জিতুর আগ্রহ ভালো স্ক্রিপ্টে

অনিমেষ আইচ রচিত ও পরিচালিত ‘এখানে কেউ থাকে না’। কিছুদিন আগেই বিটিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে। এতে প্রতাপ চরিত্রে অভিনয় করছেন জিতু আহসান। জিতু আহসান বলেন, ‘অভিনয় আমার কাছে নেশা, ধ্যান। আমি অভিনয়টাকে আরাধনা করি। আক্ষরিক অর্থেই মন থেকে আমি বলছি, কোন স্ক্রিপ্ট আমার পছন্দ না হলে আমি অভিনয় করি না। কারণ আমার কাছে মনে হয় যেটা আমার হৃদয়কেই স্পর্শ করেনি, তা দর্শকের হৃদয়কে কীভাবে স্পর্শ করবে। আমি কাউকে আঘাত দিয়ে বা ছোট করে বলছি না। আমি শুধু আমার অভিমতটা প্রকাশ করছি।’ জিতু আহসান ‘এখানে কেউ থাকে না’ নাটকের আগে সর্বশেষ বিটিভিরই বদরুল আনাম সৌদ পরিচালিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে অভিনয় করেন। ১৯৮২ সালে সেই ছোট্টবলোয় তিনি প্রথম মামুনুর রশীদের রচনায় ও মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় ‘একটি সেতুর গল্প’ নাটকে অভিনয় করেন। পরিণত বয়সে তার প্রথম নাটক সৈয়দ সিদ্দিক হোসেনের প্রযোজনায় ‘খেলা ভাঙ্গার খেলা’, এতে তার বিপরীতে ছিলেন তনিমা হামিদ। ২০০০ সালে আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে তিনি পেশাগতভাবে অভিনয়ের দুনিয়ায় যাত্রা শুরু করেন। ছোটবেলায় তিনি আব্দুল লতিফ বাচ্চুর পরিচালনায় ‘লাল বেলুন’ সিনেমায় অভিনয় করেন।

বদরুল আনাম সৌদের পরিচালনায় তিনি ‘গহীন বালুচর’ সিনেমায় প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করেন এবং ব্যাপক প্রশংসিত হন।

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ , ৫ আশ্বিন ১৪২৮ ১১ সফর ১৪৪৩

জিতুর আগ্রহ ভালো স্ক্রিপ্টে

বিনোদন প্রতিবেদক

image

অনিমেষ আইচ রচিত ও পরিচালিত ‘এখানে কেউ থাকে না’। কিছুদিন আগেই বিটিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে। এতে প্রতাপ চরিত্রে অভিনয় করছেন জিতু আহসান। জিতু আহসান বলেন, ‘অভিনয় আমার কাছে নেশা, ধ্যান। আমি অভিনয়টাকে আরাধনা করি। আক্ষরিক অর্থেই মন থেকে আমি বলছি, কোন স্ক্রিপ্ট আমার পছন্দ না হলে আমি অভিনয় করি না। কারণ আমার কাছে মনে হয় যেটা আমার হৃদয়কেই স্পর্শ করেনি, তা দর্শকের হৃদয়কে কীভাবে স্পর্শ করবে। আমি কাউকে আঘাত দিয়ে বা ছোট করে বলছি না। আমি শুধু আমার অভিমতটা প্রকাশ করছি।’ জিতু আহসান ‘এখানে কেউ থাকে না’ নাটকের আগে সর্বশেষ বিটিভিরই বদরুল আনাম সৌদ পরিচালিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে অভিনয় করেন। ১৯৮২ সালে সেই ছোট্টবলোয় তিনি প্রথম মামুনুর রশীদের রচনায় ও মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় ‘একটি সেতুর গল্প’ নাটকে অভিনয় করেন। পরিণত বয়সে তার প্রথম নাটক সৈয়দ সিদ্দিক হোসেনের প্রযোজনায় ‘খেলা ভাঙ্গার খেলা’, এতে তার বিপরীতে ছিলেন তনিমা হামিদ। ২০০০ সালে আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে তিনি পেশাগতভাবে অভিনয়ের দুনিয়ায় যাত্রা শুরু করেন। ছোটবেলায় তিনি আব্দুল লতিফ বাচ্চুর পরিচালনায় ‘লাল বেলুন’ সিনেমায় অভিনয় করেন।

বদরুল আনাম সৌদের পরিচালনায় তিনি ‘গহীন বালুচর’ সিনেমায় প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করেন এবং ব্যাপক প্রশংসিত হন।