আব্রাহাম লিংকন নাটকের পাণ্ডুলিপি হস্তান্তর

কুমিল্লার রেপার্টরি গার্ডেন থিয়েটার নতুন নাটকের কাজ শুরু করেছে। নাটকের নাম ‘আব্রাহাম লিংকন’। গত ১৮ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৭টায় কুমিল্লা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে রেপার্টরি গার্ডেন থিয়েটারের প্রতিষ্ঠার দুই বছরপূর্তি এবং তৃতীয় বৎসরে পদাপর্ণ উপলক্ষে অনুষ্ঠানিকতার মাধ্যমে নাটকটির স্ত্রিপ্ট

হস্তান্তর হয়। আতিকুর রহমান সুজনের সভাপতিত্বে, কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদের উপস্থিতিতে, কুমিল্লার নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাজাহান চৌধুরী আব্রাহাম লিংকন স্ক্রিপ্ট হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। আব্রাহাম লিংকন নাটকটির রচয়িতা অপূর্ব কুমার কণ্ডু এবং নির্দেশনা দেবেন এইচ আর অনিক। নাটকটির কাহিনী আব্রাহাম লিংকনের জীবন ও কর্ম আশ্রয়ে। আমেরিকার পরপর দুবারে নির্বাচিত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ী উইলসকিথ বুথের ছোড়া গুলিতে আহত হন। তিনি আহত হবার পর ৯ ঘণ্টা বেঁচে ছিলেন। তার মৃত্যুর আগের এক ঘণ্টাতে তার মনোলোকের ভাবনাকে ঘিরে নাটকের গল্প। রেপার্টরি গার্ডেন থিয়েটারের দল প্রধান আতিকুর রহমান সুজন আব্রাহাম লিংকন চরিত্রে একক অভিনয় করবেন। এই আয়োজনে কুমিল্লার বিভিন্ন নাট্যদলের প্রধানদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের নাট্যবন্ধু লতা, স্পন্দন, স্পর্শ, হান্নানসহ আরও অনেকে। সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্রাহম লিংকন নাটকের প্রোডাকশন ম্যানেজার ইফতেকার হোসাইন রুবেল এবং সঞ্চালনায় ছিলেন খায়রুল বাশার বাঁধন। কেক কেটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ , ৮ অগ্রহায়ণ ১৪২৮ ১৭ রবিউস সানি ১৪৪৩

আব্রাহাম লিংকন নাটকের পাণ্ডুলিপি হস্তান্তর

বিনোদন প্রতিবেদক

image

কুমিল্লার রেপার্টরি গার্ডেন থিয়েটার নতুন নাটকের কাজ শুরু করেছে। নাটকের নাম ‘আব্রাহাম লিংকন’। গত ১৮ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৭টায় কুমিল্লা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে রেপার্টরি গার্ডেন থিয়েটারের প্রতিষ্ঠার দুই বছরপূর্তি এবং তৃতীয় বৎসরে পদাপর্ণ উপলক্ষে অনুষ্ঠানিকতার মাধ্যমে নাটকটির স্ত্রিপ্ট

হস্তান্তর হয়। আতিকুর রহমান সুজনের সভাপতিত্বে, কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদের উপস্থিতিতে, কুমিল্লার নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাজাহান চৌধুরী আব্রাহাম লিংকন স্ক্রিপ্ট হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। আব্রাহাম লিংকন নাটকটির রচয়িতা অপূর্ব কুমার কণ্ডু এবং নির্দেশনা দেবেন এইচ আর অনিক। নাটকটির কাহিনী আব্রাহাম লিংকনের জীবন ও কর্ম আশ্রয়ে। আমেরিকার পরপর দুবারে নির্বাচিত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ী উইলসকিথ বুথের ছোড়া গুলিতে আহত হন। তিনি আহত হবার পর ৯ ঘণ্টা বেঁচে ছিলেন। তার মৃত্যুর আগের এক ঘণ্টাতে তার মনোলোকের ভাবনাকে ঘিরে নাটকের গল্প। রেপার্টরি গার্ডেন থিয়েটারের দল প্রধান আতিকুর রহমান সুজন আব্রাহাম লিংকন চরিত্রে একক অভিনয় করবেন। এই আয়োজনে কুমিল্লার বিভিন্ন নাট্যদলের প্রধানদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের নাট্যবন্ধু লতা, স্পন্দন, স্পর্শ, হান্নানসহ আরও অনেকে। সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্রাহম লিংকন নাটকের প্রোডাকশন ম্যানেজার ইফতেকার হোসাইন রুবেল এবং সঞ্চালনায় ছিলেন খায়রুল বাশার বাঁধন। কেক কেটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।