্ত চাতালে ধান সিদ্ধর কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে ড্রামের বয়লার বিস্ফোরিত হয়। এতে লালন বয়লারে থাকা গরম পানি ও ইটের আঘাতে দগ্ধসহ মারাত্মক আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসাপাতালে ভর্তি করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, চাতাল মালিকের গাফিলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।